টুকরো খবর |
ফের তদন্তে তৃণমূলের আন্দোলন |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
ফের দিনহাটা কাণ্ডের তদন্ত করে রিপোর্ট প্রকাশের দাবিতে আন্দোলনে নামছে তৃণমূল। দিনহাটায় আজ, সোমবার ওই ব্যাপারে স্থানীয় মহকুমা শাসকের দফতরে দলের তরফে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি দেবার কর্মসূচি নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, দিনহাটার তিনটি বল্ক থেকে কর্মীরা ওই কর্মসূচিতে যোগ দেবেন। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী বলে পরিচিত দলের দিনহাটার নেতা তথা জেলা কমিটির সম্পাদক পার্থনাথ সরকার ওই কর্মসূচির উদ্যোক্তাদের অন্যতম। পার্থনাথবাবু বলেন, “বাম জমানায় দিনহাটা কান্ডের তদন্ত রিপোর্ট খোওয়া গিয়েছে। সেই জন্য আমরা চাই নতুন করে তদন্ত করে সেদিনের প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরা হোক।” তৃণমূলের অন্দরের খবর, সদ্য দলে ফেরা দিনহাটার প্রাক্তন বিধায়ক অশোক মন্ডলকে ওই কর্মসূচির ব্যাপারে উদ্যোক্তারা কিছুই জানাননি। এ নিয়ে অশোকবাবুর অনুগামীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের একজন মনোজিত সাহাচৌধুরি বলেন, “অশোকবাবু প্রাক্তন বিধায়ক। এখন কাউন্সিলরও। সম্প্রতি দলের তরফে তাঁকে দলে ফেরানোর কথা সংবাদপত্রেও বের হয়েছে। তারপরেও তাকে বা তার সঙ্গীদের কাউকেই সোমবারের কর্মসূচিতে না ডাকা দুর্ভাগ্যজনক। পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাচ্ছি।” অশোকবাবু অবশ্য বলেন, “ওই কর্মসূচির কথা মাইকে প্রচারের সময়ে শুনেছি। দিনহাটায় থাকলে অনুগত কর্মী হিসাবে তাতে যোগ দেব। যদিও কর্মসূচির উদ্যোক্তাদের অন্যতম নেতা পার্থনাথ সরকার বলেন, “অশোকবাবু দলে ফিরেছেন বলে কেউ কিছু জানায়নি। সেই জন্যই তাঁকে বলা হয়নি।” দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “সংবাদ মাধ্যমে অশোক মন্ডলের দলে ফেরার কথা জানিয়ে দেওয়া হয়েছে। যারা দায়িত্বে আছেন তারা কর্মসূচি নিলে অশোকবাবুকে সেখানে সামিল হতে হবে।” প্রসঙ্গত, অশোকবাবু দলে ফেরার পর দিনহাটা পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করেন। সেখানে পার্থবাবুদের কাউকে দেখা যায়নি। এই ব্যাপারে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহের কটাক্ষ, “খোকাবাবুর প্রত্যাবর্তনের পর একদল শক্তি দেখানোয়, আরেক দল দাদার কীর্তি দেখাতে ওই আন্দোলন করছে। যেখানে সরকার তৃণমূলের সেখানে এরকম দাবি মহকুমা শাসককে জানানোর মানে হয় না। মুখ্যমন্ত্রীকে কেন দাবির কথা জানাচ্ছেন না।”
|
কোচবিহারে চারটি ব্লকে সমীক্ষা শুরু |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
