নিজস্ব সংবাদদাতা • জয়পুর (হাওড়া) ও আরামবাগ |
বোরো চাষের জল না পেয়ে রাস্তা অবরোধ করলেন চাষিরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা ২ ব্লকের অমরাগড়িতে। চাষিদের অভিযোগ, হুগলির কিছু এলাকায় চাষিরা দামোদরের বাঁধ দিয়ে জল ঘিরে রেখেছেন। সে কারণেই আমতা ২ ব্লকের বিস্তীর্ণ এলাকায় জল আসছে না। শেষ পর্যন্ত হাওড়া এবং হুগলি দু’টি জেলার প্রশাসনিক স্তরে দিনভর আলোচনার শেষে সমস্যা মেটে।
ডিভিসির ছাড়া জল দামোদর বাহিত হয়ে হুগলি এবং হাওড়ায় আসে। তাতেই এই দু’টি জেলার বিস্তীর্ণ এলাকায় বোরো ধানের চাষ হয়। কিন্তু গত কয়েক দিন ধরে আমতা ২ ব্লকের চাষিরা বোরো ধানের জন্য ডিভিসির জল পাচ্ছেন না। ফলে তাঁরা বীজতলা রোপন করতে পারছেন না। এইসব চাষিদের বক্তব্য, গত বন্যায় আমন ধানের চাষ নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা বোরো ধানের উপরেই ভরসা করছেন। অথচ, জলের অভাবে সেই চাষও নষ্ট হতে বসেছে। তাঁদের অভিযোগ, হুগলির খানাকুল ২ ব্লকের চিংড়াতে ওই এলাকার কিছু চাষি নিজেদের স্বার্থে দামোদরের বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে জল ধরে রেখেছেন। তার ফলে ডিভিসি জল ছাড়লেও সেই জল আর আমতা ২ ব্লক পর্যম্ত পৌঁছচ্ছে না। সে কারণেই এই এলাকায় জলের সমস্যা দেখা দিয়েছে।
অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানিয়ে আমতা ২ ব্লক বিশেষ করে অমরগড়ি পঞ্চায়েত এলাকার চাষিরা মুচিঘাটা-আমতা রোড অবরোধ করেন। মঙ্গলবার সকাল থেকে চাষিদের অবরোধের ফলে মুচিঘাটা-করুণাময়ী, হাওড়া-ঝিখিরা প্রভৃতি রুটের বাস আটকে যায়। নিত্যযাত্রীরা অসুবিধায় পড়েন। বিষয়টি জানতে পেরে আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র কথা বলেন ব্লক প্রশাসনের সঙ্গে। তিনি বলেন, “আমন ধান নষ্ট হয়ে যাওয়ার পরে বোরো ধান চাষ করে চাষিরা ক্ষতিপূরণ করার চেষ্টা করছেন। এই অবস্থায় জল না-পেলে সর্বনাশ হয়ে যাবে। প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে আমি প্রশাসনের বিভিন্ন মহলে কথা বলি।”
আমতা ২ ব্লকের বিডিও পিনাকী সেনগুপ্ত প্রথমে কথা বলেন খানাকুল ২ ব্লক প্রশাসনের সঙ্গে। তারপরেই বিষয়টি তিনি জানিয়ে দেন উলুবেড়িয়ার মহকুমাশাসককে। উলুবেড়িয়ার মহকুমাশাসক দেবকুমার নন্দনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সমস্যাটি মেটে। দেবকুমারবাবু বলেন, “হুগলির চিংড়াতে কিছু চাষি যে ভাবে দামোদরে বাঁধ দিয়ে জল আটকে রেখেছিলেন, তা ঠিক নয়। সেই সব বাঁধ যাতে ভেঙে দেওয়া হয়, সে জন্য আমি ব্যবস্থা নিতে আরামবাগের মহকুমাশাসককে অনুরোধ করি। তিনি ব্যবস্থা নিয়েছেন বলে খবর পেয়েছি। সন্ধ্যা থেকেই আমতা ২ ব্লকের বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে।” আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “হাওড়ার আমতা ২ ব্লকে দামোদরের জল ঢোকার ঘটনাকে কেন্দ্র করে একটা সমস্যা হয়েছিল। তা মিটে গিয়েছে। জল পেতে ওই এলাকার চাষিদের আর কোনও সমস্যা হচ্ছে না।” এ দিকে প্রশাসনিক হস্তক্ষেপ শুরু হয়েছে এই খবর পাওয়ার পরেই অবরোধ ওঠে। |