|
|
|
|
টুকরো খবর |
রাজ্যে প্রকল্প গড়তে ৩০০ কোটি বিনিয়োগ করবে আরআইএনএল |
সংবাদসংস্থা • কলকাতা |
এ রাজ্যের জলপাইগুড়িতে একটি অ্যাক্সেল কারখানা তৈরি করবে বলে জানাল আরআইএনএল। বিনিয়োগের অঙ্ক ৩০০ কোটি টাকা। রবিবার কলকাতায় আয়োজিত এশিয়ান মাইনিং কংগ্রেসে যোগ দিতে এসে, অনুষ্ঠানের ফাঁকে ওই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ পি চৌধুরী বলেন, “প্রকল্প তৈরির জন্য আমরা ইতিমধ্যেই রেলের কাছ থেকে জমি পেয়ে গিয়েছি।” তাঁর আশা, আগামী ২০১৪-র মধ্যেই কারখানাটি চালু করা যাবে। প্রকল্পের উপদেষ্টা সংস্থা হিসেবে নিয়োগ করা হয়েছে মেকন-কে।
|
ব্যাঙ্কের নতুন শাখা |
রাজ্যের তিন জেলায় শাখা খুলল এইচডিএফসি ব্যাঙ্ক। হাওড়ার উলুবেড়িয়া, নদিয়ার নবদ্বীপ ও পুরুলিয়ায়। এই নিয়ে রাজ্যে তাদের শাখার সংখ্যা দাঁড়াল ৯৪। |
|
|
|
|
|