টুকরো খবর |
স্বাধীনতা সংগ্রামী প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা প্রাক্তন সাংসদ সুধীর ঘোষাল প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। রবিবার রাতে মেদিনীপুর শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। কিছু দিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হওয়ায় বাড়িও নিয়ে যাওয়া হয়েছিল। ফের গত বুধবার অসুস্থ হয়ে পড়েন। আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ১৯৭৭ সালে প্রজা সোস্যালিস্ট পার্টির হয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। সিপিআইয়ের নারায়ণ চৌবেকে হারিয়ে তিনি সাংসদও হন। যদিও ১৯৮০ সালে কংগ্রেস প্রার্থী হয়ে তাঁকে পরাজিত হতে হয়েছিল। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সুধীরবাবু ১৯৩০ সালে লবন সত্যাগ্রহ আন্দোলন এবং বিদেশি দ্রব্য বর্জনে কৃষকদের জোটবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। তাঁর আদিবাড়ি ছিল কেশপুরের সাহসপুর গ্রামে। পরে মেদিনীপুর শহরের কর্নেলগোলা এলাকায় চলে আসেন। কংগ্রেস নেতারা বাড়ি গিয়ে তাঁর মরদেহে মাল্যদান করেন। জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান।
|
নিখোঁজের দেহ-উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা রোড |
সোমবার সকালে চন্দ্রকোনা রোডের স্টেশন পাড়ায় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্টেশন-সংলগ্ন একটি শেডের নীচে দেহটি পড়ে থাকতে দেখেন রেলকর্মী এবং এলাকার বাসিন্দারা। খবর পেয়ে আসে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, দেহটি মধু হাওলাদারের (৩৮)। বাড়ি গড়বেতা থানার করমশোল গ্রামে। রবিবার সকাল থেকে তাঁর খোঁজ মিলছিল না বলে পারিবারিক সূত্রে জানতে পেরেছে পুলিশ। কী ভাবে মৃত্যু হল মধুবাবুরতা ময়না-তদন্তের রিপোর্ট আসার পরেই স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। তবে পুলিশেরই একটি সূত্রের খবর, মৃতের মাথায় হালকা আঘাতের চিহ্ন মিলেছে। তাই খুনের সম্ভাবনার দিকটি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতী গ্রেফতার। সন্দেহভাজন এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ। ধৃতের নাম শ্রীমন্ত ছাতিক। রবিবার রাতে ঘাটাল থানার কিসমত-দীর্ঘগ্রাম গ্রামে তার বাড়ি থেকেই শ্রীমন্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক ৫ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশের দাবি, শ্রীমন্ত একাধিক ডাকাতির ঘটনায় যুক্ত।
|
গ্রন্থাগারে ‘অনিয়ম’, নালিশ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
রামজীবনপুর প্রাথমিক ইউনিক লাইব্রেরিতে বেনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলল তৃণমূল। লাইব্রেরিটি ১৯৮৫ সালে সরকারি অনুমোদন পায়। তৃণমূল নেতা তথা পুরপ্রধান শিবরাম দাসের অভিযোগ, “অনুমোদন পাওয়ার পর ওই লাইব্রেরিতে আর নির্বাচন হয়নি। আর্থিক দুর্নীতিও চরমে উঠেছে। সদস্যদের কাছ থেকে নিয়মিত ফি আদায় করা হলেও তার কোনও হিসাব নেই।” শিবরামবাবুরা এ নিয়ে বিডিও-র কাছেও লিখিত অভিযোগ করেছেন। বিডিও আসেক রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গ্রন্থাগার দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” লাইব্রেরিটির পরিচালন সমিতির সম্পাদক জগন্নাথ দত্তের বক্তব্য, “দুর্নীতি নিয়ে আমার কিছু জানা নেই। তদন্ত হলে হবে। নির্বাচনের ব্যাপারেও উদ্যোগ চলছে।”
|
মেদিনীপুরে শব্দযন্ত্র আটক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
নিজস্ব চিত্র। |
প্রশাসনের অনুমতি ছাড়াই মাইক বাজানোর অভিযোগে ৬টি যন্ত্র আটক করল পুলিশ। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে ওই মাইকগুলি চলছিল। প্রশাসন জানিয়েছে, সরস্বতী পুজোর দিন ও তার পর দিন মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সোমবারেও বেশ কয়েকটি জায়গায় মাইক বাজছিল বলে অভিযোগ আসে। মহকুমাশাসক সুরজিৎ রায়ের নির্দেশে পুলিশ গিয়ে ৬টি মাইক বাজানোর যন্ত্র আটক করে। বার্জটাউন, গোলকুঁয়াচক, অলিগঞ্জ ও বটতলাচক এলাকা থেকে মাইকগুলি আটক করা হয়েছে বলে মহকুমাশাসক জানান।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিভিন্ন মাদ্রাসায় শূন্যপদ পূরণ, রাজ্য সরকার ঘোষিত মাস পয়লায় বেতন মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্যও সুনিশ্চিত করা-সহ বেশ কয়েক দফা দাবিতে সোমবার জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হল মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির জেলা কমিটি। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক মির্জা আজিবুর রহমান। খড়্গপুর ও ঘাটালে অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শকের অফিসে মাদ্রাসা সংক্রান্ত কাজকর্ম সময় মতো হয় না বলেও অভিযোগ করে সমিতি। জেলা বিদ্যালয় পরিদর্শক অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দেন।
|
স্কুলের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুর-২ ব্লকের বাড়ভাসি হাইস্কুলের বার্ষিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হল সোমবার। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, পিংলা কলেজের অধ্যক্ষ প্রতাপ মাইতি ও অজিত মাইতি। এই স্কুলের ছাত্র সায়ন পাল এ বার মাধ্যমিকে জেলার মধ্যে ভাল ফল করেছিল। এ ছাড়াও স্কুলের সার্বিক ফলও ভাল হয়েছিল। সফল ছাত্রদের এ দিন পুরস্কৃৃত করা হয়। শিক্ষকদেরও সংবর্ধনা দেওয়া হয়।
|
পত্রিকা প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
বেলদার কেদার উদয়শঙ্কর সমিতির উদ্যোগে বিজ্ঞানী সূর্যেন্দুবিকাশ করমহাপাত্র স্মৃতি মঞ্চে প্রকাশিত হল সাহিত্য পত্রিকা ‘সাঁঝের কাকলি’। সোমবার পত্রিকাটি প্রকাশ করেন সাহিত্যিক ও চিত্রশিল্পী গোপাল বসু। |
|