তিন খেলোয়াড়কে সংবর্ধনা দিল বর্ধমান উৎসব মঞ্চ। প্রত্যেকের হাতে বর্ধমান পুরসভার চেয়ারম্যান তথা উৎসবের কমিটির সভাপতি আইনুল হক স্মারক-সহ নগদ অর্থ তুলে দেন। এই তিন খেলোয়াড় হলেন দুবাইয়ে এশিয়ান থ্রো-বল প্রতিযোগিতার ভারতীয় দলের থ্রো-বোলার, দলের সহ-অধিনায়ক সামিম রানা হক, জাতীয় যোগাসনে রৌপ পদক জয়ী জয়শ্রী পাত্র ও জুনিয়ার বাংলা দলের ক্রিকেটার অর্ঘ্য মল্লিক। আইনুল বলেন, “এঁদের কৃতিত্ব আমাদের শহরের সন্মান বাড়িয়েছে।”
|
স্পন্দন মাঠে আয়োজিত ব্রজমোহন কাপের দ্বিতীয় পর্বের খেলায় কল্যাণ স্মৃতি সঙ্ঘ ১-০ গোলে হারিয়েছে বড়নীলপুর জাগরণী সংঘকে। একমাত্র গোলটি করেন রবি হাঁসদা। এ দিকে অনূধ্বর্র্ ১৪ ক্রিকেটে বর্ধমান জোনে খেতাব জয়ী বর্ধমান জেলা মূল পর্বে যোগ দিতে পুরুলিয়ায় যাচ্ছে। অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে আয়োজিত রাজ্য মহিলা বাস্কেটবলে যোগ দিতে যাচ্ছে বর্ধমান। প্রতিযোগিতা হবে ৩-৫ ফেব্রুয়ারি রানি রাসমনি বিদ্যালয়ে।
|
সবনপুর ক্রিকেট ক্লাব আয়োজিত বাবু কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ভারত সঙ্ঘ। বরাকর অনুশীনলী ক্লাবকে তারা ১৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে ভারত সঙ্ঘ ৭ উইকেটে ১৩১ করে। জবাবে বরাকরের ইনিংস ১১৪ রানে শেষ হয়ে যায়। ম্যাচ ওপ্রতিযোগিতার সেরা বিজয়ী দলের রূপেশ সিংহ।
|
মদনপুর রবীন্দ্র-নজরুল সমিতি আয়োজিত ক্রিকেটে রবিবারের খেলায় জয়ী হল আদমপুর এমজি রয়্যাল ক্লাব। এ দিনের খেলায় তারা রানিগঞ্জ সিসি-কে ৬৮ রানে হারিয়ে দেন। প্রথমে ব্যাট করে আদমপুর ৫ উইকেটে ১৮৫ করে। জবারে রানিগঞ্জ সিসি-র ইনিংস ১১৭ রানে শেষ হয়ে যায়। ৮৮ রান করে।
|
চিত্তরঞ্জন রিভার সাইড ছেরোবেরিয়া ক্রিকেট প্রতিযোগায় রবিবারের খেলায় জয়ী হল এইচসিএল বয়েজ ক্লাব। তারা সালকা সিসি-কে ৫৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে এইচসিএল সাত উইকেটে ১৬৭ রান করে। জবাবে ১১৩ রানে সালকার ইনিংস শেষ হয়ে যায়।
|
ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল চিত্তরঞ্জন স্পোর্টস অ্যাসোসিয়েশন। চিত্তরঞ্জন শ্রীলতা ইনস্টিটিউশনের মাঠে ফাইনালে তারা শিবাজি সঙ্ঘকে ১-০ গোলে হারায়। একমাত্র গোলটি করেন বিমল মিঞ্চ।
|
চিত্তরঞ্জন রিভার সাইড ছেরোবেরিয়া ক্রিকেট প্রতিযোগায় রবিবারের খেলায় জয়ী হল এইচসিএল বয়েজ ক্লাব। তারা সালকা সিসি-কে ৫৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে এইচসিএল সাত উইকেটে ১৬৭ রান করে। জবাবে ১১৩ রানে সালকার ইনিংস শেষ হয়ে যায়। |