অদৃষ্টের এমন পরিহাস!
বিপর্যস্ত ব্যাটিং লাইন-আপের ওপরই কি না ধোনি ভরসা করল সিডনিতে এ দিন প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা জেতানোর জন্য। না হলে টস জিতে ধোনি অস্ট্রেলিয়াকে ব্যাট করতে ডাকবে কেন? কেন ওদের হাতে ইচ্ছে মতো রান তোলার সুযোগটা তুলে দেবে? নাকি ও মনে করেছিল কুড়ি ওভারের ক্রিকেটে ব্যাটিং আর কত ডোবাবে! ঠিক বেরিয়ে যাব। |
অস্ট্রেলিয়া কিন্তু ধোনির যুক্তিটা ঠিকঠাক ধরতে পেরেছিল। যার জন্য ওরা রানের পাহাড় গড়ার লক্ষ্য নিয়ে খেলল। মাত্র ছয় ওভারে ৫৫ তুলে ফেলল। তার পর পনেরো ওভারের শেষে দেখা গেল ওরা ১৩১-২। বৃষ্টি নেমে ওদের রানের গতি কিছুটা মন্থর করে দিল। শেষ পাঁচ ওভারে মাত্র ৪০ তুলতে পারল ওরা।
কিন্তু ওই রানটাই দেখা গেল ভারতের জন্য অনেক রান। ভারততারুণ্যের ভারতও কি না হুড়মুড়িয়ে ভেঙে পড়ল! ওদের ব্যাটিংয়ে কোনও পরিকল্পনা খুঁজে পেলাম না। কোনও জেদ দেখতে পেলাম না। ইনিংস গড়ে তোলার কোনও ইচ্ছে দেখলাম না। মনোজ তিওয়ারি আর ইরফান পাঠানের কেউ প্রথম ম্যাচে সুযোগ পায়নি। পাঁচ ওভার থেকে ৪৬ রান তুলে শুরুটা কিন্তু খারাপ হয়নি। কিন্তু কিছুক্ষণেই মধ্যে সেই সুবিধেটা বুদবুদের মতো মিলিয়ে গেল। অন্য দিকে অস্ট্রেলীয় স্পিনাররা সত্যিই আমাকে অবাক করেছে। |
দু’দলের দুই তরুণ ক্রিকেটারম্যাথিউ ওয়েড এবং রাহুল শর্মা কিন্তু নজর কেড়েছে। ম্যাচের সেরা ওয়েডের (৪৩ বলে ৭২) ব্যাট-স্পিড সাংঘাতিক। একেবারে খোলামেলা ভাবে ব্যাটিংটা করে। স্লো উইকেটেও যে রকম ফুটওয়ার্ক দেখাল তার প্রশংসা না করে পারছি না। ভারতীয় স্পিনাররা ওকে বিন্দুমাত্র ভয় দেখাতে পারেনি। এটা নিশ্চয়ই অস্ট্রেলিয়ার জন্য খুব ভাল খবর। রাহুল শর্মাকেও খুব ঝকঝকে দেখাল। এত ভাল বোলিং করছিল রাহুল যে, ওকেই শেষ ওভার করতে ডাকল ধোনি। অস্ট্রেলীয় গ্রীষ্মে কিন্তু এই দুই তরুণ ক্রিকেটারকে নিয়ে অনেক প্রত্যাশা থাকবে। |
সিডনির স্কোর
অস্ট্রেলিয়া |
ওয়ার্নার ক রায়না বো বিনয় ২৫
ওয়েড বো রায়না ৭২
বার্ট ক রায়না বো অশ্বিন ১৭
হাসি বো রাহুল ৪২
বেলি ন.আ. ১২
মার্শ ন.আ. ০
অতিরিক্ত ৩
মোট ২০ ওভারে ১৭১-৪
পতন: ৩৮, ৭৯, ১৩৫, ১৭০
বোলিং: অশ্বিন ৪-০-৩৪-১, প্রবীণ ৩-০-৩৪-০, বিনয় ৪-০-২৮-১, রায়না ৩-০-২২-১, রাহুল ৩.৪-০-২৭-১
রোহিত ০.২-০-২-০, জাডেজা ২-০-২৩-০। |
ভারত |
গম্ভীর ক মার্শ বো হাসি ২০
সহবাগ ক হাসি বো লি ৪
কোহলি ক ওয়ার্নার বো হগ ২২
রায়না বো ক্রিশ্চিয়ান ১৪
রোহিত বো হাসি ০
ধোনি ন.আ. ৪৮
জাডেজা ক ওয়ার্নার বো ক্রিশ্চিয়ান ৭
অশ্বিন ন.আ. ১৫
অতিরিক্ত ১০
মোট ২০ ওভারে ১৪০-৬
পতন: ৬, ৪৭, ৫৩, ৫৩, ৭২, ৮১
বোলিং: লি ৪-০-৩৬-১, ডোহার্টি ৪-০-২৩-০, ফকনার ২-০-১৮-০, ক্রিশ্চিয়ান ৪-০-৩৫-২
হাসি ২-০-৪-২, হগ ৪-০-২১-১। |
|
যে ভাবে অস্ট্রেলিয়া ওদের দলের ফাঁকগুলো দ্রুত ভরাট করছে তা কিন্তু দেখার মতো। এখন ওদের পেসারদের দলটা দাঁড়িয়ে গিয়েছে। ব্যাটিংয়ে নতুন ছেলে খোঁজার কাজটা অনেকটা এগিয়ে গেল ওয়েডকে পেয়ে যাওয়ায়। ডেভিড হাসিও যুদ্ধের জন্য তৈরি। ডেভিড ওয়ার্নার অশ্বিনের রহস্য ভেদ করার লক্ষণ দেখাচ্ছে। এ দিনই যেমন শুরুতে দু’জনের মুখোমুখি লড়াই হল। এবং ওয়ার্নার সেই যুদ্ধে একপেশে জিতল। অশ্বিনের বলে সুইচ-হিটে যে ছয়টা ও মারল বুঝিয়ে দিল যে, ভারতীয় অফস্পিনারের বিরুদ্ধে ও হোমওয়ার্ক করে খেলতে নেমেছে। ভারতের জন্য কিন্তু অ্যালার্ম বাজছে। ওয়ান ডে-র লড়াইটা কেমন হতে পারে তার একটা আঁচ টি-টোয়েন্টি ম্যাচ থেকে পাওয়া যায়। বিশ্বচ্যাম্পিয়নদের এক দিনের ক্রিকেটেও আক্রান্ত দেখাচ্ছে। ধোনিদের আতঙ্কিত অস্ট্রেলীয় গ্রীষ্ম মনে হয় এখনও শেষ হয়নি।
|