|
৯০ দিন |
|
আট মাস |
স্বরাষ্ট্র
|
• কলকাতা পুলিশে প্রায় ৭০০০ নয়া পদ।
১৭৪০টি পদ পূরণ।
• হাওড়া ও দুর্গাপুর-আসানসোলে
কমিশনারেটের সিদ্ধান্ত।
• জঙ্গলমহলে ১০ হাজার পুলিশ নিয়োগ প্রক্রিয়া।
• আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য নয়া প্যাকেজ।
• কলকাতার আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে।
• ২০টি মহিলা পুলিশ থানা তৈরি হবে।
• স্কুলের সামনে যানজট এড়াতে ‘ট্র্যাফিক স্কোয়াড’।
• ৬টি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন। |
|
• কলকাতা পুলিশে আরও ২৮৫০টি পদ সৃষ্টি।
• ব্যারাকপুর ও সল্টলেকেও কমিশনারেট গঠন।
• জঙ্গলমহলে ১০,৭০০-র মধ্যে
৫ হাজার নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ
• ১১ জন মাওবাদীর আত্মসমর্পণ।
৯ জনকে ‘ফিক্সড ডিপোজিট’
• ১০টি মহিলা থানায় কাজ শুরু।
আরও ৪৫টির সিদ্ধান্ত
• রাজ্যের নাম বদলে ‘পশ্চিমবঙ্গ’ কার্যকর হওয়ার পথে
• জঙ্গি-প্রতিরোধ বাহিনীর ৩০% ঝুঁকি ভাতা |
স্বাস্থ্য |
• মেডিক্যালে আসন ১৩৫৫ থেকে ১৭৫০।
• সরকারি হাসপাতালে ৩৫০০ শয্যা বৃদ্ধি।
• নবজাতকের জন্য ১৫টি ‘সিক নিউ বর্ন
কেয়ার ইউনিট’ হবে।
• কল্যাণীতে এইমস-এর
ধাঁচে
হাসপাতালের প্রস্তাব। |
|
• নয়া ৭টি স্বাস্থ্যজেলার কাজ শুরু হবে।
ঝাড়গ্রামের কাজ শুরু
• আউটডোর চালুর সময়সীমা ঠিক
রাখতে এসএমএস ভিত্তিক মনিটরিং
• অসুস্থ নবজাতকদের জন্য ১৩
হাসপাতালে ১৯৪টি শয্যা
• ২৭টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল।
কেন্দ্রের অনুমোদন ২০০০ কোটি
• শিক্ষক থেকে নার্স পর্যন্ত প্রায়
৪০০০ নিয়োগ হয়েছে বা হচ্ছে
• কর্ম সংস্কৃতি ফিরে এসেছে।
পরিষেবা দিতে দায়বদ্ধতা দেখা যাচ্ছে |
ভূমি ও ভূমি সংস্কার |
• রাজ্যের জমিনীতি চূড়ান্ত করা হবে।
• ভূমি ব্যাঙ্ক তৈরির কাজ চলছে।
• প্রেসিডেন্সি ডিভিশনের ৭ জেলায়
জমি মানচিত্রের কাজ শুরু।
• আয়লার বাঁধ নির্মাণে জমিদাতাদের
জন্য বিশেষ প্যাকেজ। |
|
• ইতিমধ্যে ৬ লক্ষ ৭৮ হাজার সরকারি জমি চিহ্নিত
• জমিনীতি চূড়ান্ত। রাজ্যের জমি
বিলের খসড়া চূড়ান্ত হবে
• শিল্পের জন্য জেলায় বিশেষ ‘জমি সেল’
• ৬টি সংস্থাকে সিলিং-বহির্ভূত
জমি রাখার অনুমতি |
শিল্প ও বাণিজ্য
|
• ৭টি প্রকল্পের কাজ শুরু। ৩২০২ কোটি লগ্নি।
• বিবেচনাধীন শিল্প প্রস্তাব ২১টি।
লগ্নি আরও ৩০ হাজার কোটি।
• শিল্প দরখাস্তের ফর্ম
৯৯ থেকে কমিয়ে ১৫ পাতা। |
|
• ৫৬ হাজার কোটি লগ্নি ও আড়াই
লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা।
• বেঙ্গল লিডস থেকে মারুতি, সুজুকি,
টেকনো ইন্ডিয়া,
টাটা ইন্টারন্যাশনালের লগ্নির প্রস্তাব।
• ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামো তৈরি হচ্ছে।
একাধিক সংস্থার লগ্নির প্রস্তাব। |
পঞ্চায়েত
|
• ১০০ দিনের প্রকল্পে গড়ে ১৬ দিন কাজ।
খরচ ৩৫৩ কোটি।
• ইন্দিরা আবাস যোজনায় ৫০% বাড়ি অনুমোদিত।
খরচ ৩৬% অর্থ। |
|
• ১০০ দিনের কাজে খরচ ১২৭০ কোটি।
• ইন্দিরা আবাসের প্রায় ৮০% বাড়ি অনুমোদিত।
খরচ অনুদানের ৭৭%।
• প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ১৩৬টি রাস্তা। |
কৃষি |
• শালবনিতে কৃষি বিশ্ববিদ্যালয় হবে।
• প্রতিটি কৃষককে ‘কিষান ক্রেডিট কার্ড’ ও শস্য বিমা।
• কৃষককে ফসলের ন্যায্য দাম
দিতে গ্রামে পরিকাঠামো। |
|
• মার্চের মধ্যে সকলকে কিষান ক্রেডিট কার্ড।
জানুয়ারি পর্যন্ত পেয়েছেন
প্রায় ৫ লক্ষ।
• কৃষি সম্পর্কিত তথ্য পৌঁছে দিতে
২০ হাজার কৃষকবন্ধু নিয়োগ। |
সংখ্যালঘু উন্নয়ন
|
• চাকরিতে সংরক্ষণ ও শিক্ষার উন্নয়নে তিন মাসে বিল।
• ১০ হাজার মাদ্রাসাকে স্বীকৃতি, ৭০০ শিক্ষক নিয়োগ।
• সংখ্যালঘুদের জন্য রাজ্যে ৫০ হাজার বাড়ি,
কলকাতায় ৫ হাজার ফ্ল্যাট। |
|
• মাদ্রাসার জন্য ৬৫০টি শিক্ষক
পদ অনুমোদিত।
• রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয়
ও হজ টাওয়ার বাড়ির নির্মাণ। |
অর্থ
|
• রাজ্যে ৭৯ হাজার সরকারি পদ সৃষ্টি।
• উত্তরবঙ্গের জন্য ২০০ কোটি,
দার্জিলিঙের
জন্য
৬০০ কোটি,
পশ্চিমাঞ্চলের জন্য ২০০ কোটি। |
|
• বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে
আশাব্যঞ্জক সাফল্য।
• ১৬ দফতরে বিশেষ অডিট। কয়েকটি
দফতরে অনিয়মের খোঁজ। |
|