বাউড়িয়ার সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল বাউড়িয়ার পূর্ব বুড়িখালির শিতলা প্রাঙ্গণে। সুরঞ্জনী মিউজিক কলেজের উদ্যোগে আয়োজিত ২৭-২৯ জানুয়ারির এই অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় মোট ১৩০ জন প্রতিযোগী যোগ দেয়। নৃত্য-নাট্য, গীতিমালঞ্চ, গানের আসরও ছিল জমজমাট। উৎসব শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ ও মিউজিক কলেজের বাৎসরিক পরীক্ষার শংসাপত্র দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজন চক্রবর্তী। |
উদ্ধার হওয়া গোলা। —নিজস্ব চিত্র |
নর্দমা থেকে কামানের গোলা উদ্ধারকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়াল ঘুসুড়িতে। পুলিশ জানায়, পুরসভার সাফাই-কর্মীরা গিরিশ ঘোষ রোডে নর্দমা পরিষ্কার করার সময়ে এক ফুট লম্বা প্রায় ৩০-৪০ কেজি ভারী গোলাটি উদ্ধার করেন। বছর দুয়েক আগে এ রকমই ন’টি গোলা মিলেছিল ঘুসুড়ির কাছে গঙ্গার ঘাটে। পুলিশের ধারণা, গঙ্গার ও পারে কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি থেকে গোলাটি এসেছে। বিক্রির জন্য সেটি নর্দমায় লুকিয়ে রাখে পাচারকারীরা। গোলাটি পরীক্ষার জন্য সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। |