আরও দুটি মৃতদেহ উদ্ধার হল কাছাড় জেলার কাটিগড়ায়। এক মাসে এ নিয়ে চারটি মৃতদেহ মিলল। পুলিশের অনুমান, নিহতেরা সকলেই গাড়িচোরচক্রের শিকার। চালকদের খুন করে গাড়ি নিয়ে পালিয়েছে তারা।
পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে কাটিগড়া থানার পাদ্রিটিলা এলাকার বাসিন্দারা দুর্গন্ধ পাচ্ছিলেন বলে অভিযোগ। পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠে আজ সকালে গ্রামবাসীরা দুর্গন্ধের অস্তিত্ব সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে শিলচর-কালাইন সড়কের ওপর কালভার্টের নিচে দু’টি মৃতদেহ নজরে আসে। অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশবাহিনী গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
জয়ন্তবাবুর কথায়, নিহতদের একজনের হাত পিছমোড়া করে গামছা দিয়ে বাঁধা ছিল। কাউকেই শনাক্ত করা যায়নি। দেহ দু’টি অনেকটাই পচে গলে গিয়েছে। তবে তাঁর অনুমান, এঁরা দু’জন গাড়ির চালক এবং সহকারী চালক। সম্ভবত ২৪-২৫ দিন আগে খুন হয়েছেন।
গত সপ্তাহেও কালাইন পুলিশ চৌকির সাতাভরি বিলে অজ্ঞাতপরিচয় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরনে ছিল প্যান্ট-জ্যাকেট। এক মাস আগে জালালপুর চা-বাগান সংলগ্ন এলাকায়ও একজনকে খুন করে ফেলে যায় গাড়ি চোর চক্র। পরে অবশ্য তাঁকে একজন গাড়িচালক বলে শনাক্ত করা হয় এবং জিরিবাম থেকে গাড়িটিকেও উদ্ধার করা হয়। তবে কোনও গ্রেফতারের খবর নেই। পুলিশের অনুমান, পরের ঘটনাগুলিও গাড়িচোরদেরই কাজ। চালকদের প্রাণে মেরে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে। |