|
|
|
|
চিত্তরঞ্জন-রূপনারায়ণপুর |
প্রশাসনের রাস্তা সারানোর আশ্বাসেও চালু হল না বাস |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমাশাসক রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও বাস চলাচল শুরু হল না চিত্তরঞ্জন-রূপনারায়ণপুর রুটে। তাই বুধবারও বিপাকে পড়লেন ওই রুটে যাতায়াতকারী বহু যাত্রী ও স্কুল-কলেজের পড়ুয়ারা। চড়া ভাড়ায় অটো, ট্যক্সি ধরে গন্তব্যে যেতে হয়েছে তাঁদের।
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ৩১ জানুয়ারি থেকে অনির্দিষ্ট কালের জন্য ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেন বাস ও মিনিবাস মালিকেরা। আসানসোলের মহকুমা শাসক সন্দীপ দত্ত বলেন, “আমি মালিকপক্ষকে বাস চালানোর অনুরোধ করেছি। দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।” তবে মিনিবাস মালিক সংগঠন আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায়ের অভিযোগ, জুলাই মাস থেকে তাঁরা প্রশাসনকে বার বার রাস্তা সারাইয়ের আবেদন করেছেন। কিন্তু এখনও তার বিন্দুবিসর্গ দেখতে পাননি। তাঁর কথায়, “শুধু কথায় আর কাজ হবে না। প্রশাসন আগে উপযুক্ত নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা সংস্কারে হাত দিক। তারপর আমরা রাস্তায় বাস নামাব।” |
|
—ফাইল চিত্র। |
এ দিকে, যাত্রীদের অভিযোগ, সুযোগ বুঝে বুধবার তাঁদের কাছে থেকে বেশি ভাড়া আদায় করেছে অটোচালকেরা। সালানপুরের নিমতলা এলাকায় বেশি ভাড়া চাওয়ার জন্য কয়েক জন যাত্রী দু’টি অটো ভাঙচুর করে। এর ফলে ওই রাস্তায় সারা দিন অটো চলেনি। তবে স্থানীয় বাসিন্দারা এই অবস্থার জন্য প্রশাসনকে দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, রাস্তা খারাপ থাকার জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে। বিপদ বাড়ছে যাত্রীদেরই। তাঁদের আশঙ্কা, এই অবস্থা যদি চলতে থাকে তবে বৃহস্পতিবার পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠবে। |
|
|
|
|
|