নিজস্ব সংবাদদাতা • জগৎবল্লভপুর |
মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি, তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এই অভিযোগ এনে প্রায় তিন ঘণ্টা রাস্তা অবরোধ করল ছাত্র পরিষদ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ায়। পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগৎবল্লবপুরের শোভারানি মেমোরিয়াল কলেজে ছাত্রসংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। নির্বাচনে টিএমসিপি এবং সিপি আলাদা ভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। দু’টি সংগঠনের পক্ষ থেকেই ১৯টি আসনের জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে।
ছাত্র পরিষদের অভিযোগ, মঙ্গলবার তারা মনোনয়নপত্রগুলি জমা দিতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা বাধা দেন। কলেজের ভিতরে ছাত্র পরিষদের কর্মীদের তারা ঢুকতেই দেয়নি। তাদের কয়েক জন কর্মীকে মারধর করা হয় বলেও ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এরই প্রতিবাদে এ দিন সকাল ১০টা নাগাদ বড়গাছিয়ায় হাওড়া-আমতা রোড অবরোধ করে ছাত্র পরিষদ। যার জেরে গুরুত্বপূর্ণ রাস্তাটিতে যানজট তৈরি হয়। শেষ পর্যন্ত সংগঠনের নেতাদের সঙ্গে পুলিশ আলোচনায় বসলে বেলা ১টা নাগাদ অবরোধ ওঠে। ছাত্র পরিষদের নেতা শুভ্রজ্যোতি দাস এবং ইউসা আব্বাসি বলেন, “বহিরাগতদের কলেজে এনে তৃণমূল ছাত্র পরিষদ আমাদের কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়। আমাদের সংগঠনের কয়েকজন কর্মীকে মারধরও করা হয়। বামফ্রন্ট আমলে এসএফআই যে ভাবে অত্যাচার করত বর্তমানে টিএমসিপি সেই ভূমিকা নিয়েছে।” অন্য দিকে, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুপম ঘোষ বলেন, “এই কলেজে ছাত্র পরিষদের কোনও অস্তিত্ব নেই। মনে করলে আমরা ওদের মনোনয়নপত্র তুলতেই দিতাম না। আসলে প্রার্থী হতে গেলে প্রস্তাবক এবং সমর্থক দরকার। ছাত্র পরিষদ কোনওমতে কিছু প্রার্থী জোটালেও প্রস্তাবক ও সমর্থক খুঁজে পায়নি। ওই দু’টি পদের জন্য ছাত্র-ছাত্রীদের জোরাজুরি করার সময়ে তারা বাধা পায় বলে খবর পেয়েছি।” অধ্যক্ষ কল্যাণ মণ্ডল বলেন, “কলেজের ভিতরে কিছুই হয়নি। বাইরে একটা গোলমাল হয়েছে বলে শুনেছি। এর সঙ্গে কলেজের কোনও সম্পর্ক নেই।” |