টুকরো খবর
থানা সম্প্রসারণের উদ্যোগ, নিখরচায় গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ
থানা সম্প্রসারণের জন্য বর্ধমান শহরে বাদামতলায় পুলিশ সুপারের অফিস থেকে সামান্য দূরত্বে তৈরি হতে চলেছে চার তলা ভবন। দেড় বছরের মধ্যে ভবনটি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য আপাতত বরাদ্দ হয়েছে ২৬ লক্ষ টাকা। শনিবার বিকেলে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইনমন্ত্রী ময়ল ঘটক। অন্য দিকে, কর্মসংস্থানের লক্ষ্যে পঞ্চাশ জন যুবককে নিখরচায় গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে জেলা পুলিশ। সম্প্রতি বর্ধমান পুলিশ লাইনে এই প্রসিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, জেলা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রায় ১১০০ যুবক আবেদন করেছিলেন। তাঁদের একটি বড় অংশকেই চাকরি দেওয়া সম্ভব হয়নি। সেই সব যুবকদের মধ্যে ৫০ জনকে বাছাই করে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। গাড়ি চালানোর পাশাপাশি শারীরিক সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণও দেওয়া হবে। জেলা পরিবহণ নিয়ামক অনির্বান কোলে বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত চালকেরা গাড়ি চালালে দুর্ঘটনার সংখ্যা কমবে।” পুলিশ সুপারের কথায়, “প্রশিক্ষণের পরে শংসাপত্র দেবে পুলিশ। তাই সরকারি বা বেসরকারি ক্ষেত্রে নিয়োগে সুবিধা হবে।”

দু’মাস বন্ধ কারখানা, পরিদর্শন আইনমন্ত্রীর
নিজস্ব চিত্র।
বন্ধ হয়ে পড়ে থাকা নীল তৈরির কারখানা পরিদর্শন করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। রবিবার সকালে কারখানা ঘুরে দেখার পাশাপাশি শ্রমিক-কর্মী পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় দু’মাস ধরে কারখানাটি বন্ধ। মালিক পক্ষ ২ মাস আগে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানোর পর থেকেই কর্মহীন হয়ে পড়েন প্রায় দু’শো শ্রমিক। ডিপিএসসি কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় কারখানার আবাসনগুলিও অন্ধকার হয়ে পড়েছে। পাম্প না চলায় জলসঙ্কটে ভুগছেন আবাসনের বাসিন্দারা। সম্প্রতি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর কাছে কারখানা খোলার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান শ্রমিকেরা। বিষয়টি নিয়ে মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের সঙ্গে আলাদা ভাবে কথাও বলেছেন শ্রমমন্ত্রী। এ দিন কারখানা পরিদর্শন করতে এসে মলয়বাবু বলেন, “কারখানা খোলার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। ফেব্রুয়ারি মাসে বৈঠক ডাকা হয়েছে। দ্রুত কারখানা খোলার ব্যবস্থা করা হবে।”

গাড়ির ধাক্কায় মৃত্যু জামুড়িয়ায়
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার জামুড়িয়ার হিজলগড়া সেতুর কাছে ঘটনাটি ঘটে। মৃতের নাম জমিদার বাউড়ি (৪০)। বাড়ি স্থানীয় ধসল গ্রামে। এ দিন বাইকে দুই সঙ্গীর সঙ্গে তিনি দরবারডাঙায় যাচ্ছিলেন। একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মারলে তিনি গুরুতর জখম হন। তাঁকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

ভোটার দিবস পালিত
গার্লস কলেজে জাতীয় ভোটার দিবস পালিত হল ২৫ জানুয়ারি। আসানসোলের এই কলেজে অনুষ্ঠানে ছিলেন মহকুমাশাসক সন্দীপ দত্ত ও অধ্যক্ষ প্রদীপকুমার দে সরকার। মহকুমাশাসক জানান, ভোটার দিবস উপলক্ষে আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রায় ৯ হাজার নতুন মহিলা ভোটারকে সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে।

মহিলাকে ‘কটূক্তি’, সংঘর্ষ রানিগঞ্জে
এক মহিলাকে ‘কটূক্তি’ করাকে কেন্দ্র করে রবিবার গোলমাল হল রানিগঞ্জের পূর্ব কলেজ পাড়ায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় ক্লাবে প্রসাদ বিলি করার সময়ে এক মহিলাকে উল্টো দিকের অটো রিকশা ও মিনি ট্রাক স্ট্যান্ডের কিছু যুবক কটূক্তি করে বলে অভিযোগ। এর পরে ক্লাবের সদস্যেরা স্টান্ডের সঙ্গে যুক্ত এক যুবককে মারধর করে। তার ‘পাল্টা হিসেবে’ স্ট্যান্ডের ১৫-২০ জন যুবক ক্লাবের এক সদস্যকে মারধর করে। পুলিশ ও র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি টহল চলছে। পুলিশ জানায়, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে।

জুয়া খেলায় ধৃত ৭
জুয়া খেলার সময়ে কুলটির লালবাজার এলাকা থেকে সাত জনকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, জুয়ার বোর্ড থেকে কয়েক হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.