টুকরো খবর
মানবাজারে মাকুড়ি মেলা
ইতিহাস হারিয়ে গিয়েছে। কিন্তু প্রথা রয়ে গিয়েছে। প্রথা মেনে সরস্বতী পুজার পরের দিন পুঞ্চা ও মানবাজার থানার সীমানায় বুধপুরে কংসাবতী নদীর পাড়ে মাকুড়ি মেলা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মেলায় কমবেশি ষাট হাজার মানুষের জমায়েত হয়েছিল। মানভূম কলেজের ইতিহাসের শিক্ষক তথা গবেষক প্রদীপ মণ্ডলের মতে, “এই মেলার বয়স কত তা বলা সম্ভব নয়। বুধপুর গ্রামে কংসাবতী নদীর পাড়ে এই মেলা বসে। এলাকায় জৈন ধর্মের অনেক নিদর্শন রয়েছে। পাথরে যে সমস্ত নিদর্শন রয়েছে, তা নবম কিংবা দশম শতাব্দীর। এলাকায় প্রাচীন রীতি রয়েছে সরস্বতী পুজার দিন রান্না করে তার পরের দিন খাওয়া। তার ঠিক এক দিন পরে মাকুড়ির মেলা বসে। মেলার মেয়াদ সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি।” বুধপুরে শিব মন্দির রয়েছে। বাসিন্দারা নদীতে স্নান করে মন্দিরে পুজো দেন। মেলায় এসেছেন ঝাড়খণ্ডের কমলপুর গ্রামের দুলালি মাহাতো, বনকুচিয়া গ্রামের সরস্বতী মাহাতোরা। তাঁরা বলেন, “গত বছর আমরা এই মেলায় এসেছিলাম। পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। নদীতে স্নান করে মন্দিরে পুজো দিই। কিছু কেনাকাটাও করি।” সোমবার দুপুরে গিয়ে দেখা গেল, সেতুর দু’পাশে ছোটবড় মিলিয়ে শতাধিক গাড়ি দাড়িয়ে। মন্দির ও সেতুকে ঘিরে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে মেলা ছড়িয়ে রয়েছে। এ দিন পুরুলিয়া-বাঁকুড়াগামী অনেক বাস রাস্তায় নামেনি। তারা মেলার যাত্রী নিয়ে গিয়েছে। পুঞ্চার বাসিন্দা তেলে ভাজা বিক্রেতা মুচিরাম মোদকের কথায়, “বিক্রি ভালই হয়েছে। আর একটু বেশি কাঁচামাল আনতে পারলে ভাল হত।” পাশাপাশি নদীর চরে গেরস্থালির পশরা নিয়ে এসেছেন অনেক ব্যবসায়ী। সস্তার গেরস্থালি জিনিসপত্রের দোকানে মহিলাদের উপচে পড়া ভীড়। দেখা গেল, কাঠের ছোট নাগরদোলা, কাগজের ফুলঝুরি নিয়ে শিশুদের মাতামাতি করতে। মেলায় আসা বাসিন্দাদের কথায়, মেলা কী কারণে শুরু হয়েছিল তা নাই জানা গেল। কিন্তু মেলা ঘোরার আনন্দ অনেক বেশি।

স্ত্রীকে ‘খুন’, ধৃত স্বামী
স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি রঘুনাথপুর থানার চোরপাহাড়ি গ্রামের। মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামে শ্বশুরবাড়ির ভিতরে বাবলি গঙ্গোপাধ্যায় (৩১) নামের এক বধূকে মৃত অবস্থায় পাওয়া যায়। বুধবার তাঁর ভাই অমৃত চট্টোপাধ্যায় পুলিশের কাছে খুনের মামলা রুজু করেন। তাঁর অভিযোগ, “দিদিকে খুন করা হয়েছে। জামাইবাবু তাকে খুন করেছে।” ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী শুকদেব গঙ্গোপাধ্যায়কে বুধবার বিকেলে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুর থানার রাঙ্গাডি গ্রামে বাবলির বাপের বাড়ি। পাঁচ বছর আগে তাঁর সঙ্গে পেশায় দিন মজুর শুকদেবের বিয়ে হয়। বাবলির ভাইয়ের অভিযোগ, “বিয়ের পর থেকেই জামাইবাবু নানা কারণে দিদির উপর অত্যাচার চালাত। আমরা বার বার মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। দিদিকে জামাইবাবু শ্বাসরোধ করে খুন করেছে।” এ দিন রঘুনাথপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সত্যশঙ্কর আচার্য মৃতদেহের সুরতহাল করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

যান নিয়ন্ত্রণে মহিলারা
ছবি: অভিজিৎ সিংহ
যানজটের সমস্যা কাটাতে পাঁচ মহিলাকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজে নিয়োগ করল বাঁকুড়া পুরসভা। বাঁকুড়া শহরের মাচানতলা, পুলিশ সুপারের অফিসের মোড় ও স্টেট ব্যাঙ্ক মোড়ে বুধবার থেকে ওই মহিলারা যান নিয়ন্ত্রণ শুরু করেন। এ ব্যাপারে পুলিশের কাছে তাঁরা সাত দিন বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপা বলেন, “সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁরা তিনটি জায়গার যান নিয়ন্ত্রণ করবেন। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। তাঁরা সফল হলে আরও কয়েকটি জায়গায় যান নিয়ন্ত্রণের এই ব্যবস্থা চালু করার ইচ্ছা রয়েছে।”

