টুকরো খবর |
পড়শিকে খুনের দায়ে যাবজ্জীবন যুবকের
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
|
আদালতে কঙ্কা হাঁসদা। নিজস্ব চিত্র। |
পড়শি যুবককে খুন ও প্রমাণ লোপাটের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল এক যুবকের। সোমবার বোলপুরের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশ প্রসাদ সিংহ কঙ্কা হাঁসদাকে এই সাজা দেন। সরকারি আইনজীবী মহম্মদ জামিরুল হক জানান, ২০০১ সালের ২২ এপ্রিল নানুর থানার থানাঘাট মাঝিপাড়ার যুবক সুনো টুডু ও তার স্ত্রী ধানী টুডু বর্ধমান জেলার মঙ্গলকোটের চাণক গ্রামে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। পরের দিন বাড়ি ফেরার পথে ওই গ্রামের যুবক কঙ্কা হাঁসদার সঙ্গে যোগসাজোস করে ধানী টুডু হাঁসুয়া দিয়ে স্বামীকে খুন করে। পরে অজয় নদের চরে দেহ পুঁতে দেন। ওই দিনই নিজের বাড়িতে ফিরে আসে ধানী টুডু। ছেলে কোথায় বউমার কাছে জানতে চান বাবা শিবু টুডু। পরে বিষয়টি জানতে পেরে শিবুবাবু বড় ছেলে রসিককে সুনোর বাড়িতে পাঠান। এর পরেই ধানী টুডু এবং কঙ্কা হাঁসদা পালাতে গিয়ে ধরা পড়ে এবং দুজনের সম্পর্কের কথা স্বীকার করে তারা। খুনের বিষয়টিও জানান সুনো টুডুর স্ত্রী ধানী টুডু। অভিযোগ পেয়ে সুনোর পচাগলা দেহ ও হাঁসুয়া উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ধানী টুডু এবং কঙ্কা হাঁসদা। জামিনে ছাড়া পাওয়ার পর থেকে ধানী টুডু পলাতক। জেলে থেকেই মূল অভিযুক্ত কঙ্কা হাঁসদার বিচার শুরু হয়। বিচারক গত শুক্রবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এ দিন তার সাজা ঘোষণা হয়। পাশাপাশি প্রমাণ লোপাট করা এবং পরিকল্পিত ভাবে খুনের অভিযোগে আরও ৫ বছর কারাদণ্ড এবং ১০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এই সব সাজা এক সঙ্গে চলবে। |
পঞ্চায়েত ভোটে ‘একা’ চলার ইঙ্গিত কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
তৃণমূল ‘ক্ষমতা’ জাহির করতে না-দিলে আগামী পঞ্চায়েত ভোটে দলীয় কর্মী-সমর্থকদের একলা লড়ার জন্য প্রস্তুত থাকার ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সোমবার বীরভূমের লাভপুরের মিরিটিতে তিনি এ কথা বলেন। প্রদীপবাবু এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ি মিরিটিতে গাঁধীজির প্রয়াণ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র, শুভঙ্কর সরকার, মায়া ঘোষ, বীরভূম জেলার দুই কংগ্রেস বিধায়ক অসিত মাল এবং অভিজিৎ মুখোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদীপবাবু বলেন, “পঞ্চায়েত নির্বাচনে জেলা কিংবা ব্লক নেতৃত্ব তৃণমূলের সঙ্গে সুষ্ঠু ভাবে জোট করতে পারে, তা হলে আমাদের আপত্তি নেই। তবে হাইকম্যান্ডের গাইডলাইনও থাকবে। কিন্তু তৃণমূল যদি ক্ষমতা জাহির করতে আমাদের মান্যতা না-দেয়, সে ক্ষেত্রে একলা লড়ার জন্য প্রস্তুত থাকতে হবে।” তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, “জোট না হলে কংগ্রেসেরই ক্ষতি। রাজ্যের দু’-একটি জায়গা ছাড়া, কংগ্রেসের কোনও অস্তিত্ব আছে বলে মনে হয় না। আমরা দলনেত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) সিদ্ধান্ত অনুযায়ী চলব।” |
বৃদ্ধা খুনে ধৃতের আঙুলের ছাপ নিল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রেণু সরকার খুনের ঘটনায় ধৃত কেয়ারটেকার উজ্জ্বল তপাদারকে সোমবার ফের জেল হাজতে রাখার নির্দেশ দিল বোলপুর আদালত। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “এ দিন পুলিশের আবেদনক্রমে উজ্জ্বলের হাত, পা ও আঙুলের ছাপ সংগ্রহ করার অনুমতি দিয়েছেন এসিজেএম পীযূষ ঘোষ। তার ভিত্তিতে ছাপ সংগ্রহ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি ফের তাকে আদালতে হাজির করানোর নির্দেশও দিয়েছেন বিচারক।” গত ১৪ জানুয়ারি শান্তিনিকেতনের বাগানপাড়ায় নিজের বাড়ির দোতলার ঘরে ভবানীপুরের বাসিন্দা রেণুদেবীর দেহ উদ্ধার হয়। ঘরের ভিতরে আধপোড়া বিড়ি ও দামি সিগারেটের পাশাপাশি রক্তমাখা আঙুল ও পায়ের ছাপ পায় পুলিশ। ওই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ওই বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল ও এক দাগি দুষ্কৃতী মঙ্গল সাহানি-সহ তিন জনকে ধরেছে। যদিও তিন জনকে জেরা করার পরেও খুনের কিনারা করতে পারেনি পুলিশ। ১৬ জানুয়ারি ধরা পড়ে উজ্জ্বল। ২০ জানুয়ারি ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার দেবাশিস ঘোষ বোলপুরের এসিজেএমের কাছে উজ্জ্বলের হাত, পা ও আঙুলের ছাপ নেওয়ার আবেদন জানান। এ দিন এসিজেএমের সামনেই ওই ছাপ সংগ্রহ করা হয়। |
