অপ্রচলিত বিদ্যুতে বিদেশি লগ্নি রাজ্যে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অপ্রচলিত বিদ্যুৎ প্রকল্পের হাত ধরে বিদেশি বিনিয়োগ এল রাজ্যে। পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে বিভিন্ন অপ্রচলিত বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে স্থানীয় সংস্থা জি পি এনার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধল ইউরোপীয় সংস্থা গাসিং রিনিউয়েবল এনার্জি। অস্ট্রিয়ার এই সংস্থা জি পি এনার্জির ২৫% মালিকানা কিনেছে। লগ্নির অঙ্ক ১০ কোটি টাকা। সোমবার আনুষ্ঠানিক ভাবে গাঁটছড়া বাঁধার পর জি পি এনার্জির প্রধান জয় মুখোপাধ্যায়ের দাবি, আশির দশক থেকে তাঁর সংস্থা অপ্রচলিত শক্তি নিয়ে কাজ করছে। পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “তিন বছরে ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। লগ্নির পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাও দেবে গাসিং।” আপাতত রাজ্যের বিভিন্ন জায়গায় ১৪টি বায়ো-গ্যাস প্রকল্প চালায় জি পি এনার্জি। গত আর্থিক বছরে ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৫০ কোটি টাকা। জয়বাবুর আশা, চলতি আর্থিক বছরে তা ৩০% বাড়বে। গাসিং-এর অন্যতম কর্তা মুকুল রচপাল জানান, ভারতে যৌথ উদ্যোগে অপ্রচলিত বিদ্যুৎ তৈরি করে নেপাল, বাংলাদেশ, তাইল্যাণ্ড-সহ এশিয়ার বিভিন্ন দেশে রফতানিরও পরিকল্পনা রয়েছে তাঁদের।
|
ভারতে বিপণি খুলতে টাটার সঙ্গে চুক্তি স্টারবাক্সের |
অবশেষে ভারতে বিপণি খুলতে টাটা গ্লোবাল বেভারেজেস-এর সঙ্গে চুক্তি করল মার্কিন কফি চেন স্টারবাক্স। দুনিয়া জুড়ে বিভিন্ন দেশে বিপণিতে তৈরি কফি বিক্রি করে তারা। যেমন করে ক্যাফে কফি ডে কিংবা বারিস্তা। বিদেশে নিজেদের বিপণির জন্য কফি আমদানি করতে টাটা কফির সঙ্গে এক বছর আগেই চুক্তি করেছিল স্টারবাক্স। টাটা বেভারেজেসের সঙ্গে এই গাঁটছড়ার কথাও চলছিল অনেক দিন ধরেই। এমনকী শোনা গিয়েছিল যে, এই নয়া উদ্যোগে নেতৃত্ব দিতে পারেন নোয়েল টাটা। তাই সে অর্থে এই চুক্তি ছিল প্রায় সময়ের অপেক্ষা। সোমবার সই হওয়া আনুষ্ঠানিক চুক্তি অনুযায়ী, যৌথ উদ্যোগে উভয় সংস্থারই সমান অংশীদারি থাকবে। প্রাথমিক লগ্নি ৪০০ কোটি টাকা। নাম হবে টাটা-স্টারবাক্স লিমিটেড। প্রথমে অগস্টে নয়াদিল্লি ও মুম্বইয়ে বিপণি খুলবে স্টারবাক্স। যার পরিচালনার দায়িত্বে থাকবে টাটারা।
|
এসবিআই-কে মূলধন কেন্দ্রের |
অবশেষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-কে মূলধন জোগান দিতে রাজি হল কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির দাবি, সোমবার তাদের ৭,৯০০ কোটি টাকা মূলধন জোগাতে অনুমতি দিয়েছে সরকার। এই অর্থ দেওয়ার পর ব্যাঙ্কটিতে কেন্দ্রের অংশীদারি দাঁড়াবে ৬৫%। বর্তমানে তা ৫৯.৪%। এ দিনই কেন্দ্রের কাছ থেকে মূলধন পাওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-ও। তাদের দাবি, অগ্রাধিকারের ভিত্তিতে ১০ টাকা মূল্যের শেয়ার কেনার মাধ্যমে ১,২৮৫ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার।
|
পরিকাঠামোয় বৃদ্ধি কমে ৩.১% |
এক মাসের মধ্যেই ফের মুখ থুবড়ে পড়ল দেশের পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার। সোমবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ডিসেম্বরে তা দাঁড়িয়েছে ৩.১%। নভেম্বরের ৬.৭ শতাংশের (সংশোধিত হিসাব অনুযায়ী) তুলনায় যা অনেকটাই কম। অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাতের হতাশাজনক উৎপাদনই এর মূল কারণ। অর্থবর্ষের প্রথম ন’মাসে (এপ্রিল-ডিসেম্বর) এই হার এখন ৪.৪%।
|
থ্রি-জি রোমিং চুক্তি নিয়ে টেলিকম দফতরের কাছে ধাক্কা খাওয়ার পর এ বার একে অন্যের স্পেকট্রাম ব্যবহার (স্পেকট্রাম শেয়ারিং) নিয়ে ফের সমস্যায় পড়তে পারে মোবাইল পরিষেবা সংস্থাগুলি। নয়া টেলিকম নীতিতে কেন্দ্র এর বিরুদ্ধে আইন করলে, বিপুল ব্যবসা হারাতে হবে বলে তাদের আশঙ্কা।
|
চলতি বছরে কলকাতা-সহ সারা দেশে ১৭টি হোটেল খোলার পরিকল্পনা নিয়েছে তাজ গোষ্ঠী। এই শহরে ‘গেটওয়ে’ ব্র্যান্ডের হোটেল খুলতে চায় তারা। |