টুকরো খবর
এমএএমসি খুলতে ৩ সংস্থার সঙ্গে কথা পার্থর
দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএএমসি ‘দ্রুত’ খুলতে চায় সরকার। যে ৩ রাষ্ট্রায়ত্ত সংস্থা বর্তমানে এমএএমসি-র দায়িত্ব পেয়েছে, তাদের সঙ্গে নতুন করে কথা শুরু করেছে রাজ্য। মঙ্গলবার এ কথা জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে, ঠিক কবে কারখানা খোলা সম্ভব হবে, তা তিনি জানাতে পারেননি। শিল্পমন্ত্রী জানান, কারখানার ৪৮% মালিকানা বিইএমএল ও বাকি ৫২% ডিভিসি ও কোল ইন্ডিয়া পেয়েছে। তিনি বলেন, “রেলমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কারখানাটি খোলার চেষ্টা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কাল বিইএমএল-এর চেয়ারম্যান মহাকরণে এসেছিলেন। তাঁকে দ্রুত ওই কারখানা খোলার ব্যবস্থা নিতে বলেছি। কোল ইন্ডিয়া এবং ডিভিসি-র চেয়ারম্যানের সঙ্গেও ফোনে কথা হয়েছে।” রাজ্য স্তরের সমস্যা দূর করতে প্রশাসনিক ব্যবস্থার আশ্বাসও দেন শিল্পমন্ত্রী। কারখানায় পড়ে থাকা অব্যবহৃত যন্ত্রপাতি চালু করতে পুরনো কর্মীদের একাংশকে সাময়িকভাবে কাজে লাগানো হবে।

দুই কর্মীকে কাজে না ফেরানোয় বন্ধ হল লুমটেক্স মিল
কর্মী সংগঠনের দুই সদস্যকে পুনরায় কাজে ফিরিয়ে না-নেওয়ায় টিটাগড়ে লুমটেক্স চটকল বন্ধ করল সেখানকার নকশালপন্থী সংগ্রামী মজদুর ইউনিয়ন। এক বছর আগে সংগঠনের সম্পাদক শ্যামসুন্দর সাউ ও কার্যকরী কমিটির সদস্য রাজকুমার সিংহ-সহ আট সদস্যকে বরখাস্ত করেন মিল কর্তৃপক্ষ। পরে ৬ জনকে কাজে ফেরালেও ওই দু’জনকে ফেরানো হয়নি। যা নিয়ে আন্দোলন চলছিল। ৬ ডিসেম্বর এ বিষয়ে বৈঠকও হয় শ্রম কমিশন, চটকল কর্তৃপক্ষ ও ইউনিয়নের মধ্যে। কিন্তু তাতে সমস্যা না-মেটায় শেষ পর্যন্ত মঙ্গলবার কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ইউনিয়ন। ব্যারাকপুরের মহকুমাশাসক অজয় পাল জানান, বিষয়টি ইতিমধ্যেই শ্রম কমিশনকে জানানো হয়েছে।

দেশের মাথাপিছু আয় পেরিয়ে গেল ৫০ হাজার টাকা
এই প্রথম ৫০ হাজার টাকা পেরিয়ে গেল ভারতের মাথাপিছু আয়। দেশের আর্থিক উন্নয়নের প্রতিফলন হিসেবেই। মঙ্গলবার কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১০-’১১ অর্থবর্ষে এই মাথাপিছু বার্ষিক আয়ের অঙ্ক দাঁড়িয়েছে ৫৩,৩৩১ টাকা। যা তার আগের বছরের (৪৬,১১৭ টাকা) তুলনায় ১৫.৬% বেশি। তবে ২০০৪-’০৫ সালকে ভিত্তিবর্ষ ধরে মূল্যবৃদ্ধির প্রভাবকে বাদ দিলে তা বেড়েছে ৬.৪%। প্রধানমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা সি রঙ্গরাজন অবশ্য এ দিনই জানান, এই অর্থবর্ষে জাতীয় আয় বৃদ্ধির হার গত বারের ৮.৪% (সংশোধিত হিসাবে) থেকে কমে দাঁড়াবে ৭-৭.২৫%। কিন্তু আগামী বছর তা বাড়বে, দাবি অর্থমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কৌশিক বসুর।

