টুকরো খবর
মাটিগাড়া থেকে উদ্ধার নাবালিকা
কাঁথির টগরিয়া থেকে দু’মাস আগে অপহৃত এক নাবালিকাকে উত্তরবঙ্গের মাটিগাড়া থেকে উদ্ধার করল পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে রেজ্জাক আলি নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে। কাঁথি থানার আইসি সুব্রত বারিক জানান, গত ১ ডিসেম্বর টগরিয়া গ্রাম থেকে মেয়েটি নিখোঁজ হয়। বাড়ির লোক খোঁজখবর করে জানতে পারেন, স্থানীয় একটি কাজু কারখানার শ্রমিক রেজ্জাক মেয়েটিকে অপহরণ করে নিয়ে গিয়েছে। মেয়েটির বাবা কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে রেজ্জাক মেয়েটিকে নিয়ে মাটিগাড়া এলাকায় রয়েছে। কাঁথি থানার পুলিশ মাটিগাড়া রওনা হয়। সোমবার সকালে মেয়েটিকে উদ্ধার করে এবং রেজ্জাককে গ্রেফতার করে। স্থানীয় আদালতে তাদের হাজির করে ট্রানজিট রিমান্ডে কাঁথির উদ্দেশে রওনা হয় পুলিশ। বুধবার ওই যুবক ও মেয়েটিকে কাঁথি আদালতে হাজির করানো হয়। সেখানে মেয়েটির জবানবন্দি নেওয়া হয়। যুবকের জামিন নাকচ করে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আত্মহত্যার চেষ্টা
ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এক যুবক। গৌরীশঙ্কর মাইতি নামে ওই যুবকের বাড়ি এগরা থানার পাঁচরোল গ্রামে। মঙ্গলবার রাতে ওই যুবককে এগরা মহকুমা হাসপাতাল থেকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাঁর পরিবারের অভিযোগ, পিএসসি পরীক্ষায় পাশ করে স্বাস্থ্য দফতরের গ্রুপ-ডি বিভাগে নাম থাকা সত্ত্বেও চাকরি হচ্ছে না গৌরীশঙ্করের। তাই অবসাদে ভুগছিলেন তিনি। এনআরএস হাসপাতালের মেডিসিন বিভাগে বারান্দায় ট্রলিতে শুয়ে গৌরীশঙ্কর বলেন, “গত বছর বাবা মারা গিয়েছেন। আমার উপার্জনেই পরিবার চলে। ন’মাস হল পিএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। অথচ এখনও চাকরি পেলাম না। ছাত্র পড়িয়ে সংসার টানতে পারছিলাম না আর। তাই ঘুমের ওষুধ খেয়েছি।”

শিল্প-শহরে শিল্প-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি
শিল্পশহর হলদিয়ার কল-কারখানার পরিস্থিতি ও শ্রমিকদের সমস্যা খতিয়ে দেখতে বুধবার বিকেলে এসে পৌঁছল বিধানসভার শিল্প-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধিদল। দলে আছেন কমিটির চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তিন বিধায়ক শিউলি সাহা, আনিসুর রহমান ও পুলক রায়। এ দিন শিল্পশহরে এসেই প্রথমে রেনুকা সুগার মিল পরিদর্শনে যান তাঁরা। এই কারখানায় দীর্ঘ দিন ধরেই ঠিকা-শ্রমিকদের বেতন-বৃদ্ধির দাবি ঘিরে অসন্তোষ চলছে। এ দিন কমিটির প্রতিনিধিদের কাছেও লিখিত ভাবে দাবিসনদ দিয়েছেন শ্রমিকরা। কর্তৃপক্ষের সঙ্গেও পরেশবাবুরা আলোচনা করেন। কর্তৃপক্ষের লিখিত জবাব পাবেন বলেও তাঁরা আশা করছেন বলে জানান কমিটির চেয়ারম্যান। বিধানসভাতেও প্রসঙ্গটি উত্থাপন করবেন বলে জানান প্রতিনিধিরা। আজ, বৃহস্পতিবার হলদিয়ার আরও কয়েকটি শিল্পসংস্থাতেও প্রতিনিধিদল যাবে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

রাস্তার সংস্কার চেয়ে গণঅবস্থানে কংগ্রেস
কাঁথি-৩ ব্লকের লোকাল বোর্ড থেকে নীলপুর পর্যন্ত ৮ কিলোমিটার বেহাল রাস্তার সংস্কারের দাবিতে বুধবার কংগ্রেসের ডাকে নীলপুর বাসস্ট্যান্ডে সারাদিন ধরে গণঅবস্থান কর্মসূচি পালিত হল। কাঁথি-৩ ব্লক কংগ্রেস সভাপতি রাজদুলাল নন্দ জানান, দিঘা-কলকাতা রাজ্য সড়কের লোকাল বোর্ড বাসস্টপ থেকে নীলপুর পর্যন্ত ৮ কিমি রাস্তায় প্রতি দিন বহু বাস, লরি, ট্রেকার, ইঞ্জিন রিকশা চলাচল করে। স্থানীয় লাউদা-সহ ৫-৭টি অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান ও একমাত্র রাস্তাও এটি। বহু আবেদন-নিবেদনের পরে মাসখানেক আগে রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়। সংস্কারের জন্য মালপত্রও আসে। কিন্তু তার পরেও সংস্কারের কাজ শুরু হয়নি। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। বুধবারের অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য ও প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, পঙ্কজ ভুঁইয়া, চিত্ত জানা প্রমুখ। আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতারা।

সুশান্তের জামিন নিয়ে রায় কাল
গড়বেতায় কঙ্কাল উদ্ধারের মামলায় অভিযুক্ত, প্রাক্তন সিপিএম মন্ত্রী সুশান্ত ঘোষের জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিন পিছিয়ে গেল। বুধবার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু তা হয়নি। ওই মামলায় রাজ্য সরকারের আইনজীবী রাজা চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিচারপতি আলতামাস কবির এবং বিচারপতি জ্ঞানসুধা মিশ্রের ডিভিশন বেঞ্চ এ দিন বসেনি। কাল, শুক্রবার বেঞ্চ এই ব্যাপারে রায় ঘোষণা করবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.