সৈনিক স্কুলের সুবর্ণজয়ন্তী |
সামরিক মহড়ার প্রদর্শনী ও বিভিন্ন অনুষ্ঠান হল পুরুলিয়ার সৈনিক স্কুলের মাঠে। পুরুলিয়া সৈনিক স্কুলের ৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর এয়ার মর্শাল অরূপ রাহা। তিনি পুরুলিয়া সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র। সৈনিক স্কুলের মাঠে ভারতীয় সেনাবাহিনীর কুড়ি জন জওয়ান প্যারাসেলিং-সহ নানা সামরিক কসরৎ দেখান। অনুষ্ঠানে উপস্থিত এয়ার মার্শাল অরূপ রাহা জানান, ছাত্রদের মধ্যে অনুশাসন, নিয়মানুবর্তিতা-সহ দৃঢ় মানসিকতা গড়ে তুলতে এই স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে জানিয়েছেন। স্কুলের অধ্যক্ষ জি এস ঘোড়পাড়ে জানিয়েছেন, এখনও পর্যন্ত স্কুল থেকে প্রায় ৩০০ জন ছাত্র ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে সুযোগ পেয়েছে। শিক্ষাগত মান ও সার্বিক সাফল্যের ভিত্তিতে দেশের ২৪টি সৈনিক স্কুলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া সৈনিক স্কুল।
|
শিক্ষককে ‘হুমকি’, যুবক ধৃত বান্দোয়ানে |
মাওবাদীদের নামে এক শিক্ষককে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম নিবু দাস কিস্কু। বাড়ি বান্দোয়ান থানার কেশরা গ্রামে। শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্দোয়ানের হারাদা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নীরদ টুডু ২০১১ সালে ডিসেম্বর মাসে মাওবাদীদের নামে ডাকে একটি চিঠি পেয়েছিলেন। তাতে হুমকি দেওয়া হয়েছিল, অবিলম্বে পঞ্চাশ হাজার টাকা না দিলে নীরদবাবুকে মেরে ফেলা হবে। শুধু তাই নয়, তাঁর কাছে গত মঙ্গলবার দুপুরে স্কুলে একটি সাদা থান পাঠানো হয়েছিল। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নিবুদাস বেসরকারি সঞ্চয় সংস্থার কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাজারে নিবুদাসের কাছ থেকে অনেকেই টাকা পেতেন। তিনি দেনাগ্রস্থ হয়ে পড়েছিলেন। নীরদবাবু বলেন, “নিবুদাসকে ভাল ছেলে বলেই জানতাম। এত দিন ধরে ও এ সব কাণ্ড করে বেড়াচ্ছে জানতাম না।”
|
এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রঘুনাথপুর থানার চেলিয়ামা গ্রামের কাছে দেহটি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গৌরাঙ্গ দাস (৪৫)। তাঁর বাড়ি রঘুনাথপুর থানার ডুমুরকোলা গ্রামে। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
|
সরস্বতী পুজো উপলক্ষে পাত্রসায়রের বামিরা গুরুদাস বিদ্যায়তনে শুরু হয়েছে ছবি প্রদর্শনী। স্কুলের পড়ুয়াদের আঁকা ২০০ টির বেশি ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী আজ সোমবার শেষ হবে। স্কুলের প্রধান শিক্ষক জয়দেব পণ্ডিত বলেন, “ছাত্রছাত্রীদের আঁকা ছবি সবার সামনে তুলে ধরতে এবং তাদের আঁকায় উৎসাহ দিতে স্কুলের একটি শ্রেণিকক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।”
|
রাজ্যস্তরের অঙ্কন প্রতিযোগিতায় সাফল্য পেয়ে জাতীয়স্তরের অঙ্কন প্রতিযোগিতার জন্য মনোনিত হয়েছে সাঁওতালডিহি সেন্ট জেভিয়ার্স হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিবেদিতা মাহাতো। স্কুল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের শক্তি মন্ত্রক এই প্রতিযোগিতার আয়োজক। প্রতিযোগিতার বিষয় ছিল শক্তির সংরক্ষণ। নিবেদিতা জেলা স্তরে প্রথম হওয়ার পরে কলকাতার ডিভিসি টাওয়ারে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতাতেও সফল হয়। এরপর সে জাতীয়স্তরের প্রতিযোগিতার জন্য মনোনিত হয়েছে।
|
তাঁত শিল্পীদের ক্রেডিট কার্ড প্রদান ও সচেতনতা শিবির হয়ে গেল বিষ্ণুপুরের কে জি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সভাঘরে। বাঁকুড়া জেলা হস্ত তাঁত উন্নয়ন বিভাগ সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। এক মাসে ১০০০ শিল্পীকে ক্রেডিট কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি, ঋণ ইত্যাদি সুবিধা মিলবে বলে জানানো হয়েছে।
|
শুশুনিয়ায় পর্বতারোহণ শিক্ষা শিবির চলছে। বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়ে এসে প্রশিক্ষণ দিচ্ছেন। কলকাতার একটি প্রতিষ্ঠানের সম্পাদিকা আরতি দে জানিয়েছেন, বিভিন্ন জেলার ৩৫ জন ছেলে-মেয়েকে নিয়ে এখন তাঁদের শিবির চলছে। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষারও একটি শিবিরের আয়োজন করা হয়েছে। |