ডট-এর নোটিস
আয় কমিয়ে দেখানোর অভিযোগে পাঁচটি টেলি পরিষেবা সংস্থাকে কারণ দর্শানোর নোটিস পাঠাল কেন্দ্রীয় টেলিকম বিভাগ (ডট)। তাদের অভিযোগ, ২০০৬ থেকে ২০০৮-এর মধ্যে আয়ের অঙ্ক কমিয়ে দেখিয়েছে টাটা টেলি, এয়ারটেল, ভোডাফোন, রিলায়্যান্স কম ও আইডিয়া। এ জন্য সংস্থাগুলির থেকে ১,৬৩৭ কোটি টাকা দাবি করেছে ডট। তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শিয়ে জবাব পাঠাতেও বলা হয়েছে তাদের। নোটিস পাওয়ার কথা স্বীকার করেছে সংস্থাগুলিও। ২০০৯-এ গরমিল ধরতে অডিট রিপোর্ট তৈরির জন্য ডট-কে নির্দেশ দেয় ট্রাই।

চিনের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় জয় ভারতের
কাঁচামাল রফতানি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউ টি ও)-এ চিনের বিরুদ্ধে লড়াইয়ে জিতল ভারত, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ। তাদের অভিযোগ ছিল, জোগানের অভাব বা পরিবেশ রক্ষার অজুহাতে চিন ইচ্ছাকৃত ভাবে বন্ধ রেখেছে বক্সাইট, ম্যাঙ্গানিজ-সহ বিভিন্ন কাঁচামাল রফতানি। ফলে ভঙ্গ হচ্ছে ডব্লিউটিও-র চুক্তি। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার রায়ে ডব্লিউটিও-র অ্যাপেলেট বডি জানায়, অভিযোগগুলি সত্যি। ৩০ দিনের মধ্যে এই সংক্রান্ত কমিটি বিষয়টি বিচার করবে। তার পর চিনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।

আরবিআইয়ের নির্দেশ
এখন থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সব কাজকর্ম যে কোনও বেসরকারি ব্যাঙ্ক মারফতই চালানো যাবে বলে নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। এ ক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কগুলিও শীর্ষ ব্যাঙ্কের এজেন্ট হিসেবে গণ্য হবে। আগে এই কাজ করত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্ক। প্রতিযোগিতা বাড়াতে ও পরিষেবায় গতি আনতেই এই উদ্যোগ।

বিমান জ্বালানির দাম কমলো
বিমান জ্বালানি বা এটিএফের দাম ৩.০২% কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েলের দাবি, ডলারে টাকার দাম বাড়ায় এই সিদ্ধান্ত। ফলে দিল্লিতে দাম কিলোলিটারে ১,৯৭৪ টাকা কমে হচ্ছে ৬২,৯০৮ টাকা।

আরবিআইয়ের ইঙ্গিত
দেশের অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে বাজারে নগদের জোগান বাড়াতে ফের নগদ জমার অনুপাত কমানোর ইঙ্গিত দিলেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর সুবীর গোকর্ণ। একই কারণে আরও ১০ হাজার কোটি টাকার সরকারি ঋণপত্র কিনবে বলেও জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।

নতুন সংগঠন
নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর ব্যক্তিদের নিয়ে নতুন সংগঠন ‘পেন্ট অ্যাপ্লিকেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’ তৈরি হল রাজ্যে। বাড়ি রং করা, ছাদ সারাই, জল নিরোধক ব্যবস্থা প্রভৃতির ক্ষেত্রে যাঁরা কাজ করেন, তাঁদের জন্যই সংগঠনটি তৈরি হয়েছে।

ফিয়াটের ছোট গাড়ি
কলকাতায় এল ফিয়াটের ছোট গাড়ি ‘পুন্টো’ এবং সেডান ‘লিনিয়া’-র নতুন সংস্করণ। পুন্টোর দাম শুরু ৪.৯৫ লক্ষ টাকা থেকে এবং লিনিয়ার ৬.৯৯ লক্ষ থেকে। মিলবে পেট্রোল ও ডিজেল মডেলে। প্রদর্শনে টাটা মোটরস কর্তা প্রিয়েশ কুমার, দাবার গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ফিয়াট কর্তা ঋষি ট্যান্ডন ও পল্লব চট্টোপাধ্যায় (ডান দিক থেকে)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.