টুকরো খবর
দুর্ঘটনায় মৃত্যু
একটি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। চালক, খালাসি-সহ তিন জন জখম হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মহম্মদবাজার থানার গণপুর বাজারের কাছে, মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃতেরা হলেনঅভয় বাউরি (৩৫)। বাড়ি গণপুরে। অশোক বাগদি (৩৮)। তিনি বনবাতাসপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ট্রাকটি প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। পরে রাস্তার ডান পাশে ভাঙা পোড়ো বাড়িতে এবং একটি মোবাইলের দোকানে ধাক্কা মারে। সেই সময় ওই দোকানের কাছে দাঁড়িয়েছিলেন অশোকবাবু ও অভয়বাবু। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আর জখম সাইকেল আরোহী ও চালক, খালাসিকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, ট্রাক না সরানো পর্যন্ত আর কেউ জখম বা মারা গিয়েছেন কি না বলা সম্ভব নয়।

আগাম জামিন
আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন পেলেন বোলপুরের প্রোমোটার চম্পালাল সুরানা। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে জোর করে জমির বেড়া ভেঙে দেওয়া ও হুমকি দেওয়ার অভিযোগ এনেছিলেন রবি জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়ের পুত্রবধূ সুনন্দা মুখোপাধ্যায়। জামিনের পরে চম্পালালবাবু বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আদালতে হাজির হয়ে জামিন নিয়েছি।’’ উল্লেখ্য বোলপুরের প্রভাত সরণির বাসিন্দা সুনন্দাদেবীর বসতবাড়ি লাগোয়া একটি জমি কিনেছেন চম্পালালবাবু। সুনন্দাদেবী অভিযোগ করেছিলেন, ২৩ জানুয়ারি চম্পালালবাবু লোকজন নিয়ে এসে দুপক্ষের জমির সীমানায় থাকা বেড়া ভেঙে দেন। বেড়া দেওয়ার চেষ্টা করা হলে তার ফল ভাল হবে না বলেও বৃদ্ধা সুনন্দাদেবীকে হুমকি দেওয়া হয় বলে তাঁর অভিযোগ।

সচেতনতা শিবির
শ্রম দফতরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসংগঠিত শ্রমিকেরা কী কী সুবিধা পেতে পারেনস সে ব্যাপারে মঙ্গলবার একটি শিবির হয়েছে। এ দিন হিংলো পঞ্চায়েত ও জেলা শ্রম দফতরের যৌথ উদ্যোগে স্থানীয় দর্শনদড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এই শিবির হয়। এলাকার কয়েকশো শ্রমজীবী মানুষ শিবিরে যোগ দিয়েছিলেন। অনেকেই সুযোগ-সুবিধা পাওয়ার জন্য নাম নথিভুক্তও করেছেন। নাম নথিভুক্তের জন্য ২০ টাকা লাগে এবং সদস্য পদের জন্য প্রতিমাসে ২০ টাকা করে দিতে হয়।

বৃদ্ধা খুনে ধৃতের জেল হেফাজত
বৃদ্ধা রেণু সরকার খুনে ধৃত পিন্টু দাসের ৭ দিনের জেল হেফাজত হল। চার দিন পুলিশি হেফাজতে থাকার পরে মঙ্গলবার বোলপুর আদালতে তোলা হয়। বীরভূমের এসপি হৃষিকেশ মিনার দাবি, “পিন্টুকে জেরা করে নতুন তথ্য না মেলায় তাকে পুলিশি হেফাজতে চাওয়া হয়নি।” তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্টে আঘাতজনিত কারণে বৃদ্ধার মৃত্যুর কথা বলা হয়েছে। তাঁর বক্তব্য, “ধৃত কেয়ারটেকার উজ্জ্বল তপাদারের আঙুলের ছাপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.