মহিলাদের জন্য সংরক্ষিত শিয়ালদহ-বনগাঁ ‘মাতৃভূমি লোকাল’-এ পুরুষ যাত্রীদের উঠতে দেওয়ার দাবিতে এ বার গোলমাল বাধল ঠাকুরনগর স্টেশনে। বুধবার সন্ধ্যায় ওই ট্রেন থেকে রেল পুলিশ ও আরপিএফ পাঁচ পুরুষ যাত্রীকে আটক করে প্ল্যাটফর্মে নামালে ঘেরাওয়ের মুখে পড়ে। রেল পুলিশ সূত্রের খবর, আটকদের ছেড়ে দেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং প্ল্যাটফর্মে থাকা পুরুষ যাত্রীরা। ‘মাতৃভূমি লোকাল’-এ উঠতে দেওয়ার দাবিতে তাঁদের একাংশ মিনিট কুড়ির জন্য ট্রেনটি অবরোধও করেন। |
ভাঙচুরের পরে ‘মাতৃভূমি লোকাল’-এর একটি কামরা।
বুধবার ঠাকুরনগর স্টেশনে ছবিটি তুলেছেন পার্থসারথি নন্দী। |
তারই মধ্যে জনতা আটক পাঁচ জনকে ছিনিয়ে নেয়। অবরোধ ওঠার পরে ট্রেনটি ছাড়লে ইট-পাথর ছোড়ে কিছু লোক। ট্রেনটির কয়েকটি জানলার কাচ ভাঙে। এ ব্যাপারে বনগাঁ জিআরপি-তে অভিযোগ দায়ের করা হয়েছে। বনগাঁ জিআরপি সূত্রের দাবি, ঠাকুরনগরে রেল পুলিশ ও আরপিএফের সংখ্যা কম থাকায় মারমুখী জনতা আটকদের কেড়ে নিয়ে যেতে সক্ষম হয়। ‘মাতৃভূমি লোকাল’-এ পুরুষদের ওঠা ঠেকাতে রেল পুলিশ ও আরপিএফ সাধারণত নিয়মিত অভিযান চালায়। তুলনামূলক ভাবে ফাঁকা ওই ট্রেনটিতে পুরুষ যাত্রীদের উঠতে দেওয়ার দাবি দীর্ঘ দিনের। এর আগে এ নিয়ে অশোকনগর স্টেশনেও অবরোধ করেছেন পুরুষ যাত্রীরা। কয়েকবার পুরুষ যাত্রীদের গ্রেফতারও করা হয়েছে। কিন্তু তার পরেও ওই ট্রেনে উঠতে দেওয়ার দাবি থেকে সরেননি পুরুষ যাত্রীরা। রেল পুলিশ ও জিআরপি জানিয়েছে, পুরুষ যাত্রীদের ওই ট্রেনে ওঠা ঠেকাতে নিয়মিত অভিযান জারি থাকবে। |