পাইপলাইন সারানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
ফেটে যাওয়া পাইপলাইন এবং কল সারানোর দাবিতে সোমবার সকালে রাজনগর ওয়াটার সাপ্লাই স্কিমের পাম্প হাউসের কাজ বন্ধ করে দিলেন রাজনগর পদমপুর গ্রামের কয়েক জন বাসিন্দা। ফলে এ দিন জল সরবরাহের কাজ ব্যাহত হয়। জল সরবরাহকারী পাইপ লাইন ফেটে জলমগ্ন হয়েছে গ্রামের রাস্তাঘাট। এমন কী বার বার জানানো সত্ত্বেও দীর্ঘদিন বিকল হয়ে পড়ে থাকা রাস্তার কলটিও সারানোর কোন ব্যবস্থা করেনি সংশ্লিষ্ট দফতর। বাসিন্দারা বলেন, পাইপলাইন ও কল ঠিক হলেই তার পরে পাম্প হাউসের কাজ করতে দেবেন তাঁরা। সংশ্লিষ্ট দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পদমপুর গ্রামের পাশে থাকা একটি কাঁদরের জল তুলে তা পাইপ লাইনের মাধ্যমে রাজনগর, আড়ালি, পদমপুর, সিদপুর এই চারটি মৌজায় জল সরবরাহের জন্য এই প্রকল্পের উদ্বোধন হয়েছিল ২০০৭ সালে। জনস্বাস্থ্য এবং কারিগরী দফতর সূত্রে জানা গিয়েছে, পদমপুর গ্রামের ৬টি কলের মধ্যে একটি কল দীর্ঘদিন বিকল হয়ে রয়েছে বলে বাসিন্দাদের দাবি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাশাপাশি গ্রামের রেশন দোকানের সামনে পাইপ লাইন ফেটে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বহু বার এই বিষয়ে দফতরকে জানানো হলেও সেগুলি সারানোর ব্যবস্থা করেনি। পিএইচই এর ইঞ্জিনিয়ার অর্ধেন্দু দত্তকে বলেন, “বিষয়টি আমার নজরে ছিল না। শীঘ্রই ব্যবস্থা নেব।” |
নালা সম্পূর্ণ করার দাবি
নিজস্ব সংবাদদাতা • খয়রোশোল |
অসমাপ্ত নিকাশি নালার কাজ সম্পূর্ণ করার দাবি উঠল খয়রাশোলের পাঁচড়া ইদিলপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইদিলপুর মসজিদ থেকে বাসস্ট্যান্ড হয়ে একটি নিকাশি নালার কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে। কাজটি সম্পূর্ণ হলে উপকৃত হবেন গ্রামবাসীরা। কিন্তু কাজটি করা হচ্ছে না। স্থানীয় পাঁচড়া পঞ্চায়েতের সিপিএম প্রধান দামোদর বাগদি বলেন, “রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কটি বর্তমানে চওড়া করার কাজ চলছে। সেটি সম্পূর্ণ না হলে নিকাশি নালা তৈরি করেও লাভ নেই। কারণ, রাস্তার মাটি এসে নালাটি বন্ধ হয়ে যাবে। রাস্তার কাজ সমাপ্ত হলেই নিকাশি নালার কাজ শেষ করা যাবে।” |
কীটনাশক খেয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্তু হালদার (২০)। বাড়ি নলহাটি থানার ভদ্রপুর গ্রামে। শনিবার দুপুরে ওই যুবকের মৃত্যু হয় রামপুরহাট মহকুমা হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির কারণেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন। অন্য দিকে, ওই একই কারণে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন মাড়গ্রাম থানার দর্জপাড়ার যুবক জসিমউদ্দিন শেখ (১৮)। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে রামপুরহাট মহকুমা হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। |
হোমে শিশু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট স্টেশন চত্বর থেকে উদ্ধার হওয়া মাসখানেকের শিশুটিকে সোমবার সিউড়িতে পরিবার কল্যাণ দফতরের ‘চাইল্ড ওয়েলফেয়ার কমিটি’-র হাতে তুলে দেওয়া হয়েছে। এ দিন রামপুরহাট মহকুমা হাসপাতাল থেকে শিশুটিকে সিউড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। রবিবার সকালে রেলপুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতাল সুপার হিমাদ্রি হালদার বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী দাবিদারহীন শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুটির দেখভালের ব্যবস্থা এখন তারাই করবে।” |
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
মদ্যপ অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে তালগাছে ধাক্কা মেরে জখম হলেন এক যুবক। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজনগর থানা এলাকার খুড়িগড় থেকে জয়পুর যাওয়ার রাস্তায়। বাবলু সরেন নামে জখম ওই যুবককে সিউড়ি সদর হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। |
|