খেলার টুকরো খবর |
৯ উইকেট শুভমের, হারল আমরা সবাই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
নিজস্ব চিত্র। |
প্রথম ম্যাচে ৮ রানের পরে এ বার ৩৮ রানে অল আউট হল লক্ষ্মীপুরের আমরা সবাই ক্লাব। মঙ্গলবার লোকো আমবাগানের সুব্রত স্মৃতি সঙ্ঘের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাদের ব্যাটিংয়ে ধস নামায় বাঁহাতি স্পিনার শুভম দত্ত। ম্যাচে শুভম ৫ ওভার বল করে ৩টি মেডেন-সহ ১০ রান দিয়ে ৯ উইকেট পায়। প্রথম ওভারেই তিনটি উইকেট দখল করে সে। বর্ধমান সিএমএস হাইস্কুলের একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্র শুভম। বাবা অরুন দত্ত ব্যাঙ্ককর্মী। সুব্রত স্মৃ্তি সঙ্ঘের কোচ শিবশঙ্কর ঘোষের কথায়, “আজ শুভম একটা নজির গড়েছে। পরপর সে দারুণ ভাল খেলছে। আমি ক্রীড়ামন্ত্রীকে আবেদন জানাব, জেলার মাঠে এই ধরনের কৃতিত্ব দেখানো প্রতিশ্রতিমান ক্রিকেটারদের তিনি কলকাতর বড় দলে খেলার সুযোগ করে দিন। তাহলে বাংলা প্রচুর ভাল ক্রিকেটার পাবে।” সুব্রত স্মৃ্তি সঙ্ঘ করে ৩.৫ ওভারে এক উইকেটে রান তুলে নেয়। সামসের আলি অপরাজিত ২৬ রান করেন।
|
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
দেবাশিস ঘটক ও রবীন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হল নন্ডীগ্রাম। শালতোড় মাঠে তারা জামুড়িয়া বাজারকে ১২ রানে হারায়। প্রথমে ব্যাট করে নন্ডীগ্রাম সর ক’টি উইকেট হারিয়ে ১৩৫ রান করে। জবাবে ১২৩ রানে জামুড়িয়ার ইনিংস শেষ হয়ে যায়। সবোর্চ্চ ৫৪ রান করেছেন বিজয়ী দলের মৃণাল বন্দ্যোপাধ্যায়।
|
|
দুর্গাপুরের এমএএমসি মাঠে সুপার ডিভিশন ক্রিকেট। মঙ্গলবারের নিজস্ব চিত্র।
|
জয়ী বৈজন্তীপুর
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
মদনপুর রবীন্দ্র-নজরুল সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল বৈজন্তীপুর সিসি। তারা আসানসোল মহীশিলাকে ৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে বৈজন্তীপুর ১৪১ রান করে। জবাবে মহীশিলা ১৩৪ রানের বেশি তুলতে পারেনি।
|
অগ্নিবীণার হার
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
সিয়াকুলবেরিয়া যৌথ কল্যাণ সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল বয়েজ ক্লাব। দাসকোয়ারি অগ্নিবীণা ক্লাবকে তারা চার উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে অগ্নিবীণা ক্লাব ১১৮ রানে সব উইকেট হারায়। জবাবে বয়েজ ক্লাব ৬ উইকেটে জয়ের রান তুলে নেয়। |
|