মমতার খতিয়ান
প্রকাশিত হল নতুন সরকারের আট মাসের কাজের খতিয়ান নিয়ে পুস্তিকা। এর আগে সরকার
গঠনের ৯০ দিনের মাথায় এ ধরনের খতিয়ান প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। নতুন বইয়ে তাঁর দাবি,
‘অত্যন্ত কঠিন, বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে শিল্প, কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, কর্মসংস্থান,
আইনশৃঙ্খলা, সংস্কৃতি-সহ প্রতিটি বিভাগকে পুনরুজ্জীবনের কাজ শুরু হয়েছে।
পাঁচ মাসের ব্যবধানে সরকারের প্রকাশিত দু’টি বইয়ে যা দাবি করা হয়েছে, তার কিছু তথ্য।
 




৯০ দিন
আট মাস
স্বরাষ্ট্র
• কলকাতা পুলিশে প্রায় ৭০০০ নয়া পদ।
১৭৪০টি পদ পূরণ।
• হাওড়া ও দুর্গাপুর-আসানসোলে
কমিশনারেটের সিদ্ধান্ত।
• জঙ্গলমহলে ১০ হাজার পুলিশ নিয়োগ প্রক্রিয়া।
• আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য নয়া প্যাকেজ।
• কলকাতার আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে।
• ২০টি মহিলা পুলিশ থানা তৈরি হবে।
• স্কুলের সামনে যানজট এড়াতে ‘ট্র্যাফিক স্কোয়াড’।
• ৬টি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন।

• কলকাতা পুলিশে আরও ২৮৫০টি পদ সৃষ্টি।
• ব্যারাকপুর ও সল্টলেকেও কমিশনারেট গঠন।
• জঙ্গলমহলে ১০,৭০০-র মধ্যে
৫ হাজার নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ
• ১১ জন মাওবাদীর আত্মসমর্পণ।
৯ জনকে ‘ফিক্সড ডিপোজিট’
• ১০টি মহিলা থানায় কাজ শুরু।
আরও ৪৫টির সিদ্ধান্ত
• রাজ্যের নাম বদলে ‘পশ্চিমবঙ্গ’ কার্যকর হওয়ার পথে
• জঙ্গি-প্রতিরোধ বাহিনীর ৩০% ঝুঁকি ভাতা
স্বাস্থ্য
• মেডিক্যালে আসন ১৩৫৫ থেকে ১৭৫০।
• সরকারি হাসপাতালে ৩৫০০ শয্যা বৃদ্ধি।
• নবজাতকের জন্য ১৫টি
‘সিক নিউ বর্ন কেয়ার ইউনিট’ হবে।
• কল্যাণীতে এইমস-এর
ধাঁচে হাসপাতালের প্রস্তাব।

• নয়া ৭টি স্বাস্থ্যজেলার কাজ শুরু হবে।
ঝাড়গ্রামের কাজ শুরু
• আউটডোর চালুর সময়সীমা ঠিক
রাখতে এসএমএস ভিত্তিক মনিটরিং
• অসুস্থ নবজাতকদের জন্য ১৩
হাসপাতালে ১৯৪টি শয্যা
• ২৭টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল।
কেন্দ্রের অনুমোদন ২০০০ কোটি
• শিক্ষক থেকে নার্স পর্যন্ত প্রায়
৪০০০ নিয়োগ হয়েছে বা হচ্ছে
• কর্ম সংস্কৃতি ফিরে এসেছে।
পরিষেবা দিতে দায়বদ্ধতা দেখা যাচ্ছে
ভূমি ও ভূমি সংস্কার
• রাজ্যের জমিনীতি চূড়ান্ত করা হবে।
• ভূমি ব্যাঙ্ক তৈরির কাজ চলছে।
• প্রেসিডেন্সি ডিভিশনের ৭ জেলায়
জমি মানচিত্রের কাজ শুরু।
• আয়লার বাঁধ নির্মাণে জমিদাতাদের
জন্য বিশেষ প্যাকেজ।

