ষাঁড়কে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে গেল ডাউন শেওড়াফুলি লোকাল। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর লেভেল ক্রসিংয়ের অদূরে। এর জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। সমস্যায় পড়েন অফিস-ফেরত নিত্যযাত্রীরা।
পূর্ব রেল সূত্রের খবর, সন্ধে ৬টা নাগাদ ডাউন শেওড়াফুলি লোকাল ট্রেনটি শ্রীরামপুর লেভেল ক্রসিং পার হওয়ার মুখে একটি ষাঁড় লাইনের উপরে চলে আসে। চালক আচমকা ব্রেক কষায় ট্রেনের গতি কমলেও সামনের দিকের দ্বিতীয় বগিটি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ষাঁড়টি। ওই ঘটনার জেরে হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। |
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “কিছু ট্রেন বিলম্বিত হলেও কোনও ট্রেন বাতিল হয়নি। যাত্রীদেরও আঘাত লাগার খবর নেই।” ঘটনার জেরে ডাউন ২ নম্বর লাইনটি বন্ধ হয়ে যায়। বিকল্প হিসাবে ডিভাইডার দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করেন রেল কর্তৃপক্ষ।
রামপুর আদালত থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন হীরেন্দ্রনাথ চৌধুরী। তিনি বলেন, ‘‘বিকট ঝাঁকুনির পরে হঠাৎ থেমে যায় ট্রেন। যাত্রীরা অনেকে আগুন আগুন বলে চিৎকার করতে শুরু করেন। অনেকে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। আমিও আতঙ্কিত হয়ে নীচে নেমে পড়ি। সামান্য আঘাত লাগে হাঁটুতে।” শ্রীরামপুর থেকে মালপত্র কিনে বড়বাজারে যাচ্ছিলেন সুনীতা শর্মা। তিনি বলেন, “তাড়াহুড়ো করে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে জিনিসপত্র ছড়িয়ে পড়েছিল। স্থানীয় ছেলেরা এসে তা গুছিয়ে আমার হাতে তুলে দেয়।” |