টুকরো খবর |
কালনায় তৃণমূলের কার্যালয়ে ‘হামলা’ |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ব্লক কার্যালয়ে চড়াও হয়ে ব্লক তৃণমূল সভাপতিকে গালিগালাজ ও মারধরের চেষ্টার অভিযোগ উঠল কয়েক জন সিপিএম সমর্থকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে কালনা ২ ব্লকের সিঙেরকোন এলাকার ঘটনা। কালনা ২ ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায় পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, এ দিন রাত ৯টা নাগাদ শ’খানেক সিপিএম কর্মী ব্লক কার্যালয়ে চড়াও হয়। তারা অভিযোগ করতে থাকে, সরস্বতী পুজোর বিসর্জনের রাতে এক মহিলার উদ্দেশে অশালীন মন্তব্য করেছে এক তৃণমূল কর্মী। প্রণববাবুকে এর প্রতিকার করতে হবে। প্রণববাবুর অভিযোগ, “সিপিএমের লোকজন দলীয় কার্যালয়ে চড়াও হয়ে গালিগালাজ করে। জোর করে কার্যালয়ে ঢুকে মারধরেরও চেষ্টা করে। বিশৃঙ্খলা দেখে কার্যালয়ের দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর দেওয়া হয় দলের স্থানীয় কর্মী-সমর্থকদেরও।” কালনা জোনাল কমিটির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কালনা থানার পুলিশ।
|
মেলেনি বিশেষ ভাতা, বিক্ষোভ ডিএসপি-তে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
প্রাপ্য ভাতা মিলছে না এক মাস। এই অভিযোগে বুধবার দিনভর কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) কোকওভেন প্ল্যান্টের হাজারখানেক কর্মী। সকাল ৮টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। বিকেল ৫টা নাগাদ কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ থামে। বিক্ষোভের জন্য উৎপাদন ব্যাহত হয়েছে বলে কারখানা সূত্রে জানা গিয়েছে। কারখানা সূত্রে জানা যায়, মাসিক বেতন ছাড়াও সংস্থার কর্মীদের একটি উৎসাহবর্ধক ভাতা দেওয়া হয়। অতিরিক্ত উৎপাদন হলে, সেই হার অনুযায়ী এই বিশেষ ভাতা দেওয়া হয়। কারখানার কর্মী তথা আইএনটিইউসি নেতা নীলমাধব গুপ্তের অভিযোগ, “জানুয়ারিতে আমাদের বিভাগের কর্মীরা এই ভাতা পাননি। অথচ অন্য বিভাগের কর্মী ও আধিকারিকদের তা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্ল্যান্টের আধিকারিকেরাও ভাতা পেয়ে গিয়েছেন। কর্তৃপক্ষের কাছে বারবার দরবার করেও কোনও ফল হয়নি।” এ দিন সকাল থেকে ওই প্ল্যান্টে বিক্ষোভ শুরু করেন কর্মীরা। কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে অন্য সব বিভাগের কাজকর্ম স্বাভাবিক ছিল। দিনভর বিক্ষোভের পরে বিকেলে কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করেন কারখানা কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের তরফে ভাতার ব্যাপারে নির্দিষ্ট আশ্বাস মেলার পরে বিক্ষোভ থামে। কেন এই ভাতা দেওয়া হয়নি, তা জানাতে চাননি কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক বিভুরঞ্জন কানুনগো। তিনি শুধু জানান, বিকেল ৫টা থেকে কোকওভেন প্ল্যান্টে ফের কাজকর্ম শুরু হয়েছে। উৎপাদন ব্যাহত হলেও এ দিনের বিক্ষোভের জেরে ক্ষতির পরিমাণ কত, তা-ও জানাতে চাননি কারখানা কর্তৃপক্ষ।
|
কাপড়-দোকানে আগুন |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আগুল লেগে পুড়ে গেল একটি কাপড়ের দোকান। মঙ্গলবার গভীর রাতে আসানসোল মূল বাজারের টিপি মার্কেট এলাকায় এই আগুন লাগে। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে দমকল। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কটি থেকেই আগুন লাগে।
