বন্ধুর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাতে কালনা শহরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, জখম যুবকের নাম বাপ্পা সূত্রধর। বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের নসরৎপুর এলাকায়। মঙ্গলবার বাপ্পার বাড়ির লোকজন বৈদ্যনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত কালনা শহরের অধিকারী পাড়ার বাসিন্দা বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে অধিকারীপাড়ায় মামার বাড়িতে এসেছিল বাপ্পা। বৈদ্যনাথের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। সোমবার রাত ১০টা নাগাদ বাপ্পার চশমা খুলে দেয় বৈদ্যনাথ। পরে তা নিয়ে তর্কাতর্কি শুরু হলে বৈদ্যনাথ চশমাটি মাটিতে আছড়ে ভেঙে দেয় বলে অভিযোগ। এই নিয়ে তাদের মধ্যে হাতাহাতি বেধে যায়। বাসিন্দাদের হস্তক্ষেপে তা মিটেও যায়। এর কিছুক্ষণ পরেই বাপ্পাকে একটি চায়ের দোকানে ডেকে নিয়ে যায় বৈদ্যনাথ। দোকানে চা করতে বলে বাপ্পাকে আড়ালে ডেকে নিয়ে যায় সে। অভিযোগ, সেখানে বাপ্পাকে পিছমোড়া করে ধরে তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। কোনও রকমে পালিয়ে বাপ্পা প্রথমে একটি পুলিশ ক্যাম্পে যান। সেখান থেকেই তাঁকে কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার হাসপাতালে শুয়ে বাপ্পা বলেন, “ভেবেছিলাম আগের ঘটনার জন্য বৈদ্যনাথ অনুতপ্ত। ক্ষমা চাওয়ার জন্যই আড়ালে যেতে বলছে। বিশ্বাস করে ওর সঙ্গে যাওয়ায় আমার এই পরিণতি হল।” কালনা থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে বৈদনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে একটি খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। তবে সোমবার রাত থেকে সে পলাতক।
|
কালনায় সরস্বতী পুজোর ‘সেরার সেরা’ শিরোপা পেল জাপট যুগের দ্বীপ ক্লাব। আয়োজক ছিল জয়েন্ট ফোরাম অফ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। মহকুমাশাসক (কালনা) সুমিতা বাগচি বলেন, “এ বারই প্রথম রাজ্য পর্যটন দফতরের তরফে সরস্বতী পুজোর চারটি বিভাগে শ্রেষ্ঠদের পুরস্কার দেবে। এর জন্য বিচারকদের একটি কমিটি গড়া হয়েছে।” |