অটো-ম্যাটাডর সংঘর্ষে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
অটো ও ম্যাটাডরের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘনাটি ঘটেছে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালির কাছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম খাতের মোল্লা (৩৫)। তাঁর বাড়ি বাসন্তীর চরাডাকাতিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে খাতের বাড়ি থেকে বেরিয়ে অটোরিকশায় ক্যানিংয়ে যাচ্ছিলেন। ভাঙনখালির কাছে উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা একটি ম্যাটাডরের সঙ্গে অটোটির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে অটো থেকে ছিটকে পড়েন খাতের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাসন্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ম্যাটাডরটি আটক করেছে। চালক পলাতক। |
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জানলার গ্রিল কেটে বারাসতের দত্তপুকুরের প্রতিমচায় দক্ষিণেশ্বরী মন্দির থেকে বিগ্রহ, গয়না ও বাসনপত্র মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালপত্র চুরি হয়েছে মঙ্গলবার রাতে। দত্তপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, দুষ্কৃতীরা দু’টি অষ্ঠধাতুর মূর্তি, সোনার গয়না ও বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে। |
কলকাতা পুলিশের ট্রাফিক আইন ব্যারাকপুর শিল্পাঞ্চলে চালু করতে উদ্যোগী হবে প্রশাসন। বুধবার ব্যারাকপুর ইএফ লাইনে সদ্যগঠিত কমিশনারেটের আধিকারিকদের নিয়ে প্রথম সাংবাদিক বৈঠকে এ কথা জানান নতুন পুলিশ কমিশনার সঞ্জয় মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘কলকাতার গ্রিন পুলিশের মতো ট্রাফিকে ১০০০ জন স্বেচ্ছাসেবক পুলিশকর্মী নিয়োগ হবে। জনসংখ্যার অনুপাতে থানাগুলি প্রয়োজন মতো ভাঙা হবে।” তিনি আরও বলেন, ‘‘নিচু স্তরের কর্মীদের সঙ্গে আধিকারিকেরা ভাল ব্যবহার করবেন বলে আমার আশ্বাস।’’ কমিশনারের দাবি, কয়েক মাসের মধ্যে থানাগুলিতে লোক নেওয়া হবে। উর্ধ্বতন আধিকারিকদের শূন্য পদগুলিও মার্চের মধ্যে নিয়োগ হবে। |