সিন্ডিকেট-রাজ বন্ধের দাবি তুলে মিছিল করছিল তৃণমূলের একাংশ। সেই মিছিলে সিপিএমের পাশাপাশি তৃণমূলেরই কিছু লোকজন হামলা চালায় বলে অভিযোগ উঠল কাঁকসায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে কাঁকসার প্রস্তাবিত শিল্পতালুক এলাকায় পুলিশের অনুমতি নিয়ে দলের প্রাক্তন ব্লক সভাপতি দেবদাস বক্সির নেতৃত্বে মিছিল করছিলেন কিছু তৃণমূল কর্মী-সমর্থক। দেবদাসবাবুর অভিযোগ, “পানাগড় সার কারখানায় সিন্ডিকেট রাজ চলছে। নতুন শিল্পতালুকেও যাতে সিন্ডিকেট চালু করার চেষ্টা করছে ওই চক্র।” এ সবের প্রতিবাদেই এ দিন বিকেলে মিছিল বের করেছিলেন তাঁরা। দেবদাসবাবুর অভিযোগ, ডাকবাংলো মোড়ের কাছাকাছি আসতেই কয়েক জন ইট, পাটকেল ছুড়তে শুরু করে। জনা পাঁচেক সমর্থক জখম হন। তাঁদের কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এই ঘটনায় মোট ১৮ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৃণমূল কর্মী অজয় মজুমদার, কৃপা সিংহ, শ্যামল কারক। অজয়বাবুরাও অবশ্য পাল্টা হামলার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি দেবদাসবাবুর অভিযোগ, “সিপিএমের পাশাপাশি এক দল তৃণমূল কর্মী-সমর্থকও সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। অথচ আমাদের দলের কেউ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারবেন না বলে নেত্রীর স্পষ্ট নির্দেশ আছে।” দলের কাঁকসা ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায় জানান, এমন হওয়ার কথা নয়। সবিস্তার খোঁজ নিয়ে দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন তিনি। সিপিএমের কাঁকসা জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক বীরেশ্বর মণ্ডলের অবশ্য দাবি, তাঁদের দলের কেউ সিন্ডিকেটের সঙ্গে যুক্ত নন। হামলার ঘটনাতেও তাঁদের দলের কারও জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
|