জেলে বন্দি এক দুষ্কৃতীর ‘ছকে’ অন্তত ৫-৬টি গাড়ি ছিনতাই করেছে সে। মঙ্গলবার রাতে যাদবপুরের গ্রাহামস্ রোড থেকে তেমনই আর একটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময়ে গ্রেফতার হওয়া ওই যুবক জেরায় এ কথা জানিয়েছে বলে দাবি পুলিশের। অর্ণবের সঙ্গে গ্রেফতার হয়েছে মিনি খাতুন নামে এক তরুণী। নিজেদের স্বামী-স্ত্রী বলে জেরায় জানিয়েছে ধৃতেরা। তাদের সঙ্গী আর এক যুবক পলাতক। তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
কী ভাবে জেলের বন্দির সংস্পর্শে এসে ছিনতাইচক্রে নাম লেখাল অর্ণব?
ডিসি (সাউথ-সাবার্বান) বিশ্বরূপ ঘোষ বুধবার জানান, বারাসতের নবপল্লির বাসিন্দা অর্ণব জেরায় জানায়, বি কম পাশ করে এমবিএ করে সে। তার পরে এক বেসরকারি বিমা সংস্থায় কাজ শুরু করে। সেখানেই পরিচয় হয় মিনির সঙ্গে। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, গত মন্দার সময়ে চাকরি যায় দু’জনের। এর পরে নতুন সংস্থায় যোগ দেয় অণর্ব। মিনি সেখানে কাজ না করলেও দু’জনের সম্পর্ক থেকে যায়। কিন্তু সেখানকার মালিককে না জানিয়ে মালপত্র সরানোর অভিযোগে বারাসত থানার পুলিশ গ্রেফতার করে তাকে। এর পরে ২৮ দিন কাটে দমদম জেলে। সেখানেই এক দুষ্কৃতীর সঙ্গে পরিচয় হয় অর্ণবের। সে-ই অণর্বকে গাড়ি ছিনতাইয়ের ছক শোনায়। ওই বন্দির বিরুদ্ধে কলকাতা পুলিশের খাতাতেও একাধিক অভিযোগ আছে। কী ভাবে ছিনতাইয়ের ছক সাজাত অর্ণবেরা?
জেরায় জানা গিয়েছে, কোথাও যাওয়ার নামে ‘ট্রাভেল এজেন্ট’দের কাছে গাড়ি ভাড়া নিয়ে যাওয়ার সময়ে বা ফেরার পথে চালককে মাদক খাইয়ে বেহুঁশ করে গাড়ি ছিনতাই হত। পুলিশ জানায়, মঙ্গলবারও তেমন এক ‘এজেন্ট’-এর কাছে ডায়মন্ড হারবার যাবে বলে গাড়ি ভাড়া নেয় অর্ণবেরা। গাড়িটি রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি সিনেমা হলের সামনে নিয়ে যাওয়ার কথা ছিল। ডায়মন্ড হারবারের পথে তারা বিভিন্ন জিনিস খাওয়ানোর চেষ্টা করে গাড়ির চালক গৌতম ঘোষকে। তার মধ্যে ছিল মদও। সন্দেহ হওয়ায় ‘শরীর খারাপ’ বলে এড়িয়ে যান গৌতম। শরীর ‘ভাল’ করার ওষুধও পকেটে রেখে দেন গৌতম। শেষে কলকাতায় ফেরার পরে গ্রাহামস্ রোডে গাড়ি ঢুকিয়ে গৌতমকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করে অর্ণবেরা। নিজের ওড়না দিয়ে সিটে গৌতমের গলা বাঁধার চেষ্টা করে মিনি। তার গলায় ক্ষুর রাখে তৃতীয় জন। কিন্তু চিৎকার-চেঁচামেচিতে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে যায় পুলিশ।অন্য দিকে, মঙ্গলবার গড়িয়া স্টেশন রোড থেকে মোটরসাইকেল চুরি-চক্রের ছ’জন পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের কাছে একটি চোরাই মোটরসাইকেল, দু’টি পিস্তল ও ৮ রাউন্ড কার্তুজ মিলেছে। |