বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, ধৃত ৩০০
য়াল স্ট্রিট আন্দোলন ঘিরে ফের উত্তেজনা ওয়াশিংটন এবং ওকল্যান্ডে। গতকাল দিনভর ওকল্যান্ডে চলল বিক্ষোভ। সন্ধ্যায় তার আঁচ গিয়ে পৌঁছল ওয়াশিংটনে।
ওয়াশিংটনে মানুষ পথে নামলেন ব্যয়বহুল আনন্দোৎসবের প্রতিবাদে। সেখানে বিক্ষোভ মোটের উপর শান্তিপূর্ণ হলেও ওকল্যান্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। প্রায় ৩০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নভেম্বর থেকেই দেশে অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছিল আমেরিকার বিভিন্ন জায়গায়। ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ নামে সেই আন্দোলন চলছেই। আর সেই আন্দোলন থামাতে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও উঠেছে। সেই অভিযোগে প্রায় দু’হাজার প্রতিবাদী কাল নেমে আসেন ওকল্যান্ডের রাস্তায়। বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়। দেশের পতাকাও পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের দিকে পাথর, বোতল ছুড়তে থাকেন তাঁরা। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে অন্যান্য জায়গা থেকেও অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয় ওকল্যান্ড শহরে।
রাস্তায় ভিড় বিক্ষোভকারীদের। শনিবার রাতে। ছবি: এএফপি
এই আন্দোলনের ঢেউ নতুন করে আছড়ে পড়ে ওয়াশিংটনেও। কাল সন্ধ্যায় সেখানকার আলফালফা ক্লাবে ৯৯তম পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। বহু বিশিষ্ট মানুষের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা। অর্থনৈতিক বৈষম্যের কারণেই শুরু হয়েছে ওয়াল স্ট্রিট আন্দোলন।
এ বার ব্যয়বহুল এই অনুষ্ঠানের প্রতিবাদে ক্লাবের বাইরে প্রায় ২০০ জন বিক্ষোভ দেখাতে থাকেন। কনকনে শীতকে উপেক্ষা করে অনেকেই বিবস্ত্র হয়ে প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের গায়েও লেখা ছিল বিভিন্ন স্লোগান। বিক্ষোভকারীদের হাতে ছিল অনুষ্ঠান-বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড। অকুপায় ডিসি অ্যাকশন কমিটির সদস্য ত্রাভিস ম্যাকআর্থারের আশা, “আমাদের এই আন্দোলন সরকার এবং কর্পোরেট কর্তাদের তাঁদের কাজের জন্য লজ্জা দেবে।” আর এক প্রতিবাদী ৬৪ বছরের ডেভিড ভ্যারোস বলেন, “এর আগে আমি আলফালফা ক্লাবের নামই শুনিনি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.