টুকরো খবর |
কেকেএমে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বেশ কয়েক জন বহিরাগত খেলোয়াড়কে দলে নেওয়ায় কামদাকিঙ্কর স্মৃতি গোল্ড কাপ ফুটবলের সেমিফাইনালে বহিষ্কার করা হল রঘুনাথগঞ্জ-১ ব্লকের খিদিরপুর মিতালি সঙ্ঘকে। আয়োজক সংস্থার এই সিদ্ধান্তে ফাইনালে উঠল বহরমপুর একাদশ। গত শুক্রবার সুতির ছাবঘাটি মাঠে বহরমপুর একাদশ ও খিদিরপুরের খেলা শুরুর আগেই উভয় দল পরস্পরের বিরুদ্ধে বহিরাগত খেলোয়াড়দের খেলানোর অভিযোগ তোলে। উদ্যোক্তা কমিটির কো-অর্ডিনেটর মুক্তিপ্রসাদ ধর বলেন, “খিদিরপুরের তালিকায় একাধিক বহিরাগত খেলোয়াড়ের নাম রয়েছে। তাদের মাঠেও নামানো হয়েছিল। ওই খেলোয়াড়রা যে স্থানীয় বাসিন্দা তা প্রামান করতে পারেনি খিদিরপুরের কর্মকর্তারা। রবিবার খিদিরপুরকে বহিষ্কার করে বহরমপুরকে ফাইনালে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।” সুতির মাঠে খেলা পরিচালনার দায়িত্বে থাকা বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, “গ্রাম ফুটবলের উদ্দেশ্যই হল স্থানীয় ছেলেদের খেলায় সামিল করা। ওই দিন অভিযুক্ত খেলোয়াড়দের পক্ষে কোনও প্রমানপত্র দেখাতে পারেনি ওই দল। ফলে তাঁদের বহিষ্কার করা ছাড়া কোনও উপায় ছিল না।” এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বহরমপুর ব্লক উদ্যোক্তা কমিটির সভাপতি তুহিন দাস বলেন, “এই প্রতিযোগিতা শুধু স্থানীয়দের নিয়েই। বাইরে থেকে অতিথি খেলোয়াড় নিয়ে আসা নিয়ম বিরুদ্ধ। সেক্ষেত্রে জঙ্গিপুরের মূল উদ্যোক্তা কমিটির সিদ্ধান্ত ঠিক হয়েছে।” ফাইনালে সুযোগ পাওয়া বহরমপুর একাদশের অধিনায়ক তারক দাস বলেন, “বহিরাগতদের সরিয়ে খিদিরপুরের সঙ্গে খেলার প্রস্তাব দিই আমরা। কিন্তু ওরা রাজি হয়নি। আমরা স্থানীয়দের নিয়েই খেলছি। এ বারের গোল্ড কাপ আমরাই জিতব।” |
বিচারকের বাড়িতে ঢোকার চেষ্টা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক বিচারকের আবাসনে জোর করে ঢোকার অভিযোগে সোমবার দুপুরে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অনিল বিশ্বাস ওরফে পঙ্কজ, সন্দীপ সরকার এবং পীযূষ গোলদার। প্রথম দু’জনের বাড়ি তাহেরপুরের পূর্ব বাদকুল্লায় এবং তৃতীয় জনের বাড়ি কোতোয়ালির তেঁতিয়া গ্রামে। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “নিরাপত্তা রক্ষীকে ধাক্কা মেরে ওই তিন যুবক আবাসনে ঢোকার চেষ্টা করছিল। তদন্ত শুরু হয়েছে।” এ দিন তাদের মহকুমা আদালতে হাজির করা হয়। সরকার পক্ষের আইনজীবী রনেন ধর বলেন, “এসিজেএম ওদের জেল হাজতে রাখার নিদের্শ দিয়েছেন। ওদের দু’জনের আত্মীয়ের বিচার চলছে ওই আদালতে। ফলে বিচারককে প্রভাবিত করতেই তাঁর আবাসনে গিয়েছিল বলে মনে করা হচ্ছে।” |
বাড়িতে দুষ্কৃতী হানা, লুঠপাঠ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ডাকাতি হল রাজেন্দ্রনাথ বালা নামে এক প্রাক্তন সেনা কর্মীর বাড়িতে। রবিবার রাতে চাকদহের চাঁদুড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের শ্মশানপাড়ায় ঘটনাটি ঘটে। অভিযোগ সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল চুরি গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত দেড়টা নাগাদ রাজেন্দ্রনাথবাবু ও তার স্ত্রীর উপর হামলা করে জনা পাঁচেক সশস্ত্র ডাকাত। তাদের বেধে রেখে লুঠপাট করার পর রাজেন্দ্রনাথবাবুকে নিয়ে ডাকাতেরা তার দুই প্রতিবেশির বাড়িতেও যান। সেখানে কিছু না পেয়ে তাঁকে মারধর করেন। ঘটনার তদন্ত করতে আসেন কল্যাণীর এসডিপিও শুভঙ্কর ভট্টাচার্য, চাকদহ থানার আইসি সুব্রত সরকার। পুলিশ জানিয়েছে, সব খতিয়ে দেখে তদন্ত চলছে। স্থানীয় তৃণমূল নেতা দিব্যজ্যোতি দাস অবিলম্বে ডাকাতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। |
