আজ ক্রেস্পোদের নিলাম
কলকাতার দ্বিগুণ দাম পেল বারাসত, বিক্রি ২৫ কোটিতে
স্টবেঙ্গল এবং মোহনবাগান মিলিয়ে এ বার দল গড়তে যে টাকা দিয়েছে বিজয় মাল্যর ইউ বি গ্রুপ, তার প্রায় দ্বিগুণ টাকায় বিক্রি হয়ে গেল বারাসত। প্রিমিয়ার লিগ সকারের টিমটি কিনে নিল ইউরো গ্রুপ। ২৫ কোটি ১৫ লক্ষ টাকা দিয়ে।
ভারতীয় ফুটবল ইতিহাসে নজিরবিহীন এ রকম ঘটনা ঘটে গেল রবিবার দুপুরে মধ্য কলকাতার এক পাঁচ তারা হোটেলে। ক্রিকেট আই পি এলের ঢঙে পি এল এসের পাঁচটি টিম বিক্রি হয়ে গেল মোট সাড়ে ৬১ কোটি টাকায়। ষষ্ঠ টিমটির দরপত্র নিয়ে সমস্যা থাকায় সেটি অবশ্য স্থগিত হয়ে গেল। তবে সবাইকে চমকে দিয়ে বারাসত, শিলিগুড়ির চেয়ে অনেক কম টাকায় বিক্রি হল কলকাতা টিম। কেন এমন হল? খোঁজ নিয়ে দু’রকম তথ্য পাওয়া যাচ্ছে। এক) যাঁরা টিম কিনেছেন তাঁদের ব্যবসা যেখানে, সেই অঞ্চলের টিম কিনতেই আগ্রহী হয়ে পড়া। দুই) ভারতের অন্যতম নামী সংস্থা কলকাতা কিনতে আগ্রহী হওয়ায় অন্যরা সে দিকে হাত বাড়াননি। কিন্তু শেষ পর্যন্ত তারা নিলামে অংশ না নেওয়ায় কম টাকায় কলকাতার টিম পেয়ে যায় ক্যামেলিয়া গ্রুপ। সাড়ে ১১ কোটিতে।
সবথেকে কম দাম উঠল দুর্গাপুরের। ৭ কোটি ৬০ লাখ টাকায় সেটি কিনে নিল টিউলিপ ইনফোনেট। বারাসতের পর দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠল শিলিগুড়ির। এ জে কনসালটেন্ট নামে একটি কোম্পানি ১৮ কোটি টাকায় কিনে নিয়েছে দল। ৯ কোটিতে হাওড়ার দলটি কিনেছেন সিনসেস ইমফোটেক নামে একটি কোম্পানি। তবে হলদিয়া টিমটি এখনও বিক্রি হয়নি। গ্রে মাইন্ড সংস্থা বারাসত এবং হাওড়ার জন্য লড়াই করেও তা পাননি। ফলে হলদিয়া ছাড়া তাদের সামনে আর কোনও দল নেই। ওই কোম্পানিকে সাত দিন সময় দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। দল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উদ্যোক্তাদের পক্ষে আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়, সেলিব্রিটি ম্যানেজমেন্টের দুই কর্তা ভাস্বর গোস্বামী ও ধরমদত্ত পান্ডে এবং আই এফ এ-র কয়েক জন পদাধিকারী। ভাস্বর বললেন, “উৎপলবাবু বন্ধ খাম খুলেছেন। খুব স্বচ্ছ্ব ভাবে টিম বিক্রি হয়েছে। হলদিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”
টিম বিক্রি হয়ে যাওয়ার পরে আজ সোমবার দুপুরে শহরের একটি পাঁচ তারা হোটেলে নিলামে তোলা হবে ২৪ বিশ্বকাপার ও ৭ কোচকে। সারা বিশ্বে এই প্রথম ফুটবলার কেনার জন্য নিলাম হবে কলকাতায়। ভাস্বর বললেন, “নিলাম দেখার জন্য বিদেশের অনেক মিডিয়া আসছে বলে খবর পেয়েছি। সবাই খোঁজ নিচ্ছেন কী ভাবে নিলাম হবে। আপাতত যে পাঁচটি টিম বিক্রি হয়েছে তারাই নিলামে অংশ নেবেন।” আইকন, এশিয়ার ফুটবলার মিলে প্রত্যেকটি টিম চার জন করে বিশ্বকাপার কিনবে নিলামে। কোচেদেরও নিলাম হবে।
স্পেনের বিশ্বখ্যাত ফরোয়ার্ড মোরিয়েন্তেস শেষ মুহূর্তে অবশ্য নাম তুলে নিয়েছেন নিলাম থেকে। বাবার অসুস্থতার জন্য। মেল পাঠিয়ে এ জন্য দুঃখপ্রকাশও করেছেন উদ্যোক্তাদের কাছে। আইকন ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি দাম ধরা হয়েছে এর্নান ক্রেস্পোর জন্য। প্রায় চার কোটি দশ লাখ টাকা। শোনা যাচ্ছে ক্রেস্পোর জন্য তীব্র লড়াই হবে বারাসত এবং শিলিগুড়ির মধ্যে। আইকন ফুটবলার হিসাবে নিলামে উঠবেন ইতালির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কানাভারো, আর্জেন্তিনার খুয়ান পাবলো সোরিন, ফ্রান্সের রবার্ট পিরেস, ইংল্যান্ডের রবি ফাউলার এবং নাইজিরিয়ার জে জে ওকোচা। তবে ফুটবলার কেনার জন্য ১২ কোটি টাকার বেশি ব্যয় করতে পারবে না দলগুলো।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.