টুকরো খবর |
খুনের চেষ্টায় অভিযুক্ত বাবা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
৫ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির ফুলবাড়ি ক্যানাল এলাকায়। রবিবার সকালে বাসিন্দারা ওই শিশুটিকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, ওই শিশুর নাম সোমা রায়। তাঁর গলায় গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে এনজেপির একটি বেসরকারি হোমে রাখা হয়েছে। সে বলে, “বাবা সিটি অটোতে করে ক্যানালের ধারে নিয়ে যায়। সেখানে গলায় রুমাল পেঁচিয়ে ধরে চাপ দেয়। যন্ত্রণায় আমি চিৎকার করলে রুমাল খুলে নেয়। এর পর আমাকে একটি দোকানের সামনে নিয়ে গিয়ে সেখানে বসতে বলে চলে যায়। আর ফিরে আসেনি।” সোমা তাঁর ঠিকানা বলতে পারেনি। সে তাঁর মা ও বাবার নাম জানিয়েছে। শিশুর বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ। জলপাইগুড়ির এক পুলিশ কর্তা বলেন, “ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটির ঠিকানা খুজে পেলে মূল ঘটনা জানা যাবে।” পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দারা জানান, শনিবার রাতে ক্যানালের ধারে একটি দোকানের সামনে বেঞ্চে বসে কাঁদছিল সোমা। তা দেখে এলাকার বাসিন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনাটি জানতে পারে। তাঁরা রাতে বিভিন্ন এলাকায় খোঁজ করে সোমার পরিচয় জানার চেষ্টা করে। তা না পেয়ে রবিবার সকালে তাঁকে থানায় নিয়ে যান অঞ্জু মণ্ডল। তিনি বলেন, “রাতে এক প্রতিবেশীর বাড়িতে সোমাকে রাখা হয়। সে জানিয়েছে, তাঁকে খুনের চেষ্টা করছিল তাঁর সৎ বাবা। কেউ দেখে ফেলতে পারে এই আশঙ্কায় অভিযুক্ত পালিয়ে যায়। আমরা নানা জায়গায় খোঁজ করে তাঁর ঠিকানা জানার চেষ্টা করেছি। না পেয়ে পুলিশের হাতে দিয়েছি।” ফুলবাড়ি-২ পঞ্চায়েতে এক তৃণমূল সদস্য পরেশ রায় বলেন, “শিশুটির যাতে অসুবিধে না হয় সে জন্য একটি বাড়িতে রাখা হয়।”
|
জেলার দাবি মুখ্যমন্ত্রীকে |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
দ্রুত আলিপুরদুয়ার মহকুমাকে পৃথক জেলা ঘোষণার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে দাবি জানালেন আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়। ওই বৈঠকে চা বাগানগুলিতে পানীয় জলের ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান উত্তরবঙ্গ উন্নয়ন পষর্দের সদস্য জোয়াকিম বাক্সলা। আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক বলেন, “২৭ জানুয়ারি কলকাতায় মহাকরণে কনফারেন্স হলে উত্তরবঙ্গ উন্নয়ন পষর্দের বৈঠক হয়। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে আলিপুরদুয়ার মহকুমাকে দ্রুত পৃথক জেলা ঘোষণা করার জন্য আর্জি জানাই। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পষর্দের আর এক সদস্য তথা তৃণমূল কংগ্রেসের নেতা জোয়াকিম বাক্সালা আমায় সমর্থন করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলিপুর দুয়ার-সহ ছয়টি নতুন জেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা স্তরে সর্বদল বৈঠক ডাকা হবে। তার পর জেলা ঘোষণার পরবর্তী কাজ হবে।” তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন পষর্দের সদস্য জোয়াকিম বাক্সলা জানান, উত্তর বঙ্গ উন্নয়ন পষর্দের বৈঠকে আলিপুর দুয়ার মহকুমাকে পৃথক জেলা ঘোষণার পাশাপাশি চা বাগানের জলের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। তিনি বলেন, “ডুয়ার্সে চা বাগানগুলিতে পানীয় জলের সমস্যা রয়েছে। প্রায় প্রতিটি চা বাগানে জলের মেন পাইপ লাইন থেকে ফুটো করে জল চুরি হয়। এতে নর্দমার নোংরা জল মেন পাইপ লাইনে ঢুকে যায়। তার জেরে প্রতি বছর বর্ষায় নানা ধরনের পেটের রোগে ভোগেন শ্রমিকরা। মুখ্যমন্ত্রী বিষয়গুলি বিবেচনার আশ্বাস দেন।”
