|
|
|
|
টুকরো খবর |
বিমান-উবাচে ফের বিড়ম্বনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আবারও বিমান-বিভ্রাট। দলের জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর এক মন্তব্য ঘিরে শোরগোল পড়ল মেদিনীপুর শহরে। বুধবার মেদিনীপুর শহরের কলেজ মাঠের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিমানবাবু বলেন, “এখন নাকি দলতন্ত্র নয়, গণতন্ত্র চলছে। তা কলেজে কলেজে পরিচালন সমিতির সভাপতি হচ্ছেন তো তৃণমূল বিধায়কেরাই। এই যেমন মেদিনীপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি মৃগেনবাবু (মাইতি, মেদিনীপুরের তৃণমূল বিধায়ক)।” রাজ্য সম্পাদকের এই মন্তব্যে বিড়ম্বনায় পড়েন মঞ্চে উপস্থিত দলের জেলা সম্পাদক দীপক সরকার-সহ অন্য নেতারা। কারণ, মেদিনীপুর কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন সিপিএম সাংসদ পুলিনবিহারী বাস্কেই। পুলিনবাবু নিজেও এ দিন সমাবেশে উপস্থিত ছিলেন। রাজ্য সম্পাদকের মন্তব্য শোনার পরে স্বাভাবিক ভাবেই বিড়ম্বনায় পড়েন। জেলা সিপিএমের এক নেতা অবশ্য জানান, “ভুলই হয়ে গিয়েছে। বিমানদার দোষ নেই। জেলা নেতৃত্বের কেউই অসাবধানে ভুল তথ্য দিয়ে থাকবেন।”
আর মৃগেনবাবুর মন্তব্য, “প্রকাশ্য সমাবেশে কোনও ভুল মন্তব্য না-করাই ভাল। তবে ওরা (সিপিএম) তো এ সবই করে এসেছে এতদিন!” |
অনলাইনে আবেদন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তফসিলি জাতি-উপজাতির শংসাপত্র প্রদানে গতি আনতে অনলাইনে ‘প্রসেস’ প্রক্রিয়া শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। মেদিনীপুর সদর মহকুমায় বুধবার একজন তফসিলি জাতি, এক জন তফসিলি উপজাতি ও এক জনকে ওবিসি শংসাপত্র প্রদানের মধ্যে দিয়ে নতুন ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাস। মহকুমাশাসকের অফিস থেকেই এ দিন আবেদনকারী আব্দুল মাসুদ মল্লিক, শিবনাথ মুর্মুু ও বুলবুলি রণবাজের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুরজিৎ রায় ও মেদিনীপুর সদর ব্লকের বিডিও অয়ন নাথ। মহকুমাশাসক বলেন, “এর ফলে আবেদনকারীদের খুবই সুবিধে হবে। প্রযুক্তি বিভ্রাট না ঘটলে দ্রুত শংসাপত্র দেওয়ায় সমস্যা হবে না।” কারণ, আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রশাসনের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। এমনকী জেলা-প্রশাসনের ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। আবেদন করার সাত দিনের মধ্যে বিডিও অফিসে প্রয়োজনীয় নথি দিয়ে আসতে হবে। এক বার ওয়েবসাইটে বিষয়টি চলে এলে তা বিডিও, মহকুমাশাসক--সবারই নজরে থাকবে। তাঁরা দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশ অনুযায়ী, আবেদনকারী আবেদন করার এক মাসের মধ্যেই শংসাপত্র দিয়ে দিতে হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে কাজ হলে এক মাস সময় লাগারও কথা নয়। |
ব্যাহত পঠনপাঠন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বুধবার সিপিএমের সমাবেশ হল। আজ, বৃহস্পতিবার আবার তৃণমূলের সমাবেশ। মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র কলেজ মাঠে। একই মাঠে পিঠোপিঠি সমাবেশে পঠনপাঠন ব্যাহত হচ্ছে মাঠ লাগোয়া মেদিনীপুর কলেজিয়েট স্কুলে (বালক)। সাউন্ডবক্সের আওয়াজে পড়াশোনা শিকেয় উঠেছে বলে জানাচ্ছেন শিক্ষক থেকে ছাত্র, সকলেই। পরিস্থিতি দেখে বুধবার দুপুর দেড়টার আগেই ছুটি ঘোষণা করেন স্কুল কর্তৃপক্ষ। আজ, বৃহস্পতিবারও দুপুর দেড়টার আগেই স্কুল ছুটি হয়ে যাবে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বাধ্য হয়েই তাঁদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পাশের মাঠেই সমাবেশ হলে পঠনপাঠন স্বাভাবিক রাখা তো সম্ভব নয়।” |
স্কুলের দ্বারোদ্ঘাটন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শালবনি ব্লকের অন্তর্গত দক্ষিণশোল জুনিয়র গার্লস হাইস্কুলের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হল বুধবার। দ্বারোদ্ঘাটন করেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, সহকারী বিদ্যালয় পরিদর্শক তৃপ্তি পড়্যা, অবর বিদ্যালয় পরিদর্শক অরুণাভ প্রহরাজ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী শথপতি প্রমুখ। এক বছর আগে দক্ষিণশোলে জুনিয়র গালর্স হাইস্কুল চালু হয়। আলাদা ভবন গড়ে না-ওঠায় এত দিন স্থানীয় প্রাথমিক স্কুলের ক্লাসরুমেই পঠনপাঠন চলছিল। বুধবার দু’টি নতুন ক্লাসরুমের দ্বারোদ্ঘাটন হয়। |
|
|
|
|
|