২০ লক্ষ টাকা লুঠে সূত্রই পায়নি পুলিশ |
উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের চূড়াভাণ্ডার শাখায় চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। এমনকী দুষ্কৃতী দলটিকেও চিহ্নিত করা সম্ভব হয়নি। সোমবার রাতে ওই ব্যাঙ্কের জানালা ভেঙে গ্রিল কেটে ২০ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পরে আনা হয় পুলিশ কুকুর। চোরের দলটিকে খুঁজে বের করতে মঙ্গলবার তিনজন পুলিশ অফিসারকে নিয়ে গঠন করা হয় বিশেষ দল। কিন্তু বুধবার পর্যন্ত পালিয়ে যাওয়া চোরদের একজনকেও ধরতে পারেনি পুলিশ। ময়নাগুড়ি থানার আইসি বিশ্বনাথ হালদার বলেন, “বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে মনে হচ্ছে টাকা চুরির কাজ করেছে বাইরে থেকে ভাড়া করে আনা দল। স্থানীয় এজেন্ট সমস্ত তথ্য সরবরাহ করেছে। ওই এজেন্টের খোঁজে বিশেষ দল গঠন করে তদন্তের কাজ চলছে।” স্থানীয় দুষ্কৃতীরা ঘটনার সঙ্গে জড়িত কিনা তা জানতে মঙ্গলবার রাতভর ময়নাগুড়ির বিভিন্ন প্রান্তে হানা দিয়ে দাগিদের পুলিশ কর্তারা জেরা করেন। কথা বলেন ব্যাঙ্ক কর্মী, সংলগ্ন বাসিন্দাদের সঙ্গেও। বুধবার দিনভর ওই জিজ্ঞাসাবাদের কাজ চলেছে। কিন্তু চুরি কাণ্ডের সূত্র মেলেনি। এ দিকে তদন্তে নেমে এর আগে চটেরহাট, তালমা, হলদিবাড়ি এলাকায় ব্যাঙ্কের টাকা লুঠের ছকের সঙ্গে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের চূড়াভাণ্ডার শাখায় চুরির মিল খুঁজে পেয়েছে পুলিশ। থানার আইসি বলেন, “অন্য এলাকায় যে পদ্ধতিতে ব্যাঙ্কে চুরি হয়েছে মঙ্গলবার চূড়াভাণ্ডারে একই ছকে কাজ হাসিল করেছে দুষ্কৃতীরা। ওই ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট বিশেষ একটি দল বিভিন্ন এলাকায় ব্যাঙ্কের টাকা চুরি করে বেড়াচ্ছে। স্থানীয় এজেন্টরা দলটিকে ভাড়া করে আনছে।” পুলিশ কর্তারা মনে করছেন স্থানীয় এজেন্ট শনাক্ত করা সম্ভব হলে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ব্যাঙ্কের টাকা চুরির ঘটনার সূত্র পাওয়া যেতে পারে। যদিও এখনই ঘটনার সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের জড়িত থাকার সম্ভাবনা তাঁরা আপাতত উড়িয়েও দিচ্ছেন না।
|
বুধবার মহকুমা হাসপাতাল থেকে যশোডাঙ্গার ভাড়া বাড়িতে ফিরলেন কবিতা দেবনাথ। আলিপুরদুয়ারের মহকুমাশাসক ২ বিডিও কবিতা দেবীকে অস্থায়ী ভাবে একটি কাজ পাইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আলিপুরদুয়ার ২ বিডিও সৌমেন মাইতি বলেন, “ব্লক প্রশাসন সবসময় কবিতা দেবীর পাশে আছে। আপাতত অস্থায়ী ভাবে কাজ দেওয়া হবে।” এ দিন প্রশাসনের পক্ষ থেকে অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু এবং অসম-বঙ্গ যোগী সম্মিলনীর আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার সম্পাদক বিপ্লব বসাক পুলিশকে নিয়ে ছোট চৌকিরবস গ্রামে তাঁকে নিয়ে যান। সেখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যশোডাঙ্গা বিডিও অফিসের কাছে একটি ভাড়া বাড়ি ঠিক করে দেন। আপাতত শিশুসন্তানকে নিয়ে সেখানেই তিনি রয়েছেন। অভিযোগ, গত ১০ জানুয়ারি কবিতা দেবীকে তাঁর শ্বশুর বাড়ির লোকেরা মারধর করে। তাঁর শরীরে বিছুটি পাতা লাগিয়ে জল ঢেলে দিয়ে অত্যাচার করা হয়। এ দিন কবিতা দেবীর সঙ্গে দেখা করে নানা জিনিসপত্র দিয়ে সাহায্য করেন আলিপুরদুয়ার ২ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বাপি দাস।
|
সেমি ফাইনালে সিঁথি রায়পাড়া |
জাগরণীসঙ্ঘ পরিচালিত সারা বাংলা সাবজুনিয়র দিনরাতের ক্রিকেট প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠল দমদমের সিঁথি রায়পাড়া ক্রিকেট কোচিং। বুধবার পটনার ক্রিকেট অ্যাকাডেমি অব বিহারকে তারা ৯৩ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে সিঁথি রায়পাড়া নির্ধারিত ২৫ ওভারে ৫ উইকেটে ২৩৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ১৪৬ রানে অল আউট হয়ে যায় ক্রিকেট অ্যাকাডেমি অব বিহার। সিঁথি রায়পাড়ার হয়ে শ্রীদীপ মল্লিক ৭১ বলে ১১১ রান করেছেন। তিনি ২ ওভার বল করে এ দিন ১৫ রানের বিনিময়ে ২টি উইকেটও নিয়েছেন। ক্রিকেট অ্যাকাডেমি অব বিহারের হয়ে ৮২ রান করেন মহম্মদ আমির খান। সিঁথি রায়পাড়ার হয়ে শুভদীপ সাধুখাঁ এ দিন ৪ ওভার বল করে ৮ রান দিয়ে ৫ টি উইকেট নিয়েছেন। গত মঙ্গলবার উত্তর প্রদেশের গাজিয়াবাদের আরএসবি ক্রিকেট কোচিং সেন্টারকে ৫ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে বুলান ক্রিকেট কোচিং। তার আগের দিন হাওড়ার বাদল বসু ক্রিকেট কোচিংকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শিলিগুড়ির শুভজিৎ মৈত্র মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার। ৭ উইকেটে তারা জিতেছিল। বৃহস্পতিবার শেষ কোয়ার্টার ফাইনালে দুর্গাপুর ক্রিকেট কোচিং মুখোমুখি হবে দাদাভাই ক্রিকেট কোচিং সেন্টারের।
|
ট্রাকের সঙ্গে একটি মালবাহী ছোট গাড়ির সংঘর্ষে জখম হয়েছে ২ জন। বুধবার রাত ৯টা নাগাদ ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির শক্তিগড় এলাকায়। জখমদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই ছোট গাড়িটি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। ট্রাকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
পেছনের জানালা খুলে ভেতরে ঢুকে কম্পিউটার সেট নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে কালচিনি গ্রাম পঞ্চায়েত অফিসে। কালচিনির বিডিও থেন্ডুপ শেরপা জানান, কম্পিউটার, ইউপিএস, পিন্টার চুরি গিয়েছে। |