টুকরো খবর
সরস্বতী পুজোয় নানা অনুষ্ঠান দু’জেলায়
সরস্বতী পুজোকে সামনে রেখে উন্নয়নমূলক কাজ করছে বাগনানের হিজলক ফ্রেন্ডস ক্লাব। পুজোর উৎসব ও আনন্দের সঙ্গে চার দিন ধরে চলছে নানা কর্মসূচি। এ বছর চালু হল ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র। এর আগের বছরগুলিতে চালু হয়েছে অ্যাম্বুলান্স পরিষেবা, কম খরচে কম্পিউটার প্রশিক্ষণ, নিজস্ব ফুটবল অ্যাকাডেমি প্রভৃতি। হিজলক ছাড়াও পাশের গ্রাম পাতিনান, বাইনান, খাজুরটি প্রভৃতি এলাকার মানুষ এই পরিষেবা পাচ্ছেন। ক্লাবের পক্ষে বিকাশ চৌধুরী বলেন, “হিজলককে আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। উন্নয়নমূলক কাজগুলির সূচনা করা হয় সরস্বতী পুজোর সময়েই।” সরস্বতী পুজো উপলক্ষে আরামবাগের থানা-সংলগ্ন আমরা ক’জন ক্লাব স্বাস্থ্যশিবিরের আয়োজন করল। এ ছাড়া, কয়েক জন দুঃস্থ মেধাবী পড়ুয়া, মূক ও বধির ছাত্রছাত্রীকে সাহায্য করা হয়। খানাকুলের ধান্যঘোড়ি হুটপাট সঙ্ঘ থ্যালাসেমিয়া ও প্রতিকার শীর্ষক আলোচনা চক্রের ব্যবস্থা করে।

নেতাজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান
পাঁচলা মোড়ে রঘুদেবপুর নেতাজি সঙ্ঘের উদ্যোগে সঙ্ঘের মাঠে সুভাষচন্দ্র বসুর ১১৬ তম জন্মদিন পালন করা হচ্ছে। এই উপলক্ষে গত ২৩ জানুয়ারি থেকে এক সপ্তাহ ধরে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এর মধ্যে রয়েছে মহিলাদের জন্য জাতীয় আইনি সাক্ষরতা, দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ, আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির মানুষের জন্য ভ্যান-রিকশা প্রদান, বসে আঁকো প্রতিযোগিতা মহাপুরুষদের জীবনী নিয়ে বক্তৃতা, ক্রীড়ানুষ্ঠান প্রভৃতি।

গণেশ পুজোর মেলা
গণেশ পুজো উপলক্ষে তিন দিনের মেলা শেষ হল রবিবার। আরামবাগের বাদলকোনা গ্রামে রামকৃষ্ণ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় গত শুক্রবার শুরু হয়েছিল এই মেলা। বাউলগান, যাত্রার আসর বসে। অন্য দিকে, রবিবার আরামবাগের রামমোহন রায় প্রেক্ষাগৃহে বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে একটি সংস্থা। বিশিষ্ট মানুষদের সম্বর্ধিত করেন উদ্যোক্তারা।

পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার
অটোরিকশার পিছনে মিনি ট্রাক ধাক্কা মারলে এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাগনানের বরুন্দা গ্রামের কাছে ছয় নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, মনিরা বেগম (২৮) নামে ওই মহিলার বাড়ি দেউলটিতে। তিনি অটোরিকশায় যাচ্ছিলেন। লরির আরোহী এবং অটোরিকশার যাত্রী মিলিয়ে আরও ১৮ জনকে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ কোলাঘাটগামী অটোটি যাত্রী তোলার জন্য বরুন্দার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে সব্জি-বোঝাই মিনিট্রাকটি অটোর পিছন দিকে ধাক্কা মারে।

রাজ্য দেহসৌষ্ঠবে দ্বিতীয় মনোজিৎ
রাজ্য দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় ৫৫ কেজি বিভাগে দ্বিতীয় হলেন আরামবাগের মনোজিৎ মুখোপাধ্যায়। গত ২১-২৩ জানুয়ারি শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবে দার্জিলিং জেলা ‘বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন’ আয়োজিত ওই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে মনোজিৎ জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেন। পটনায় ওই প্রতিযোগিতা ৪-৫ মার্চ। আরামবাগের রাজা রামমোহন ব্যায়ামাগারের ছাত্র মনোজিৎ মহকুমা স্তরে এবং হুগলি জেলাস্তরেও চ্যাম্পিয়নও হন।

শ্যামপুরে মেলা
নিউ তরুণ সঙ্ঘের পরিচালনায় হাওড়ার শ্যামপুরে ২০-২৬ জানুয়ারি পর্যন্ত আয়োজিত হয়ে গেল গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। শ্যামপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিদিনই ছিল নাচ, গান, আবৃত্তি, ক্যুইজ, বিতর্ক-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার অন্যতম আকর্ষণ, ভারত সরকারের (জেডএসআই) বিভিন্ন মৃত পশুপাখি প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শন দেখার জন্যও প্রচুর দর্শক এসেছিলেন। সপ্তাহব্যাপী এই মেলায় কৃষি প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিচিত্র অনুষ্ঠানের আসরও বসেছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.