টুকরো খবর
‘ইমপা’র ভোটেও ‘পরিবর্তন’
টলিউডের নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রী, পরিচালকদের বড় অংশই ‘পরিবর্তন-পন্থী’ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। এ বার ‘পরিবর্তন’ ‘ইস্টার্ন মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনে’র (ইমপা) পরিচালন কমিটিতেও। দীর্ঘদিন ধরে ইমপা-র পরিচালন কমিটিতে সিপিএম-প্রভাবিত বামেদেরই প্রাধান্য ছিল। এ বার ভোটে বামেদের হটিয়ে তৃণমূল প্রভাবিত ‘বেঙ্গল ফিল্ম প্রোডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স ফোরাম’ পরিচালন কমিটির ক্ষমতায় এসেছে। টলিউডের সঙ্গে ‘যোগাযোগ’ রক্ষার ভার মুখ্যমন্ত্রী দেন টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসকে। বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশের পরে অরূপ বলেন, “টলিউডেও মা-মাটি-মানুষের জয় হয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা এই জয় উৎসর্গ করছি।” ফোরামের পক্ষে পরিচালক-প্রযোজক মিলন ভৌমিকও এ দিন দাবি করেন, “ইমপা এতদিনের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে!” বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে টলিউডের শিল্পী-কলাকুশলীদের বড় অংশ তো বটেই, বাংলার সংস্কৃতি জগতের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল। কিন্তু ‘পরিবর্তনের হাওয়া’ ওঠার পরে টলিউডের শিল্পী মহলকে অনেকটাই কাছে টানতে পেরেছিলেন মমতা। এ দিন অরূপ বলেন, “এর আগে অনেকেই টালিগঞ্জের চলচ্চিত্র শিল্প নিয়ে অনেক বড় বড় কথা বলেন। কাজের কাজ কিছুই করেননি। বরং টেকনিশিয়ান্স স্টুডিও বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছিলেন। টালিগঞ্জের কলাকুশলীদের সঙ্গে আন্দোলন করে সেই চক্রান্ত রুখে ছিলাম।” মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা টালিগঞ্জে গিয়ে টেকনিশিয়ান্স স্টুডিওর আধুনিকীকরণের জন্য ১৮ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছিলেন। তাঁদের আটমাসের শাসনে টালিগঞ্জের চলচ্চিত্র-শিল্পের উন্নয়নে সন্তুষ্ট হয়ে শিল্পী-কলাকুশলীরা ‘প্রতিদান’ দিয়েছেন বলেই মনে করছেন অরূপ।

ছাত্র-মৃত্যুতে ধৃত ১
কলেজছাত্র কৌস্তভ মজুমদারের মৃত্যুর ঘটনায় এক যুবক গ্রেফতার হল। ধৃতের নাম হাসান সাপুঁই। শুক্রবার বারাসত আদালত তাকে ১৪ দিন জেল হেফাজত দেয়। গত বছরের ৯ ডিসেম্বর বাদুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সানি পার্কের বাসিন্দা কৌস্তভকে। এই ঘটনায় পুলিশ প্রথমে আত্মহত্যার মামলা রুজু করলেও পরে কৌস্তভের পরিবারের অভিযোগ মতো খুনের মামলা দায়ের হয়। হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মহলের দারস্থ হন কৌস্তভের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই হাসানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সহায় পুলিশ, বাঁচলেন প্রৌঢ়
ট্রাফিক সার্জেন্ট ও এক আইনজীবীর তৎপরতায় প্রাণে বাঁচলেন এক প্রৌঢ়। লালবাজার সূত্রে খবর, শুক্রবার মানিকতলা ব্রিজের উপরে একটি বাসে মাথা ঘুরে পড়ে যান কালীপ্রসাদ ভট্টাচার্য (৫৭) নামে ওই প্রৌঢ়। তাঁর বাড়ি হাওড়ার শিবপুরে। পুলিশ জানায়, ব্রিজের উপরে কর্তব্যরত উল্টোডাঙা ট্রাফিক গার্ডের সার্জেন্ট পীযূষ সাধুখাঁ বাসটিকে দাঁড়িয়ে পড়তে দেখে সেখানে যান। অসুস্থ প্রৌঢ়কে দেখে তিনি ট্যাক্সি ডাকেন। বাসের এক যাত্রী নীহারকান্তি গঙ্গোপাধ্যায় কালীপ্রসাদবাবুকে নিয়ে মানিকতলা ইএসআই হাসপাতালে যান। সঙ্গে পীযূষবাবুও যান। হাসপাতাল সূত্রে খবর, কালীপ্রসাদবাবুর রক্তে শর্করার পরিমাণ কমে গিয়েছিল। তিনি হৃদরোগেও আক্রান্ত হন। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় তিনি আপাতত সুস্থ।

দু’টি অপমৃত্যু
এভারেস্ট হাউস থেকে পড়ে শুক্রবার মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অজিত সোম (৫৫)। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। এ দিকে, বৃহস্পতিবার গিরিশ পার্ক এলাকার একটি বাড়ি থেকে জুলি চট্টোপাধ্যায় (২৫) এক তরুণীর ঝুলন্ত দেহ মেলে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.