দুষ্কৃতীরা দড়ি টেনে পাঁচ জনকে দাঁড় করিয়ে অবাধ লুঠপাট চালালো রানিগঞ্জ-জামুড়িয়া রাস্তার কাটাগড়িয়া ও চাঁদডাঙার মাঝামাঝি এলাকায়। বালানপুরের বাসিন্দা মহাবার কোলিয়ারির বিদ্যুৎকর্মী তাপস সিংহ জানান, তিনি রাত এগারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন। সে সময় রাস্তায় দুজন দড়ি টেনে তাঁকে দাঁড় করান। সেখানে লাঠি হাতে আরও ৭-৮ জন ছিল। তারা বিদ্যুৎবাবুর বাইক ও টাকা কেড়ে নিয়ে তাঁকে জঙ্গলে ফেলে দেয়। তার আগে একটি বেসরকারি কারখানার দুই কর্মীকেও একই ভাবে দড়ি টেনে দাঁড় করিয়ে তাঁদের থেকে এটিএম কার্ড, মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর স্পন কুমার বাউরি এবং কাটাগড়িয়ার কিশোর পাণ্ডেকে ওভাবেই পরপর আটকে রেখে তাদেরকে ও জঙ্গলে ফেলে দেয়। ভোর হতে স্থানীয় বাসিন্দারা দেখে উদ্ধার করেন, পাঁচ জনই জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাসখানেক আগে একইভাবে লুঠ হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
|
ট্রেনের কামরা থেকে মঙ্গলবার একটি ৬ মাসের শিশুকে উদ্ধার করল আসানসোল রেল পুলিশ। শিশুটিকে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়াগামী উদয়ন আভা তুফান এক্সপ্রেসের এস ১ কামরায় ৪ নম্বর বার্থে শিশুটি শোয়ানো ছিল। ওই ট্রেনের টিকিট পরীক্ষক রাধেশ্যাম বিশ্বাস জানান, ট্রেনটি মধুপুর স্টেশন ছাড়ার পরেই রেলযাত্রীরা প্রথম শিশুটিকে দেখতে পান। তাঁদের কাছ থেকে খবর পেয়ে রাধেশ্যামবাবু রেলের আধিকারিকদের খবর দেন। মঙ্গলবার বিকেলে ট্রেনটি আসানসোল স্টেশনে পৌঁছনোর পরে রেলের আধিকারিক, চিকিৎসক, আরপিএফ ও আসানসোল জিআরপি শিশুটিকে কামরা থেকে নামিয়ে আনেন। রেলের চিকিৎসক আসগর আলি শিশুটিকে প্রাথমিক পরীক্ষার পরে জানিয়েছেন, শিশুকন্যাটির বয়স ৬ থেকে ৮ মাসের মধ্যে। শিশুটি সম্পূর্ণ সুস্থ বলেই মনে হয়।
|
ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২ নম্বর জাতীয় সড়ক লেনে, জামুড়িয়া চাঁন্দা মোড়ের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় বাসিন্দা দিবাকর দাস ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেল করে ফেরার পথে চাঁন্দা মোড়ের কাছে দাঁড়ান। হঠাৎ একটি বাইকে দু’জন দুষ্কৃতী দ্রুত গতিতে তাঁর ব্যাগ নিয়ে পালায়। দিবাকরবাবু জানান, তিনি জামুড়িয়া শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে।
|
একটি মোবাইল দোকানের পিছনের দরজা ভেঙে চুরি হল। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার শ্রীপুর বাজারে। দুষ্কৃতীরা দোকানের অধিকাংশ জিনিস নিয়ে পালিয়েছে বলে দোকানের মালিক মহম্মদ ইজাজ শ্রীপুর ফাঁড়িতে অভিযোগ জানান। সোমবার রাত সাড়ে নটা নাগাদ তিনি প্রতিবেশীর কাছে জানতে পারেন দোকানে আওয়াজ হচ্ছে। দোকানে পৌঁছে দেখেন, দুষ্কৃতীরা দোকানের অধিকাংশ জিনিস নিয়ে চম্পট দিয়েছে। |