• ইতিমধ্যে ৬ লক্ষ ৭৮ হাজার সরকারি জমি চিহ্নিত
• জমিনীতি চূড়ান্ত। রাজ্যের জমি
বিলের খসড়া চূড়ান্ত হবে
• শিল্পের জন্য জেলায় বিশেষ ‘জমি সেল’
• ৬টি সংস্থাকে সিলিং-বহির্ভূত
জমি রাখার অনুমতি
শিল্প ও বাণিজ্য
• ৭টি প্রকল্পের কাজ শুরু। ৩২০২ কোটি লগ্নি।
• বিবেচনাধীন শিল্প প্রস্তাব ২১টি।
লগ্নি আরও ৩০ হাজার কোটি।
• শিল্প দরখাস্তের ফর্ম
৯৯ থেকে কমিয়ে ১৫ পাতা।

• ৫৬ হাজার কোটি লগ্নি ও আড়াই
লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা।
• বেঙ্গল লিডস থেকে মারুতি, সুজুকি,
টেকনো ইন্ডিয়া, টাটা ইন্টারন্যাশনালের লগ্নির প্রস্তাব।
• ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামো তৈরি হচ্ছে।
একাধিক সংস্থার লগ্নির প্রস্তাব।
পঞ্চায়েত
• ১০০ দিনের প্রকল্পে গড়ে ১৬ দিন কাজ।
খরচ ৩৫৩ কোটি।
• ইন্দিরা আবাস যোজনায় ৫০% বাড়ি অনুমোদিত।
খরচ ৩৬% অর্থ।

• ১০০ দিনের কাজে খরচ ১২৭০ কোটি।
• ইন্দিরা আবাসের প্রায় ৮০% বাড়ি অনুমোদিত।
খরচ অনুদানের ৭৭%।
• প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ১৩৬টি রাস্তা।
কৃষি
• শালবনিতে কৃষি বিশ্ববিদ্যালয় হবে।
• প্রতিটি কৃষককে ‘কিষান ক্রেডিট কার্ড’ ও শস্য বিমা।
• কৃষককে ফসলের ন্যায্য দাম
দিতে গ্রামে পরিকাঠামো।

• মার্চের মধ্যে সকলকে কিষান ক্রেডিট কার্ড।
জানুয়ারি পর্যন্ত পেয়েছেন প্রায় ৫ লক্ষ।
• কৃষি সম্পর্কিত তথ্য পৌঁছে দিতে
২০ হাজার কৃষকবন্ধু নিয়োগ।
সংখ্যালঘু উন্নয়ন
• চাকরিতে সংরক্ষণ ও শিক্ষার উন্নয়নে তিন মাসে বিল।
• ১০ হাজার মাদ্রাসাকে স্বীকৃতি, ৭০০ শিক্ষক নিয়োগ।
• সংখ্যালঘুদের জন্য রাজ্যে ৫০ হাজার বাড়ি,
কলকাতায় ৫ হাজার ফ্ল্যাট।

• মাদ্রাসার জন্য ৬৫০টি শিক্ষক
পদ অনুমোদিত।
• রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয়
ও হজ টাওয়ার বাড়ির নির্মাণ।
অর্থ
• রাজ্যে ৭৯ হাজার সরকারি পদ সৃষ্টি।
• উত্তরবঙ্গের জন্য ২০০ কোটি,
দার্জিলিঙের জন্য ৬০০ কোটি,
পশ্চিমাঞ্চলের জন্য ২০০ কোটি।

• বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে
আশাব্যঞ্জক সাফল্য।
• ১৬ দফতরে বিশেষ অডিট। কয়েকটি
দফতরে অনিয়মের খোঁজ।


তথ্য সহায়তা: রঞ্জন সেনগুপ্ত



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.