মণ্ডপের ভিতরেই বাউলের আখড়া। দিবারাত্রি সেখানে বেজে চলেছে বাউল গান। দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলতে মণ্ডপে রাখা হয়েছে স্বল্প আলো। আখড়ার কাছাকাছি বাউল আঙ্গিকের প্রতিমা। মণ্ডপটির বাইরের অংশের মডেল মাটির দ্বিতল ভবনের মতো। তাতে খড়ের ছাউনি। শহরের কালীনগর পাড়ার ক্লাব ওয়ান্টেড বয়েজের মণ্ডপে গেলে দর্শকদের সামনে ভেসে উঠবে এমনই সব দৃশ্য।
|
বিষমদ এ বার সরস্বতী পুজোর মণ্ডপে। কালনার নিউ সিংরাইল গ্রামে মিলন সঙ্ঘের থিমে উঠে এসেছে সাম্প্রতিক এই কাণ্ড। দর্শকদের কাছে বিষমদ কাণ্ডের বিবরণ তুলে ধরতে ক্লাব সদস্যেরা নিজেদের হাতে গড়েছেন মাটির নানা মডেল। এই সব মডেলে কোথাও চোলাই ঠেক। কোথাও বিষমদ খেয়ে মারা গিয়েছেন যুবকের দল। কোথাও বা চোলাই মদের অবৈধ কারবারীদের ধরতে তৎপর পুলিশ। ক্লাব সদস্যদের দাবি, শুরুর দিন থেকে মণ্ডপে লোকসংখ্যা ক্রমশ বাড়ছে।
|
ভিন্ন আঙ্গিকের প্রতিমা এ বার শহরের জাপট অগ্নিবীণা ক্লাবের মণ্ডপে। বাগদেবীর আশিসে তানসেনের মেঘমল্লার এবং মেঘ ও বৃষ্টির আবাহন। মূর্তিটি তৈরি করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুবীর পাল। এখানকার মণ্ডপ গোলাপী রঙের। মণ্ডপের ভিতরে রয়েছে সূক্ষ্ম কারুকার্য। পুজো উপলক্ষে উদ্যোক্তাদের তরফে রাখা হয়েছে কাঠের কারুকাজের একটি প্রদর্শনী।
|
পুরনো বনেদি বাড়ির আদলে তৈরি হয়েছে শহরের রয়্যাল ক্লাবের মণ্ডপ। পুরনো বাড়ির মতোই সেখানে খিলান আর কড়ি-বরগা। জীর্ণ বাড়ির চার পাশ থেকে খসে পড়ছে চাঙড়। নানা দেওয়ালে ঝুলছে ছবি। বাড়ির নীচের তলায় নাটমন্দির। সেখানে পুজো চলছে ডাকের সাজের প্রতিমার।
|
মণ্ডপে থিম ‘আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে’। জাপট কালীতলা নেতাজি তরুণ সমিতির মণ্ডপে। বাঁশের সূক্ষ্ম কারুকার্য। মণ্ডপের ভিতরে দর্শকদের মনোরঞ্জনের জন্য রাখা হয়েছে বাদ্যরত নারী-পুরুষের মডেল, বিশালাকৃতি ষাঁড় আর ডানা মেলা ময়ূর। মণ্ডপের সঙ্গে সাযুজ্য রেখে এখানকার মূর্তিও তৈরি হয়েছে বাঁশ দিয়ে।
|
মনমাতানো আলোয় বরাবরই দর্শকদের আনন্দ দেয় কালনার বলাকা ক্লাব। এ বারও তার অন্যথা হয়নি। মণ্ডপে ঢোকার আগেই ক্লাবের বিশালাকৃতি আলোর গেট। এছাড়াও মণ্ডপ সংলগ্ন চওড়া রাস্তা জুড়ে নানা থিমে রয়েছে আলোকসজ্জা। কোথাও অশোক বনে সীতা, কোথাও আবার বড় ঈগল।
|
তথ্য: কেদারনাথ ভট্টাচার্য। |