নিকাশি নালা নেই, ক্ষোভ বাসিন্দাদের
গ্রামের মূল রাস্তা কংক্রিটের তৈরি। কিন্তু রাস্তার পাশে নিকাশি নালা না থাকায় রাস্তা দিয়েই জল বয়ে যাচ্ছে। ফলে জলে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করা দুর্বিসহ হয়ে উঠছে। এমনই সমস্যা কাঁকরতলা থানা এলাকার পারশুণ্ডি গ্রামের। সমস্যার কোনও সুরাহা না হওয়ায় প্রতিবাদে ওই রাস্তার উপর মোরাম ফেলে দিয়েছেন গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিকল্পনা ছাড়াই এই রাস্তা তৈরি হওয়ার ফলে জল নিকাশের সমস্যা প্রথম থেকেই ছিল। তার উপর কয়েকটি ঘরের বাসিন্দা তাঁদের বাড়ির জল রাস্তায় ফেলেন এবং রাস্তার পাশের নলকূপ থেকেও জল পড়ে রাস্তা ভরে যায়। বহু বার জানানো সত্ত্বেও স্থানীয় পঞ্চায়েত থেকে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাস্তায় জমা জল ভেঙে যানবাহন চলাচল যেমন অসুবিধাজনক তেমনি এই রাস্তার উপরেই পারশুণ্ডি উচ্চ বিদ্যালয় এবং ডাকঘর থাকার ফলে দুর্ভোগে পড়ছেন পায়ে হাঁটা মানুষও।
জল থইথই। ছবি: দয়াল সেনগুপ্ত

পঞ্চায়েত এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চার পাঁচেক আগে সিপিএম পরিচালিত পঞ্চায়েত, গ্রামের কংক্রিটের রাস্তাটি তৈরি করেছিল। কিন্তু প্রথম দিন থেকেই রাস্তার পাশে কোনও নিকাশি নালা তৈরি করা হয়নি। রাস্তার পাশে থাকা নলকূপের জল জমে এবং দু’চার ঘর বাসিন্দাদের ব্যবহৃত জল রাস্তায় পড়ায় রাস্তা প্রায় সব সময়ই জলমগ্ন থাকে। ফলত অসুবিধায় পড়েন বিশেষত গড়াইপাড়া, নীচুপাড়ার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা জগদীশ চন্দ্র তিওয়ারি, প্রভাকর গড়াই, আশিস মুদি, নন্দন তিওয়ারিরা জানান, হঠাৎ গড়াইপাড়ার কয়েকজন বাসিন্দা প্রতিবাদে রাস্তার উপর দুই গাড়ি মোরাম ফেলে দেন। ফলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে এবং জমা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাসিন্দাদের ক্ষোভ, মানুষের এত অসুবিধার কথা জেনেও পঞ্চায়েত সমাধানের কোনও চেষ্টা করেনি। এমনকী যে দু’চার ঘর বাসিন্দার জন্য এই দুরবস্থা, তাঁদেরও পঞ্চায়েত এই বিষয়ে কিছু বলেনি। ফলে দুর্ভোগ চলছে।
সমস্যার কথা স্বীকার করে এলাকার প্রধান সুদাম মণ্ডল জানান, অবস্থানগত কারণে বর্ষাকালে পারশুণ্ডি গ্রামের রাস্তায় হাঁটুজল থাকার জন্যই রাস্তাটি কংক্রিটের তৈরি করায় পঞ্চায়েত। তখন রাস্তার পাশে নিকাশি নালা তৈরির পরিকল্পনা নেওয়া হলেও বাসিন্দাদের বাধায় তা হয়ে ওঠেনি। এখন হঠাৎ করে নিকাশি নালা তৈরি সম্ভব নয় বলেও তিনি জানান। এই ব্যাপারে গ্রামোন্নয়ন কমিটির পরামর্শ চাওয়া হলে কোন সাহায্য পাওয়া যায়নি। বাসিন্দাদের জল ফেলা প্রসঙ্গে তিনি বলেন, “যাঁদের বাড়ির জল রাস্তায় পড়ছে তা দেখে শোকপিট করার পরিকল্পনা কমিটির কাছে চাওয়া হয়েছিল। কিন্তু এভাবে সমস্যা থেকে মুখ ফিরিয়ে না রেখে মাটি কাটার যন্ত্র লাগিয়ে রাস্তার উপর পড়ে থাকা মাটি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তারপর স্থায়ী সমাধানের পথ খোঁজা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.