জামিন নামঞ্জুর
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
জামিন পেলেন না জলসা-কাণ্ডে অভিযুক্ত রানাঘাট-২ পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেস নেতা আনন্দ দে-সহ আরও ১৬ জন।গত ১৫ জানুয়ারি একটি পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানের আসরে ৩ যুবককে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। বিচারক তাদের জেল হাজতে থাকার নির্দেশ দিয়েছিলেন। সোমবার তাদের রানাঘাট মহকুমা আদালতে হাজির করা হয়। সরকার পক্ষের আইনজীবী রনেন ধর বলেন, “ওদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন এসিজেএম পাপিয়া দাস। ওই ঘটনায় দু’টি অভিযোগ হয়েছিল। একটিতে ধৃত আনন্দ দে ও আরও ১ জনকে আগামী ১০ ফেব্রুয়ারি ও অন্য অভিযোগে ধৃত ১৪ জনকে আগামী ১৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।” |
পঞ্চায়েতে অনাস্থা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বহুতালি পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেস সদস্যেরা। ১৩ সদস্যের ওই পঞ্চায়েতে কংগ্রেস সদস্য ৫ জন। সিপিএমের ৪ জন ও আরএসপি-র ৩ জন সদস্য। এক জন নির্দল সদস্য। কংগ্রেস ও নির্দল সদস্যদের সঙ্গে জোট করে তৎকালীন আরএসপি সদস্য সাদেরুল ইসলামকে পঞ্চায়েত প্রধান নির্বাচিত করা হয়। এর পরে সাদেকুল কংগ্রেসে যোগ দেন। বর্তমানে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। কংগ্রেসের ব্লক সভাপতি রজত দাস বলেন, “সাদেকুল আমাদের সদস্যদের সমর্থন নিয়ে প্রধান নির্বাচিত হয়। তবে এখন তিনি নিজের খেলায় খুশী মতোই পঞ্চায়েত চালাচ্ছেন। এ জন্য আমরা তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছি।” |
বাসের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। আহত হয়েছেন আরও এক জন। সোমবার ধানতলার দৌল্লা বাস স্ট্যান্ডে ঘটনাটি ঘটে। মৃতের নাম সজল বিশ্বাস (১৯)। বাড়ি শিক্ষক পল্লীতে। আহত নয়ন টিকাদারকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পলাতক। পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে মোটর সাইকেলটি। |
জুয়ার ঠেকে ধৃত ১৮
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
জুয়ার ঠেক থেকে ১৮ জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ। রবিবার রাতের এই অভিযানে উদ্ধার হয়েছে ৬৯ হাজার টাকাও। বেথুয়াডহরির বিভিন্ন এলাকায় জুয়ার ঠেক চলছে বলে বেশ কিছু দিন ধরে অভিযোগ উঠছিল। ওই দিন রাতে বেথুয়াডহরির একটি স্কুলের পাশে একটি জুয়ার ঠেকে হানা দেয় পুলিশ। |
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বছর পঁচিশের এক আদিবাসী মহিলার দেহ মিলল সাগরদিঘির ছামুগ্রামের কাছে। রবিবার একটি মাঠ থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ ওই মহিলার গলায় ফাঁস লাগিয়ে তাঁকে মারা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
|
বোমা উদ্ধার |
ঝোপের মধ্যে থেকে থেকে একটি সকেট বোমা উদ্ধার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালে শিবনিবাস পঞ্চায়েতের ওই এলাকার একশো দিনের কাজের প্রকল্পের কাজ চলছিল। সেই সময়ে ঝোপের ভিতরে ওই বোমাটি পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। |
|