সোমবারের ৩৭১ পয়েন্ট পতনের বেশির ভাগটাই পুষিয়ে দিয়ে মঙ্গলবার এক ধাক্কায় সেনসেক্স বাড়ল ৩৩০। এর সঙ্গে সঙ্গেই ১৮ বছরে মোট উত্থানের নিরিখে সব থেকে ভাল জানুয়ারি মাস দেখল সূচক। আগামী দিনে দেশের আর্থিক বৃদ্ধির হার আরও বাড়তে পারে আন্দাজ করে শেয়ার বাজারে বিদেশি লগ্নিকারীরা ফিরতে থাকার ফলেই যা সম্ভব হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
এ দিনই আবার শেয়ার বাজারের মতো প্রায় একই ধরনের রেকর্ড এসেছে ডলারের সাপেক্ষে টাকার বিনিময় মূল্যের ঝুলিতেও। ৩৩ পয়সা বেড়ে এ দিন প্রতি ডলারের দাম পৌঁছয় ৪৯.৪৬/৪৭ টাকায়। যার দৌলতে ১৭ বছরের মধ্যে এই জানুয়ারিতে সব থেকে বেশি মাসিক উত্থানের সাক্ষী হয়েছে টাকা। বিদেশি মুদ্রার বাজার সূত্রের মতে, বিদেশি লগ্নিকারীরা বিনিয়োগের ঝুলি নিয়ে ফিরে আসার কারণেই টাকারও এই রমরমা। সেই সঙ্গে হাতে থাকা ডলার বেচেছে কিছু ব্যাঙ্ক। তা বিক্রি করেছে রফতানিকারীরাও।
তবে বিদেশি লগ্নির ফিরে আসা ছাড়াও এ দিন বাজার এতটা চাঙ্গা হওয়ার পিছনে কাজ করেছে আরও বেশ কয়েকটি বিষয়। এগুলি হল
১) মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের বাজার থেকে শেয়ার পুনঃক্রয়। আগামী কাল থেকেই যা শুরু হতে চলেছে।
২) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ৭,৯০০ কোটি টাকা মূলধন জোগাতে কেন্দ্রের সম্মতি।
৩) আইসিআইসিআই ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আশাতীত ভাল ত্রৈমাসিক আর্থিক ফলাফল।
৪) ভারতে বিপণি খুলতে টাটা বেভারেজেস-এর সঙ্গে বিশ্বের বৃহত্তম কফি সংস্থা স্টারবাক্স-এর চুক্তি।
৫) গত ডিসেম্বরে জাপানের শিল্পোৎপাদনের হার বাড়ায় সর্বসাকুল্যে এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারের ১.৪৮% উত্থান
৬) বাজার খোলার পর ব্রিটেন, ফ্রান্স, জার্মানি-সহ ইউরোপের বিভিন্ন দেশের সূচকের ঊর্ধ্বমুখী গতি। আর্থিক সংস্থা বোনান্জা পোর্টফোলিও-র গবেষক শানু গয়াল-সহ অধিকাংশ বিশেষজ্ঞরই মতে, এই সবক’টি ঘটনাই বাজারকে এ দিন ঠেলে তুলতে ইন্ধন জুগিয়েছে। |