বাজারের ওই দোকানের মালিক মহম্মদ সিকান্দার আলি জানিয়েছেন, এ দিন ভোর ৩টা নাগাদ তিনি দোকানে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে পৌঁছে দেখেন, আগুন ভয়াবহ আকার নিয়েছে। |
|
পুড়ে যাওয়া সামগ্রী। নিজস্ব চিত্র। |
আগুন দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা প্রথমে নিজেরাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দমকলের ওসি সেলিম জাভেদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পরে তাঁদের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন আসানসোল পুরসভার ১ নম্বর বরো কমিটির চেয়ারম্যান প্রবাল বসু। তাঁর অভিযোগ, এলাকায় বিদ্যুতের তারগুলি এলোমেলো হয়ে থাকায় শর্ট সার্কিটের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবালবাবু জানিয়েছেন, বিদ্যুতের তারগুলি ঠিকভাবে সাজানোর উদ্যোগ হবে।
|
নিয়ামতপুর, কাঁকসায় চুরি |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা ঘটল কুলটি থানার নিয়ামতপুরের ভাড়রা এলাকায়। মঙ্গলবার ভোরে ঘটনাপ কথা জানাজানি হয়। গৃহকর্তা অজয় মণ্ডল নিয়ামতপুরে পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার তিনি সপরিবারে বাড়ির বাইরে ছিলেন। প্রতিবেশীদের কাছ থেকে তিনি টেলিফোনে চুরির খবর পান। বাড়ি ফিরে দেখেন, ঘরের মূল দরজায় তালা ভাঙা। ঘরের ভিতরে ঢুকে দেখতে পান আলমারি ভাঙা। চুরি গিয়েছে নগদ টাকা, সোনার গয়না-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অন্য দিকে, একই এলাকার তিনটি বাড়ি থেকে নগদ টাকা, সোনার গয়না ও নানা সামগ্রী হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে কাঁকসার পানাগড়ের রেলপাড়ের সারদাপল্লির ঘটনা। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে।
|
নাটকে সেরা তরুণ সঙ্ঘ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নাট্য প্রতিযোগিতায় সেরার সম্মান পেল চিচুঁড়িয়া তরুণ সঙ্ঘ। মোট ৬টি দল যোগ দিয়েছিল এই প্রতিযোগিতায়। সাংসারিক জীবনের সুখ-দুঃখ-যন্ত্রনার টানাপোড়েন নিয়ে রচিত ‘দ্যাখ ক্যামন লাগে’ সেরার স্বীকৃতি পায়। এই নাটকের অভিনেতা ঝন্টু মুখোপাধ্যায় শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। আয়োজকদের পক্ষে গৌতম চক্রবর্তী জানান, এলাকার বাসিন্দাদের নাট্যচর্চার চাহিদা থেকেই ৭ বছর আগে এই প্রতিযোগিতা শুরু হয়।
|
সাহিত্য অ্যাকাডেমি গঠনের প্রস্তাব |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল পুরসভার বোর্ড মিটিংয়ে মঙ্গলবার বাংলা সাহিত্য অ্যাকাডেমি গঠনের প্রস্তাব গৃহীত হল। প্রস্তাবকারী পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি জানান, এলাকার সাহিত্যপ্রেমী মানুষের স্বীকৃতির চাহিদা থেকেই তিনি এই প্রস্তাব পেশ করেন। সর্বসম্মতি ক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
|
জামুড়িয়ায় নাটক ও নাচ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
৪ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল বোগড়া গ্রামে। প্রথম দিন সাম্প্রদায়িকতার জেরে সৃষ্টি হওয়া সামাজিক অবক্ষয় বিষয়ক নাটক ‘মরা’ মঞ্চস্থ হয়। শেষ দিন মঙ্গলবার ছিল নৃত্যানুষ্ঠান। আয়োজকদের পক্ষে গোপাল দত্ত জানান, ১৯৬৮ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। |
|