আজ, মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতার কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। সোমবার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “রাসবিহারী অ্যাভিনিউ ও প্রতাপাদিত্য রোডের মোড়ে ভূগর্ভস্থ জলের লাইন সারানোর জন্য সরবরাহ বন্ধ থাকছে। বুধবার সকালে তা স্বাভাবিক হবে।” মেয়র জানান, কালীঘাট, রানিকুঠি ও গড়ফা বুস্টার পাম্পিং স্টেশনে জল যাবে না। তাই ওই স্টেশনের আওতায় থাকা এলাকাগুলি-সহ গড়িয়াহাট, ভবানীপুর, নিউ আলিপুর, আলিপুর ও যাদবপুরে জল বন্ধ থাকবে। পুরসভা সূত্রে খবর, প্রতাপাদিত্য রোডে ৫৪ ইঞ্চির একটি পাইপ তিন সপ্তাহ জয়েন্ট থেকে সরে ছিল। সমস্যা যাতে না বাড়ে, পাইপটি মেরামতি দরকার ছিল।
|
কলকাতা পুরসভায় সম্পত্তিকর আদায়ে এলাকা ভিত্তিক কর প্রয়োগ নিয়ে জটিলতা বাড়ল। করের কাঠামো নিয়ে এক দল কাউন্সিলরের ভিন্ন মত থাকায় ফের ওই বিষয়ে আলোচনা হবে বলে জানালেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুরসভায় সিদ্ধান্ত হয়েছিল, এপ্রিলে চালু হবে এলাকা ভিত্তিক কর। তার কাঠামো প্রসঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে পুর-মূল্যায়ন কমিটি খসড়া রিপোর্ট তৈরি করে। সোমবার সেটি কাউন্সিলরদের দেখানো হলে তাতে ধার্য কর নিয়ে ডান ও বাম দলের কয়েক জন আপত্তি তোলেন। তাঁদের বক্তব্য, করের ওই হারে নিম্নবিত্ত অনেক পরিবার বিপদে পড়বে। সব শুনে মেয়র বলেন, “এলাকা ভিত্তিক কর এখনই চূড়ান্ত হচ্ছে না। সব কাউন্সিলরদের মতামত নিয়ে পদক্ষেপ করা হবে।” এপ্রিলের মধ্যে সে কাজ সম্ভব কি না, তা নিয়ে সংশয় আছে পুর-মহলেই।
|
একই রাতে বাগুইআটির দু’টি মন্দিরে চুরির ঘটনা ঘটল। পুলিশ জানায়, রবিবার বাগুইআটি বাজারের একটি কালী-মন্দির ও কাছের একটি মনসা মন্দির থেকে বিগ্রহের গয়না চুরি যায়। কালী-মন্দির কমিটির সদস্যেরা জানান, লক্ষাধিক টাকার গয়না চুরি গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মন্দিরে চুরির ঘটনা বাড়ছে। রাতে টহলদারি জিপ কার্যত দেখাই যায় না। পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
|
অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হল। সোমবার, ওয়াটগঞ্জের মনসাতলা লেনে। মৃতার নাম দীপ্তি দাস (৭৬)। পুলিশ জানায়, প্রতিবন্ধী ওই বৃদ্ধা স্বামীর মৃত্যুর পরে অবসাদে ভুগছিলেন। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। |