ডানকুনিতে ফুটবলে বিজয়ী গুড়াপের দল
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
হুগলির ডানকুনির সাতঘড়ায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল গুড়াপ অল আদিবাসী। রানার্স বিবেকানন্দ স্পোর্টিং। সম্প্রতি বিবেকানন্দ ময়দানে ওই প্রতিযোগিতা হয় আটটি দলকে নিয়ে। উদ্বোধন করেন ডানকুনির পুরপ্রধান হাসিনা শবনম। উদ্যোক্তাদের তরফে মধুসূদন দাস জানান, ফাইনালে গুড়াপের দলটি টাইব্রেকারে হারায় বিবেকানন্দ স্পোর্টিংকে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় শেফালি ঘোষ ও অরূপ ঘোষ উইনার্স কাপ। রানার্স দলকে দেওয়া হয় শ্যামসুন্দর ব্যানার্জি ও মনসাচরণ বাকুলী রানার্স কাপ। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খোন্দকার প্রমুখ বিশিষ্টজনেরা। দর্শকদের মনোরঞ্জনের জন্য রনপা নৃত্য পরিবেশিত হয়। |
জয়ী শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ৬৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হল। ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠে ওই প্রতিযোগিতা হয়। মহকুমা ক্রীড়া সংস্থা উনমোদিত ৩২টি ক্লাব এবং রাজ্য অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অনুমোদিত ১০টি ক্লাব যোগ দেয়। ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তরুণ মিত্র জানান, শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব ১৬৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্স হয় জগন্নাথ স্পোর্টিং ক্লাব। তাদের সংগ্রহ ১৪১ পয়েন্ট। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সম্পাদক কমল মৈত্র, শ্রীরামপুরের পুরপ্রধান তথা মহকুমা ক্রীড়া সংস্থার কর্তা অমিয় মুখোপাধ্যায় প্রমুখ। |
কংগ্রেসের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
হুগলির শ্রীরামপুরের ৮, ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। গত ২৮ এবং ২৯ জানুয়ারি স্থানীয় শীলবাগান মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। শ্রীরামপুর শহর কংগ্রেস সভাপতি গিরিধারী সাহা জানান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ১৬টি দল যোগদান করে। সেমিফাইনাল এবং ফাইনাল হয় ফ্লাডলাইটে। চ্যাম্পিয়ন হয় বালির টোরা এন্টারপ্রাইজ। ফাইনালে তারা ২-১ গোলে হারায় শেওড়াফুলির টুসি ফ্রেন্ডসকে। ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, প্রাক্তন ফুটবলার কানু বসুমল্লিক, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী প্রমুখ। |
আল আমিন মিশনের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • উদয়নারায়ণপুর |
২৮ এবং ২৯ জানুয়ারি দু’দিন ধরে পালিত হল আল আমিন মিশনের ২৫ বছর পূর্তি উৎসব। উদয়নারায়ণপুরের খলৎপুরে মিশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে হাজির ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম-সহ বহু বিশিষ্ট মানুষ। প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। |
গাঁধীর মৃত্যু স্মরণে
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
আইএনটিইউসির উদ্যোগে সোমবার উলুবেড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণে পালিত হল মহাত্মা গাঁধীর মৃত্যু দিন। এই উপলক্ষে এ দিন আলোচনাচক্রে অংশ নেন বিশিষ্টেরা। মহাত্মা গাঁধীর আদর্শ নিয়ে বক্তারা আলোচনা করেন। |
হাওড়ার পদ্মপুকুর প্রকল্পে জরুরি সংস্কারের জন্য আগামী শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার হাওড়া পুরসভা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। পুরসভা সূত্রে খবর, শুক্রবার দুপুর ২টো থেকে কাজ শুরু হবে। তাই বেলা ১২টার পরে জল মিলবে না। কাজ চলার জন্য শনিবার বেলা ১২টা পর্যন্ত জল সরবরাহ হবে না। ওই দিন দুপুর ২টোর পরে জল সরবরাহ শুরু হবে। |