|
হাসপাতালে ঠাঁই |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সুস্থ হলেও জেলা প্রশাসন প্রতিশ্রুতি মতো সরকারি হোমে থাকার ব্যবস্থা না-করায় আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের মহিলা বিভাগেই দিন কাটাচ্ছেন শ্বশুরবাড়িতে নির্যাতিতা বধূ কবিতা দেবনাথ। ১০ জানুয়ারি ডুয়ার্সের শামুকতলা থানার ছোট চৌকিরবসের বাসিন্দা ওই বধূকে শ্বশুরবাড়ির লোকেরা অত্যচার করে বলে অভিযোগ। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বধূকে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক আলিপুরদুয়ারে রেফার করেন। কিন্তু পুলিশ বধূকে আলিপুরদুয়ারে পাঠানোর পরিবর্তে বাড়িতে পাঠান বলে অভিযোগ। পরে জেলা প্রশাসন উদ্যোগী হয়ে কবিতা দেবীকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করায়। কবিতা দেবী সরকারি হোমে থাকতে চাইলে ব্যবস্থা করারও আশ্বাস দেওয়া হয়। ঘটনার পরে কয়েকদিন কেটে গেলেও কবিতা দেবীকে হোমে রাখার ব্যবস্থা কেন হল না সেই প্রশ্ন তুলে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “কবিতা দেবীকে সরকারি হোমে রাখার পরিকল্পনা হয়েছে। এ ছাড়া যশোডাঙ্গা এলাকায় এক ব্যক্তি তাঁকে বাড়িতে রাখার প্রস্তাব দিয়েছেন। কবিতা দেবীর মত জেনে ব্যবস্থা নেওয়া হবে।” আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় জানান, কবিতার জীবিকার জন্যও প্রশাসন উদ্যোগী হবে। কবিতা বলেন, “চিকিৎসক বলছেন আমি পুরোপুরি সুস্থ। কিন্তু কোথায় যাব, বুঝতে পারছি না।”
|
সরকারের সমালোচনা |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
বাম সরকার শেষের পাঁচ বছর যে ভাবে আমলা নির্ভর হয়ে পড়েছিল, পরিবর্তনের ডাক দিয়েও প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আমলা নির্ভর সরকার চালাচ্ছেন। রবিবার ডুয়ার্সে বসে এই অভিযোগ তুললেন এসইউসি-র শ্রমিক সংগঠন ইউ টি ইউ সি’র সাধারণ সম্পাদক অশোক ঘোষ। তাঁর অভিযোগ, ঢেকলাপাড়া চা বাগানে একের পর এক শ্রমিক মারা যাচ্ছে বলে অভিযোগ করে সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। অশোকবাবুর অভিযোগ, বৈঠক তো দূর অস্ত, মুখ্যমন্ত্রীর দফতর চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়নি। তিনি বলেন, “মহাকরণে জলসা সংস্কৃতি চলছে। চিত্রতারকাদের সঙ্গে মুখ্যমন্ত্রী গল্প করার সময় খুঁজে বের করতে পারলেও বন্ধ বাগানের দুরবস্থা দূর করতে ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করার সময় করতে পারেননি। ঢেকলাপাড়ায় অনাহারে মানুষ মারা গেলেও হেলদোল নেই সরকারের।” শনিবার রাতে ফের ওই বন্ধ বাগানে এক শ্রমিকের মৃত্যু হয়। নেপানিয়া ডিভিশনের বাসিন্দা ভাওরা লোহার (৫২) অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। দু’মাসে ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটল বলে শ্রমিকদের দাবি।
|
প্রচুর চরস উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
চোরাপথে নেপাল থেকে আনা ৩০ কিলোগ্রাম চরস কলকাতায় পাচারের পথে নিউ জলপাইগুড়ির কাছে ধরা পড়ল। শনিবার সন্ধ্যায় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্মীরা ওই পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে পুলিশ ১৭৯টি বিশেষ ধরনের ক্যাপসুলও আটক করেছে। ওই সমস্ত ক্যাপসুলের ভিতরে চরস ভরে ধৃতেরা কলকাতা থেকে বিমানে বিদেশে পাচারের ছক কষেছিল বলে সন্দেহ করা হচ্ছে। রাজস্ব গোয়েন্দা দফতরের আইনজীবী রতন বণিক জানান, রবিবার ধৃতদের আদালতে হাজির করা হলে শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক