টুকরো খবর
স্বামীজির জন্ম সার্ধশতবর্ষ পালন
সম্প্রতি বাদুড়িয়ার ‘পুড়া স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান’ এর পক্ষে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ ও যুব দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ গোস্বামী সহ বিশিষ্ট ব্যক্তিরা। সকালে এলাকাবাসীরা এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বার করেন। এলাকার শিশু-কিশোররা নানা অনুষ্ঠান পরিবেশন করে। ছবি আঁকা, নাচ, আবৃত্তি, একাঙ্ক নাটক এবং গল্প পাঠের মধ্যে দিয়ে বিবেকানন্দের সার্ধশতবর্ষ পালন করা হয়। স্থানীয় বাসিন্দাদের আনন্দ দিতে ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করেছিলেন উদ্যোক্তারা।

সাগরে অনুষ্ঠিত হল গঙ্গামেলা
দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের কয়লাপাড়া গ্রাম সংলগ্ন ময়দানে সম্প্রতি অনুষ্ঠিত হল গঙ্গামেলা। ১০ দিনের এই উৎসবের মূল উপলক্ষ ছিল গঙ্গা দেবীর পুজো। কথিত আছে, এক সময়ে মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে পাশাপাশি গ্রামগুলির দিকে ধেয়ে আসত নদীর জল। তার থেকে বাঁচতেই ভাঙনেশ্বরী গঙ্গার পুজো শুরু হয়। কয়লাপাড়া গ্রামবাসীদের পরিচালনায় এই মেলা এ বার ৮১ বছরে পা দিল। প্রাচীনতায় এই মেলার স্থান গঙ্গাসাগর মেলার ঠিক পরেই। মেলার ক’দিন ধরে ছিল নাচ, গান, আবৃত্তি, যেমন খুশি আঁকো, যাত্রাপালা ইত্যাদি।

শ্রীচৈতন্যের আবির্ভাব উৎসব
সম্প্রতি বসিরহাট মহকুমা শ্রী শ্রী হরিনাম সেবা সমিতির উদ্যোগে পালিত হল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫২৬ তম আবির্ভাব উৎসব। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বসিরহাট পুরসভার পুরপ্রধান কৃষ্ণা মজুমদার। পদাবলী, কীর্তন, ভাগবত পাঠ, তরজা গান, ভক্তিগীতি এবং ধর্মীয় সভা ছিল উৎসবের মূল আকর্ষণ।

সাংস্কৃতিক অনুষ্ঠান
সম্প্রতি বনগাঁর পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান উপলক্ষে বের করা হয়েছিল প্রভাতফেরি। আয়োজন করা হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার। সন্ধ্যায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অন্যদিকে, বনগাঁর অরূপ মিত্র স্মৃতি পাঠাগারের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। সকালে বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে গিয়ে অনুষ্ঠান শুরু হয়। আয়োজন করা হয়েছিল গান, আবৃত্তি সহযোগে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার।

অ্যাম্বুল্যান্স পরিষেবা
ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে এগিয়ে এলেন বনগাঁর একটি পরিবার। বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে গত ২৫ জানুয়ারি ওই অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমাশাসক র্সী্জয় মুকোপাধ্যায়, এসডিপিও জয়ন্ত মুকোপাধ্যায়, স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, পুরসভার চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য প্রমুখ। স্থানীয় গৃহবধূ যূথিকা চন্দ তাঁর স্বামী বঙ্কিম চন্দের স্মৃতিতে এই অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করেছেন। ন্যূনতম খরচে এই পরিষেবা দেওয়া হবে বলে তিনি জানান।

লরিতে পিষ্ট হয়ে মৃত
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বসিরহাটের দণ্ডিরহাটে বাঙ্গালপাড়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম হাফিজুল সাহাজী (৩৪)। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাটের টাকি রোডে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাফিজুল। মাতসদনের সামনে রাস্তার পাশে জড়ো করে রাখা পাথরে হোঁচট খেয়ে তিনি পড়ে গেলে একটি লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই হাফিজুলের মৃত্যু হয়।

পুড়ে গেল সরস্বতী পুজোর মণ্ডপ
আগুনে ভস্মীভূত হল সরস্বতী পুজোর মণ্ডপ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার দক্ষিণ পশ্চিম পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবার সব্জি বাজার ব্যবসয়ী সমিতি ও দক্ষিণ পশ্চিম পাড়ার উদ্যোগে ওই পুজোর আয়োজন করা হয়েছিল। শনিবার রাতে হঠাৎ মণ্ডপে আগুন জ্বলতে দেখে লোকজন চিৎকার করতে থাকেন। স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই পুরো মণ্ডপটি ভস্মীভূত হয়।

জুটমিলে আগুন
আগুনে পুড়ে গেল নৈহাটি জুটমিলের ব্যাচিং বিভাগের একাংশ। দমকল সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর দেড়টা নাগাদ ব্যাচিং বিভাগের একটি মেশিনে আগুন লাগে। কাছকাছি ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচা পাটে আগুন ছড়িয়ে যায়। দমকলের চারটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে অনুমান, শট শার্কিট থেকেই আগুন লেগেছিল।

তিন দুষ্কৃতী ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল আমডাঙা থানার পুলিশ। কুশাডাঙা থেকে ধৃত ওই তিন জনের বিরুদ্ধে ‘সুপারি’ নিয়ে খুন-সহ একাধিক অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম সন্দীপ প্রামাণিক, শঙ্কর পাইক এবং স্বপন হালদার। সকলেই খড়দহের বাসিন্দা। তাদের কাছ থেকে দু’টি পাইপগান ও ৬ রাউন্ড কার্তুজ মিলেছে।

ফেরার দুষ্কৃতী পুলিশের জালে
গা-ঢাকা দিয়ে থাকা এক দুষ্কৃতীকে রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনার আগরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম যদু মাকাল। তার বিরুদ্ধে হাওড়া জেলার বিভিন্ন থানায় খুন ও তোলাবাজির একাধিক অভিযোগ আছে। মাসখানেক ধরে সে পলাতক ছিল। তাকে খুঁজছিল পুলিশ।

বোমা উদ্ধার
একটি গ্যারাজ থেকে উদ্ধার হল পাঁচটি তাজা বোমা। রবিবার ঘটনাটি ঘটেছে খড়দহের বিজয়গড় কলোনিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ির নীচের ওই গ্যারাজটিতে কোনও শাটার নেই। নেই তালা দেওয়ার ব্যবস্থাও। এ দিন দুপুরে ওই গ্যারাজে থাকা গাড়ির চালক এসে দেখেন, পাঁচটি কৌটো পড়ে আছে। বোমা বলে সন্দেহ হওয়ায় বাড়ির মালিক অনিতা মুখোপাধ্যায়কে খবর দেন তিনি। অনিতাদেবী খবর দেন পুলিশে। পুলিশ জানায়, ওই সকেট বোমাগুলি কে বা কারা ফেলে গিয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, আমডাঙা থানার কুশডাঙা থেকে তিন দুষ্কৃতী রবিবার গ্রেফতার হল। ধৃত সন্দীপ প্রামাণিক, শঙ্কর পাইক ও স্বপন হালদারের বাড়ি খড়দহে। ধৃতদের কাছ থেকে দু’টি পাইপগান এবং ছ’রাউন্ড গুলি মিলেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.