|
|
|
|
|
|
|
কী নেই কী চাই |
উত্তর |
বাজারের সংস্কার |
বৌবাজার মার্কেটের অবস্থা শোচনীয়। বর্ষায় ছাদ থেকে জল পড়ে। যে কোন সময়ে কংক্রিটের চাঙড় খসে পড়ে বিপদ ঘটতে পারে। এই বিপদ মাথায় নিয়েই রোজ বাজার বসে, চলে কেনাকাটা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সমস্যা সমাধানে ব্যবস্থা করা হোক।
হীরালাল শীল, কলকাতা ১২
|
আরও বাস |
আলমবাজার তাঁতিপাড়া অঞ্চল থেকে ধর্মতলা ও ডালহৌসি যাওয়ার একমাত্র উপায় মিনিবাস। অফিস টাইম ছাড়া অন্য সময় এর জন্য বহু ক্ষণ অপেক্ষা করতে হয়। সরকারি বাস সকাল থেকে মাত্র দু’টি। আগে এই অঞ্চল থেকে ধর্মতলা (বড়বাজার হয়ে) ৩২ নম্বর রুটে বাস চলত। সেটাও দীর্ঘ দিন বন্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দক্ষিণেশ্বর থেকে ধর্মতলা ও ডালহৌসি যাওয়ার আরও কিছু বাস চলাচলের ব্যবস্থা করা হোক।
শ্যামল অধিকারী, কলকাতা ৩৫ |
|
|
আমাদের লিখুন আপনার পাড়ার নাগরিক সমস্যা জানিয়ে
অনধিক ১৫০ শব্দে লিখে পাঠান। ঠিকানা: কী নেই কী চাই,
কলকাতা উত্তর/ দক্ষিণ/ পুর্ব,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১।
আপনার নাম, ঠিকানা, টেলিফোন নম্বর অবশ্যই লিখবেন। |
|
|
|
|
|
|