সুপ্রিয়া খান জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ২০ ডিসেম্বর রাজস্ব গোয়েন্দা দফতর এক কোটি টাকার চরস-সহ দুই ব্যক্তিকে শিলিগুড়ি লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করে। আদালত সূত্রে জানা গিয়েছে, শনিবার যে পাঁচজনকে গ্রোফতার করা হয়। তাদের নাম মহম্মদ ইলিয়াস, মহম্মদ সরফরাজ, মহম্মদ কামালউদ্দিন, আমিরুল রহমান এবং নাসিম আখতার। বাড়ি কলকাতায় খিদিরপুর এলাকায়। দিন কয়েক আগে শিলিগুড়ি হয়ে কাঠমাণ্ডুতে গিয়েছিল তারা। এই ঘটনায় রাজস্ব গোয়েন্দা দফতর মহম্মদ নাদিম নামে এক ব্যক্তির নাম পেয়েছে।
|
পক্ষপাতের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
রাজগঞ্জ পুলিশের বিরুদ্ধে বিভিন্ন কাজকর্মে পক্ষপাতিত্বের অভিযোগ এনে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হল রবিবার। রাজগঞ্জের বাসিন্দা তথা দলের জেলা সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের অভিযোগ, রাজ্যে পরিবর্তন আসার পরেও রাজগঞ্জ পুলিশের কাজকর্মে কোনও পরিবর্তন ঘটেনি। রাজনৈতিক রঙ দেখে কাজ করছে পুলিশ। সাধারণ মানুষ থানায় অভিযোগ জানাতে গেলে উল্টো অভিযোগকারীদের বিভিন্ন ভাবে হেনস্থ করা হচ্ছে। কোনও অভিযোগেরই সঠিক তদন্ত হচ্ছে না। বিশেষ করে তৃণমূলের কর্মী-সমর্থকদের নানা মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। এক শ্রেণির সিপিএম নেতাদের কথাতে পুলিশ ওঠবস করছে। যে কোনও ব্যাপারে রাজগঞ্জ পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। ওই থানার কাজকর্মে ব্লকের সাধারণ মানুষ তিতিবিরক্ত। মোশারফবাবু বলেন, “রাজগঞ্জ পুলিশের বিরুদ্ধে কাজকর্মের একাধিক নমুনা তথ্য সহকারে এ দিন একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ না করলে আগামীতে থানা অচল করে দেওয়া হবে।”
|
সিপিএম ছেড়ে কংগ্রেসে দেড়শো |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রবিবার নকশালবাড়ির বড় ঝরুজোত ও সাতভাইয়া এলাকার দেড়শো সিপিএম সমর্থক কংগ্রেসে যোগ দিলেন। এদিন নকশাল বাড়িতে ব্লক কংগ্রেসের ডাকে সভা হয়। সভায় জেলা কংগ্রেস নেতা জীবন মজুমদার, সুবীন ভৌমিক, কুন্তল গোস্বামী, বিকাশ সরকার, ব্লক কংগ্রেস আহ্বায়ক পৃত্থীশ রায় এবং নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ উপস্থিত ছিলেন। সুনীলবাবুর দাবি, ইন্দিরা আবাস-সহ নানা সরকারি প্রকল্পের ক্ষেত্রে সিপিএম এওই দলত্যাগীদের সঙ্গে বঞ্চনা করেছে। বড় ঝরুজোতের বাসুদেব পাণ্ডে এবং সাতভাইয়ার গোপাল রায়ের নেতৃত্বে সিপিএম সমর্থকেরা কংগ্রেসে যোগ দেন। সিপিএমের নকশালবাড়ির নেতা গৌতম ঘোষ দাবি করেন, গোপাল রায় কিংবা বাসুদেব পাণ্ডে নামে আমাদের কোনও কর্মী ওই এলাকায় নেই। দলত্যাগের নামে কংগ্রেসের নেতারা এখন নাটক করছেন।
|
মৃত যাত্রী |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা লাগায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে তাসটি বাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জখম তিন যাত্রীকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে গুরুতর জখম দুজনকে জলপাইগুড়িতে রেফার করেন চিকিৎসকরা। ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা মৃত পিকআপ ভ্যানের যাত্রীর নাম মজিবর রহমান (৫১)। আট জন যাত্রী নিয়ে ফালাকাটা থেকে বীরপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। তাসটি বাগানের কাছে পৌঁছতে উল্টোদিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটানোর সময়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি রাস্তার ধারের গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। পিকআপ ভ্যানের চালক পলাতক। |
|