আগের ইংল্যান্ড সফরে একটাও ম্যাচ না জিতে দেশে ফিরতে হয়েছিল তাঁর দলকে। ডিসেম্বরের মাঝামাঝি অস্ট্রেলিয়ার মাটিতে পা দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি মহেন্দ্র সিংহ ধোনির দল। অধিনায়ক তবু ভাঙছেন না। এ দিন প্রথম টি-টোয়েন্টিতে হারার পর ধোনি বলেছেন, “মনে রাখবেন কাল কিন্তু একটা নতুন দিন।”
পাশাপাশি অবশ্য ভারত অধিনায়ক এটা স্বীকার করে নিচ্ছেন যে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠানোটা তাঁর ভুল হয়ে গিয়েছিল। ম্যাচের পর টিভি-তে ধোনি বলেছেন, “দ্বিতীয় ইনিংসে এই উইকেটে ব্যাট করাটা রীতিমত কঠিন হয়ে গিয়েছিল। তাই মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠানোটা ঠিক হয়নি। তবে এটাও বলতে হবে, দিনের শেষে যে দলটা ভাল খেলেছে তারাই জিতেছে।” |
নিজের ভুল স্বীকার করে নিয়েও আবার হারের জন্য প্রকৃতিকে ঢাল করছেন ধোনি। একই সঙ্গে ব্যাখ্যা দিয়েছেন কেন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন, “ইংল্যান্ডে কোনও টস জিতিনি। বার বার আগে ব্যাট করতে হয়েছে আর দ্বিতীয় ইনিংসে বৃষ্টি নেমে বোলারদের সমস্যায় ফেলেছে। ওরা বল গ্রিপ করতে পারেনি। আজ এখানে বৃষ্টির পূর্বাভাস ছিল। ইংল্যান্ডের পরিস্থিতির কথা ভেবে এখানে আমি পরে ব্যাট করার সিদ্ধান্ত নিই। কিন্তু খেলা শুরুর কিছু সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমাদের স্পিনাররা বল গ্রিপ করতে সমস্যায় পড়ে যায়। আমাদের ব্যাটিংয়ের সময় ভেবেছিলাম, উইকেট ভাল না হোক খারাপ হবে না। কিন্তু দেখা গেল, বৃষ্টি বন্ধ হওয়ার পরেই উইকেট থেকে অস্ট্রেলীয় স্পিনাররা টার্ন আর বাউন্স পেতে লাগল। ওই সময় ব্যাট করা বেশ কঠিন হয়ে পড়ছিল।”
উইকেট এবং প্রকৃতির দোষ দিয়েও ধোনি তাঁর ব্যাটসম্যানদের সমালোচনা করতে ছাড়ছেন না, “আমাদের টপ অর্ডার আর একটু খেলতে পারলে ম্যাচের ফল অন্য রকম হতেই পারত। এক দিকে যদি সেট হওয়া ব্যাটসম্যান থাকত, তা হলে অন্য দিকে নতুন কোনও ব্যাটসম্যান এসে শুরু থেকে স্ট্রোক নিতে পারত। স্কোরবোর্ড দেখুন। আমারা ঝামেলায় পড়লেও ১৪০ রান তুলে দিয়েছি। সেখানে আর একটু কেউ খেললে...।” মেঘলা আবহাওয়া থাকলেও ভারত আজ তিন স্পিনার খেলিয়েছে। যার ফলে বাইরে থাকতে হয়েছে ইরফান পাঠানকে। আগের দিন সৌরভ গঙ্গোপাধ্যায় নিলের কলামে যা লিখেছিলেন, সুনীল গাওস্করও এ দিন তা-ই বলেন। একটি টিভি চ্যানেলকে গাওস্কর বলেন, “ভারত ইরফান পাঠানকে খেলানোর কথা ভাবুক। ও শুধু ভাল অলরাউন্ডারই নয়, ওর বাঁ-হাতি হওয়ার সুযোগটাও ভারত নিতে পারে।” ধোনি অবশ্য তিন স্পিনার খেলানোর সিদ্ধান্তর পক্ষে বলেছেন, “আমরা রাহুল শর্মাকে খেলাতে চেয়েছিলাম। ও আইপিএলে খুব ভাল বল করেছিল। আর রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার হিসাবে আমাদের দলে একটা ভারসাম্য এনে দেয়। মোটের উপর তিন স্পিনার খেলানোটা আমাদের পক্ষেই গিয়েছে।” |