|
|
|
|
সমাপ্ত রাজ্য হস্তশিল্প মেলা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্য হস্তশিল্প মেলা শেষ হল শনিবার। এই মেলা ঘিরে গত দু’সপ্তাহ ধরে উৎসাহ-উদ্দীপনার শেষ ছিল না মেদিনীপুর শহরে। শুধু শহর নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মেলায় এসেছেন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। গত ১৪ জানুয়ারি থেকে শহরের কলেজ মাঠে শুরু হয়েছিল রাজ্য হস্তশিল্প মেলা। এই ক’দিনেই মেলায় ৩ কোটি ৪৮ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে। ফলে, খুশি বিক্রেতা থেকে উদ্যোক্তাসকলেই। শেষ দিনেও মেলার মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রহ্লাদ হাজরা বলেন, “সাধারণ মানুষ প্রতি বছরই জেলায় এই হস্তশিল্প মেলা করার আর্জি জানাচ্ছেন। মেলা ঘিরে তাঁদের এই উৎসাহ দেখে আমরা অভিভূত। মানুষের এই আগ্রহের কথা কর্তৃপক্ষের কাছে জানাব। প্রতি বছরই যাতে এমন মেলা মেদিনীপুরে হতে পারে, তার জন্য পদক্ষেপ করব।” এই প্রথম রাজ্য হস্তশিল্প মেলা হল মেদিনীপুর শহরে। এক জায়গায় বিভিন্ন জেলার কুটির শিল্প দেখা এবং কেনার সুযোগ এই প্রথম। হস্তশিল্প মেলায় সব মিলিয়ে ৩১টি স্টল ছিল। প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা স্টলের বন্দোবস্ত ছিল। ফলে, নিজেদের পসরা সাজিয়ে বসতে শিল্পীদের অসুবিধা হয়নি। জঙ্গলমহল এলাকার শিল্পীদের উৎসাহ দিতে আবার আলাদা স্টল তৈরি করেছিলেন উদ্যোক্তারা। মেলায় মূল প্রবেশদ্বারের সামনে মতামত জানানোর খাতা রাখা ছিল। বহু মানুষ এই খাতায় পরের বছরও মেলার আয়োজন করার কথা লিখে গিয়েছেন। জেলা শিল্প কেন্দ্রের এক আধিকারিক বলেন, “হস্তশিল্প মেলায় ৩ কোটি ৪৮ লক্ষ টাকার সামগ্রী বিক্রি হয়েছে। মেদিনীপুরে যে কুটির শিল্পের বাজার রয়েছে, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট।” |
|
|
|
|
|