আর্থসামাজিক ও জাতিগত সমীক্ষা শুরু হল মেখলিগঞ্জ-সহ জেলার চারটি ব্লকে। রবিবার ওই কাজ শুরু হয়। বাকি ৩টি ব্লক হল কোচবিহার-১, মাথাভাঙা-২ ও তুফানগঞ্জ-১ ব্লক। রাজ্যের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে ওই সমীক্ষা হবে। জনগণনার সময়ে প্রতি ব্লকে যে পরিমাণ ‘এন্যুমারেশন ব্লক’ বা ইবি তৈরি হয়েছে, এ ক্ষেত্রে তার সংখ্যা কমানো হয়েছে। এ দিন মেখলিগঞ্জের প্রতিটি ইবি ব্লকে সমীক্ষা শুরু হয়। তুফানগঞ্জ-১ ব্লকে ১২৫ ইবি-র মধ্যে ১২০টিতে, মাথাভাঙা-২ ব্লকে ১০০ ইবি-র মধ্যে ৬৫টিতে ও কোচবিহার-১ ব্লকে ৬০০ ইবি-র মধ্যে ৭০টি এলাকায় সমীক্ষায় নামেন কর্মীরা। আরও ১৩০টি ব্লকে সোমবার সমীক্ষা হবে। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী বলেন, “জেলার চারটি ব্লকে রবিবার প্রথম পর্যায়ের ওই সমীক্ষা শুরু হয়েছে। মেখলিগঞ্জেই একমাত্র একশো শতাংশ ইবি-তে কাজ শুরু করেছেন কর্মীরা। বাসিন্দাদের আর্থিক নানা তথ্য ও জাতিগত বিষয়গুলি সমীক্ষায় উঠে আসবে।” মেখলিগঞ্জের বিডিও সপ্তর্ষি নাগ জানান, সমীক্ষায় কাস্ট, সাব কাস্টের মতো বিষয়গুলির পাশাপাশি রোজগার, ব্যবহৃত সামগ্রীর মত খুঁটিনাটি বিষয়ে তথ্য নেওয়া হবে। ফরওয়ার্ড ব্লক ওই সমীক্ষার পিছনে দারিদ্র সীমার নীচে বসবাসকারী (বিপিএল) তালিকাভুক্তদের সংখ্যা কমানোর ছক রয়েছে বলে সন্দেহ করছে। দলের জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “খোঁজ নিয়ে জেনেছি কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে মাথাপিছু দৈনিক ২৬ টাকা ও শহর এলাকার ক্ষেত্রে ৩২ টাকা খরচ করেন এমন বাসিন্দাদের বিপিএল তালিকার বাইরে রাখতে চাইছে। সে রকম কিছু হবে না বলে প্রশাসন নিশ্চিত না করলে বাধা দেওয়ার কথাও ভাবতে হতে পারে।” জেলাশাসক অবশ্য দাবি করেছেন, “বিপিএল তালিকার সঙ্গে এই সমীক্ষার সম্পর্ক নেই।” কোচবিহারে প্রায় ৩৭ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে বসবাসকারী তালিকায় রয়েছেন।
|
পরিবারকে প্রতিশ্রুতি কারামন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আগুন নেভাতে গিয়ে জখম হয়ে হাসপাতালে স্বামী ভর্তি আছেন শুনে দমকলের বালুরঘাট সদর দফতরের কোয়ার্টারে ৯ বছরের ছেলেকে নিয়ে সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেননি স্ত্রী ইতি দেবী। রাতেই যে মানিকবাবু (৪৫) মারা গিয়েছেন সে খবর তার কাছে পৌঁছে দিতে সহকর্মীদের কারও সাহস হয়নি। রবিবার দুপুর ১২টা পর্যন্ত ইতিদেবী জানেন স্বামী হাসপাতালে আছেন। দমকল বিভাগের সঙ্গেই কোয়ার্টার। এ দিন সকালে গিয়ে দেখা গেল, চতুর্থ শ্রেণীর পড়ুয়া, খুদে মইরুখ আপন তালে কোয়ার্টার চত্বরে খেলা করছে। অন্যদিকে, হাসপাতালের মর্গে গঙ্গারামপুরের বাড়ি থেকে পৌঁছে গিয়েছেন মৃত মানিকবাবুর ভাই পীযূষ সাহা-সহ আত্মীয়রা। এ দিন বালুরঘাট হাসপাতালের মর্গে গিয়ে মৃত দমকল কর্মীর দেহে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। তিনি বলেন, “ক্ষতিপুরণের বিষয়টি বিভাগীয় দফতরে বলেছি।” মৃতের স্ত্রীর চাকরি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, আশ্বাস দেন তিনি।
|
জখম দুই |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
