|
|
|
|
|
বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ভারতের
সঙ্গে চুক্তি বাংলাদেশ সরকারের
কুদ্দুস আফ্রাদ • ঢাকা |
|
দেশে বিদ্যুৎ ঘাটতি মেটানোর জন্য ১,৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে ভারতের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ সরকার। বাগেরহাটের সুন্দরবনের কাছে রামপালে তৈরি হবে বাংলাদেশের সব থেকে বড় কয়লাচালিত এই বিদ্যুৎ কেন্দ্রটি।
রবিবার ঢাকার বিদ্যুৎ দফতরে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে এই চুক্তি হয়। তাতে সই করেন ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা এনটিপিসি-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অরূপ রায় চৌধুরী ও বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ (পিডিবি)-এর চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর। উপস্থিত ছিলেন ভারতের বিদ্যুৎ সচিব পি উমা শঙ্কর-ও। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেন্দ্রটিতে উৎপাদন শুরু হতে সময় লাগবে অন্তত চার বছর। প্রসঙ্গত, উভয় দেশের সমান অংশীদারিত্বের শর্তেই যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র গড়ার চুক্তিতে তারা সায় দিয়েছে, জানিয়েছে এনটিপিসি।
সরকারি সূত্রে খবর, ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়েই এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরির জন্য মউ সই হয়েছিল। তার পর গত বছরের ৩০ অগস্ট এনটিপিসি-র সঙ্গে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ সরকার। এর পরই ওই কেন্দ্র গড়ার লক্ষ্যে মংলা সমুদ্র বন্দরের কাছে যৌথ ভাবে ১,৮৩৪ একর জমি অধিগ্রহণ করে এন টি পি সি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ।
এ দিন চুক্তি সইয়ের ওই অনুষ্ঠানে জানানো হয়, রামপালের বিদ্যুৎ কেন্দ্রটি চলবে আমদানি করা কয়লা দিয়েই। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের ধারণা, ভারত থেকেই এই কয়লা পাওয়া যাবে। প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা ৭ হাজার মেগাওয়াট। কিন্তু গড় উৎপাদন ৫,২০০ মেগাওয়াট। চাহিদা-জোগানের এই ফাঁক পূরণ করতেই এই উদ্যোগ। |
|
|
|
|
|