ফের মাইনে হত ৩ পুলিশ, জখম ৫
ফের মাইন বিস্ফোরণ ঘটালো মাওবাদী জঙ্গিরা। উড়িয়ে দিল পুলিশের গাড়ি। বিস্ফোরণে এক এএসআই-সহ তিন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন পাঁচজন। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলার বালুমথ থানা এলাকায়। আরও নির্দিষ্ট করে বললে, থানা মাত্র দু’কিলোমিটারের মধ্যেই মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে।
রাজ্য পুলিশের মুখপাত্র রাজকুমার মল্লিক জানিয়েছেন, একটি তদন্তের কাজ সেরে চান্দুয়া থেকে থানায় ফিরছিল বালুমথ থানার পুলিশের এই দলটি। থানা থেকে মাত্র দু’কিলোমিটার দূরে মাইন বিস্ফোরণ হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পুলিশের গাড়িটি চান্দুয়া রওনা হওয়ার পরেই মাইনটি পাতা হয়। নিহতেরা হলেন: এএসআই এন শুক্ল, দুই কনস্টেবল উদয় কুজুর ও মহেন্দ্র কেরকেটা। জখমদের মধ্যে রয়েছে গাড়ির চালকও। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পুলিশের কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। পৌঁছেছে বিশাল যৌথ বাহিনীও। মাওবাদী জঙ্গিদের খোঁজে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।
উল্লেখ্য, গত তিন মাসে এই ধরণের মাইন বিস্ফোরণে ঝাড়খণ্ডে ২৭ জনের মৃত্যু হল। তাদের মধ্যে অধিকাংশই পুলিশ বা নিরাপত্তারক্ষী।
এ দিকে, আজ গঢ়বা জেলার সানিয়ার জঙ্গলে জঙ্গিদের একটি শিবির ধ্বংস করা হয়েছে। জঙ্গি শিবিরে ছিল ৪টি বাঙ্কার। সেখানে মিলেছে চিনের তৈরি ১২টি গ্রেনেড। ৫টি রাইফেল। প্রচুর পোশাক। ১০০ কেজি বারুদ। ল্যান্ডমাইন বিস্ফোরণের প্রচুর তার এবং অন্য সরঞ্জাম। উল্লেখ্য, কয়েকদিন আগে এই গঢ়বাতেই মাইন বিস্ফোরণে ১৩ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। রাজ্য পুলিশের রাঁচিজোনের আইজি রেজি ডুংডু জানিয়েছেন, গঢ়বা জেলার পাহাড় লাগোয়া জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র, গ্রেনেড-সহ জঙ্গিদের তাঁবু তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার হয়েছে। তবে গ্রেফতারের কোনও খবর নেই। রাজ্য পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত দু’দিনে লোহারডাগা, খুঁটি এবং রাঁচির গ্রামীণ এলাকা থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র এবং প্রচুর বিস্ফোরক পদার্থ। পাওয়া গিয়েছে ৩০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১৫০ টি ডবল ডিটোনেটর, ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানোর ১১ বান্ডিল ফিউজ তার। ১৫ কেজি ওজনের একটি ক্যান বোমা। লোহারডাগা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে বিস্ফোরক কারবারি এক যুবককে। লাতেহারের তামার ব্লক থেকে পাওয়া গিয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.