টাকার ভাগ নিয়ে বিবাদে জখম দুই ব্যবসায়ী। শনিবার দুপুর থেকে রবিবার সকালে দু’দফায় সশস্ত্র হামলায় ওই দুই ব্যবসায়ী জখম হন। পুলিশ জানায়, গুরুতর জখম আকাশ ঘোষ এবং পিনাকী সিংহকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলায় অভিযুক্ত গৌতম মোহান্ত ও তার দল এলাকা ছেড়ে পালিয়েছে। জেলার পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “ঘটনার খবর পেয়েছি। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে বালুরঘাট থানার পুলিশকে বলা হয়েছে।” দিন সকাল ৮টা নাগাদ চায়ের দোকানে বসেছিলেন পিনাকী। অভিযোগ সে সময় গৌতম ফের দলবল নিয়ে হামলা করে পিনাকীর মাথায় হাঁসুয়া দিয়ে কোপায়। তাঁকে বাঁচাতে বন্ধু আকাশ জখম হন। জখম কেবল ব্যবসায়ী পিনাকীবাবু বলেন, “গৌতম আমার কাছে টাকা পায় না।” বালুরঘাট ব্যবসায়ী সমিতি সম্পাদক হরেরাম সাহা বলেন, “পুলিশি নজরদারির অভাবে দুষ্কৃতী দাপট বেড়েছে। না হলে অভিযুক্তরা পর পর হামলার সাহস পায় কী করে?”
|
হস্তশিল্প মেলা |
|
ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়। |
হলদিবাড়ির হস্তশিল্প মেলার দ্বিতীয় দিনে বিকেল থেকে রাত অবধি আবৃত্তি, ক্যুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হল। হলদিবাড়ি হস্তশিল্প মেলা কমিটির সম্পাদক কমল কুন্ডু বলেন, “সোমবার শেষ দিনেও ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।”
|
স্কুলে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ছুটির দিনে স্কুল খুলে নথিপত্র নিয়ে যাওয়ার অভিযোগে প্রধান শিক্ষক এবং কেরানিকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার বালুরঘাটের কাশীপুর হাই স্কুলে ঘটনাটি ঘটে। কিছুদিন আগে ওই স্কুলের উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ প্রায় ৭ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। হিসাব চেয়ে পরিচালন সমিতির অন্যতম তৃণমূলের সদস্যরা প্রধান শিক্ষককে চেপে ধরেন। তিনি হিসাব দেবেন বলে সময় চান। এর মধ্যে এ দিন চুপিসারে স্কুল খুলে হিসাবের কাগজপত্র সরানোর অভিযোগ তুলে সরব হন বাসিন্দারা। এবিষয়ে মুখ খুলতে চাননি প্রধান শিক্ষক। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
|
ক্রীড়া প্রতিযোগিতা |
সংখ্যালঘু ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় মাতল দক্ষিণ দিনাজপুরের বেস আরনুর মডেল স্কুল। রবিবার বংশীহারিরর হরিপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের নার্সারি থেকে দশম শ্রেণীর প্রায় ৩৫০ জন আবাসিক পড়ুয়া খেলায় মেতে ওঠে। ছিলেন জেলাশাসক দুর্গাদাস গোস্বামী, মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ।
|
ধৃত ৭ |
বেআইনি ভাবে গরু পাচারের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে ২২০টি গরু। শনিবার রাতে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানা এলাকাকে থেকে পুলিশ ওই গাড়িগুলি আটক করে। গাড়িগুলি বিহার থেকে অসমের দিকে যাচ্ছিল। |
|