জামিন পেলেন সিপিএম নেতার স্ত্রী
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডাল ‘পাচার’ করার অভিযোগে ধৃত সিপিএম নেতার স্ত্রী অর্ন্তবর্তী জামিন পেলেন। জয়পুরের কুলসায়র গ্রামের বাসিন্দা মঞ্জু পাণ্ডেকে বুধবার বিষ্ণুপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে অর্ন্তবর্তী জামিন দেন। ফের ১৫ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে প্রশাসনের দাবি, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে। মঞ্জু দেবী স্থানীয় উত্তরবাড় গ্রামের চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। মঙ্গলবার সেখান থেকে মুসুর ডাল পাচার করার অভিযোগে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটকে রাখেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। মঞ্জুদেবীগণতান্ত্রিক মহিলা সমিতির জয়পুর ব্লকের নেত্রী। তাঁর স্বামী ষড়ানন পাণ্ডে সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। তাই এই ঘটনা অন্য মাত্রা পেয়েছে। জয়পুরের বিডিও চিত্রদীপ সেনের নির্দেশে মঙ্গলবারই সিডিপিও অশ্বিনী হাঁসদা এই অভিযোগের তদন্তে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান। এ দিন তিনি বলেন, “আমরা ইতিমধ্যে গ্রামবাসীদের তোলা অভিযোগের সত্যতা পেয়েছি। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৫৮ কেজি চাল ও ৪০ কেজি ডালের ঘাটতি রয়েছে। আরও তদন্ত চলছে।” তিনি জানান, আজ বৃহস্পতিবার তদন্তের রিপোর্ট বিডিও-র হাতে তুলে দেবেন। বিডিও বলেন, “সিডিপিও-র রিপোর্ট পাওয়ার পরে ওই কর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তান্ত্রিককে নিয়ে তল্লাশি চালাল পুলিশ
শালতোড়ায় সদ্যোজাতের মুণ্ড উদ্ধারের ঘটনায় ধৃত তান্ত্রিককে মন্দিরে নিয়ে গিয়ে তল্লাশি চালাল পুলিশ। স্থানীয় ও পুলিশের একটি সূত্রের দাবি, তল্লাশিতে মাটি খুঁড়ে শিশুর দেহাংশ পাওয়া গিয়েছে। যদিও পুলিশ সুপার প্রণব কুমার তা মানতে চাননি। তিনি বলেন, “ওই তান্ত্রিককে নিয়ে গিয়ে এ দিন দুপুরে মন্দির ও লাগোয়া শ্মশানে তল্লাশি চালান হয়। উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি।” মঙ্গলবার পুলিশ চার দিনের জন্য তান্ত্রিক লক্ষ্মীকান্ত কর্মকারকে নিজেদের হেফাজতে পায়। পুলিশ জানিয়েছে, জেরায় সে বার বার দাবি করেছে তাকে ফাঁসানো হয়েছে। সে শিশুটিকে খুন করেনি। বুধবার দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে তদন্তকারী আধিকারিকরা তাকে কোলাকুড়ি গ্রামের শ্মশানে নিয়ে যায়। সেখানে মাটিও খোঁড়া হয়। কোলাকুড়ি গ্রামে ওই তান্ত্রিকের কালী মন্দিরে রবিবার দুপুরে একটি সদ্যোজাতের মুণ্ড পাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। শিশুটিকে খুন করার অভিযোগে বাসিন্দারা ওই মন্দিরের তান্ত্রিক লক্ষ্মীকান্ত কর্মকারকে মারধরও করেন। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

অপমৃত্যু
এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিজয় শর্মা (৪৬)। ইন্দাসের হাজরা পাড়ায় তাঁর বাড়ি। পরিবারের লোকজন জানিয়েছেন, বুধবার ভোরে ঘরের ভিতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। বাড়ির লোকজন তাঁকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের স্ত্রী শিখারানি শর্মা বলেন, “স্বামী তৃণমূল কংগ্রেসের হয়ে জেল পর্যন্ত খেটেছে। তবে ইদানিং মানসিক অবসাদে ভুগছিল।” পুলিশ জানিয়েছে, মৃতের পরিবার একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

দুর্ঘটনায় জখম তিন
মোটরবাইক ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন তিন যুবক। মঙ্গলবার রাত আটটা নাগাদ পুঞ্চার কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম ওই মোটরবাইক আরোহীদের পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। পুঞ্চার ব্লক স্বাস্থ্য আধিকারিক রমেশ কিস্কু বলেন, “তিন জনের পায়ে ও কোমরে চোট রয়েছে।” তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

স্কুলে তালা
সরস্বতী পুজোর দিন স্কুলে কেন খিচুড়ি রান্না করা হয়নি, এই প্রশ্ন তুলে বুধবার স্কুলের গেটে তালা দিলেন পড়ুয়া ও অভিভাবকেরা। বীরভূমের নলহাটি থানার উদয়নগর হাইস্কুলের ঘটনা। শিক্ষকেরা সময়ে স্কুলে আসা-যাওয়া করেন না বলেও অভিযোগ তোলেন অভিভাবকেরা। পরে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সম্পাদক বিক্ষোভকারীদের নিয়ে বৈঠক করলে তালা খুলে দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.