নিজস্ব সংবাদদাতা • কাঁকরতলা |
পঞ্চায়েত এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চার পাঁচেক আগে সিপিএম পরিচালিত পঞ্চায়েত, গ্রামের কংক্রিটের রাস্তাটি তৈরি করেছিল। কিন্তু প্রথম দিন থেকেই রাস্তার পাশে কোনও নিকাশি নালা তৈরি করা হয়নি। রাস্তার পাশে থাকা নলকূপের জল জমে এবং দু’চার ঘর বাসিন্দাদের ব্যবহৃত জল রাস্তায় পড়ায় রাস্তা প্রায় সব সময়ই জলমগ্ন থাকে। ফলত অসুবিধায় পড়েন বিশেষত গড়াইপাড়া, নীচুপাড়ার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা জগদীশ চন্দ্র তিওয়ারি, প্রভাকর গড়াই, আশিস মুদি, নন্দন তিওয়ারিরা জানান, হঠাৎ গড়াইপাড়ার কয়েকজন বাসিন্দা প্রতিবাদে রাস্তার উপর দুই গাড়ি মোরাম ফেলে দেন। ফলে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে এবং জমা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাসিন্দাদের ক্ষোভ, মানুষের এত অসুবিধার কথা জেনেও পঞ্চায়েত সমাধানের কোনও চেষ্টা করেনি। এমনকী যে দু’চার ঘর বাসিন্দার জন্য এই দুরবস্থা, তাঁদেরও পঞ্চায়েত এই বিষয়ে কিছু বলেনি। ফলে দুর্ভোগ চলছে।
সমস্যার কথা স্বীকার করে এলাকার প্রধান সুদাম মণ্ডল জানান, অবস্থানগত কারণে বর্ষাকালে পারশুণ্ডি গ্রামের রাস্তায় হাঁটুজল থাকার জন্যই রাস্তাটি কংক্রিটের তৈরি করায় পঞ্চায়েত। তখন রাস্তার পাশে নিকাশি নালা তৈরির পরিকল্পনা নেওয়া হলেও বাসিন্দাদের বাধায় তা হয়ে ওঠেনি। এখন হঠাৎ করে নিকাশি নালা তৈরি সম্ভব নয় বলেও তিনি জানান। এই ব্যাপারে গ্রামোন্নয়ন কমিটির পরামর্শ চাওয়া হলে কোন সাহায্য পাওয়া যায়নি। বাসিন্দাদের জল ফেলা প্রসঙ্গে তিনি বলেন, “যাঁদের বাড়ির জল রাস্তায় পড়ছে তা দেখে শোকপিট করার পরিকল্পনা কমিটির কাছে চাওয়া হয়েছিল। কিন্তু এভাবে সমস্যা থেকে মুখ ফিরিয়ে না রেখে মাটি কাটার যন্ত্র লাগিয়ে রাস্তার উপর পড়ে থাকা মাটি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তারপর স্থায়ী সমাধানের পথ খোঁজা হবে।”
|