মালদহে দলের জেলা সম্পাদক গৌতম গুপ্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আরএসপি ছাড়লেন জেলা কমিটির সদস্য দেবকিশোর মজুমদার, রাসেন্দ্রকুমার রায়-সহ তাঁদের অনুগামীরা।
৩০ জানুয়ারি মালতিপুরে দলের জেলা সম্মেলন। তার আগে জেলা সম্পাদকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্পষ্টতই অস্বস্তিতে আরএসপি নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, দেবকিশোরবাবুরা লিখিতভাবে কোনও পদত্যাগপত্র না দিলেও দলের সদস্যপদ নবীকরণ করাননি।
দলত্যাগীদের বিরুদ্ধে জেলা সম্পাদক গৌতমবাবু অবশ্য পাল্টা তোপ দেগেছেন। তাঁর অভিযোগ, “আরএসপি-তে না থাকলে ওঁদের কী হত তা সকলেই জানেন। প্রতিটি নির্বাচনে দেবকিশোররা বিরোধীদের হয়ে কাজ করেছেন। আর সেই কারণেই ওঁদের সদস্যপদ নবীকরণ করা হয়নি। দুর্নীতির কথা ওঁদের মুখে মানায় না।” দেবকিশোরও আত্মীয়দের সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন বলে পাল্টা দাবি করেছেন তিনি। দলত্যাগীরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও অভিযোগ করেছেন তিনি। দলত্যাগী দেবকিশোরবাবুর অভিযোগ, “বাম সরকারের আমলে জেলা সম্পাদক মোটা টাকা নিয়ে আইসিডিএস, সেচ দফতরে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। রাজ্য নেতাদের কাছে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। উল্টে তাঁর হাতেই সমস্ত দায়িত্ব তুলে দিয়েছেন।” দলত্যাগী অন্য জন রাসেন্দ্রকুমার রায়ও জেলা সম্পাদকের ‘দুর্নীতি’র প্রতিবাদেই সদস্যপদ নবীকরণ করাননি বলে দাবি করেছেন। |