দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন এক মহিলা। শুক্রবার রাতে গোয়ালপোখর থানার ভেরোস্থানের ঘটনা। মৃত আসতারা বেগমের (২৫) বাড়ি গোয়ালপোখরের বড়বিল্লায়। ওই দিন স্বামীর সঙ্গে ফেরার সময় একদল দুষ্কৃতী রাস্তা আটকে দাঁড়ায়। লুঠপাটে বাধা দেওয়ায় এক দুষ্কৃতী আসতারাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় ইসলামপুরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
|
কোচবিহার রাজবাড়ি রং করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ। শনিবার ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের ডিরেক্টর জেনারেল গৌতম সেনগুপ্ত ও সর্বেক্ষণের কলকাতা সার্কেলের অধিকর্তা তপনজ্যোতি বৈদ্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কোচবিহার রাজবাড়ি সরেজমিনে ঘুরে দেখেন। তপনজ্যোতিবাবু জানান, ২০১২-১৩ আর্থিক বছরে কোচবিহার রাজবাড়ি রং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন রাজবাড়ির রং ঠিক রয়েছে বলে একটি মহল বললেও রং আরও হালকা হওয়া উচিত বলে অনেকেই জানিয়েছেন। এ বার রং করার আগে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে। ২০০৩ সালে শেষবার কোচবিহার রাজবাড়ি রং করা হয়।
|
বেআইনি ভাবে মজুত ৪৪টি রান্নার গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করল জেলা পুলিশের দুর্নীতি দমন শাখা। গত শুক্রবার আলিপুরদুয়ার দুর্নীতি দমন শাখার অফিসার ও কর্মীরা ফালাকাটা ব্লকের নয় মাইল গ্রামের একটি গুদামে হানা দেন। সেখানে সিলিন্ডারগুলি মেলে।
|
এক কাঠমিস্ত্রির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রায়গঞ্জের মহারাজামোড় এলাকার ঘটনা। মৃত শ্যামল গোস্বামীর (২৭) বাড়ি মসলন্দপুরে। তিনি এলাকার একটি কাঠের দোকানে কাজ করতেন। মৃতের পেটে, বুকে ও গলায় একাধিক ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। গত শুক্রবার কাজে যাওয়ার সময় বাড়ি ফিরবেন না বলে পরিবারের লোককে জানিয়েছিলেন তিনি। এ দিন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের কাছে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
|
জাল টাকা সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার হরিরামপুর বাসস্ট্যান্ডের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত রহমত শেখ হরিরামপুরের খারুয়া এলাকার বাসিন্দা। ব্যাগের মধ্যে জামাকাপড় দিয়ে ঢেকে রহমত ওই টাকা নিয়ে যাচ্ছিল। বাসে ওঠার সময় সন্দেহ হওয়ায় পুলিশ তাকে ধরে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “দুটি ১ হাজার টাকার বান্ডিলে জাল ১ লক্ষ ৯৯ হাজার টাকা উদ্ধার হয়েছে।”
|
আগুন নেভাতে গিয়ে মৃত্যু হল এক দমকলকর্মীর। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকায় আত্রেয়ী খাড়ির কাছে। মৃতের নাম মানিক সাহা (৪৫)। বাড়ি গঙ্গারামপুরে। তিনি দমকলের স্পেশাল অফিসার। শনিবার রাতে খাড়ির কাছে মণিহারি দোকানে আগুন লাগে। আগুন নেভাতে যায় দমকল। হোসপাইপ থেকে জল ছড়িয়ে আগুন নেভাচ্ছিলেন মানিকবাবু। আচমকা পা হড়কে খাড়িতে পড়ে যান। নীচে ছিল বোল্ডার। মাথায় আঘাত পেয়ে সঙ্গে সঙ্গেই মারা যান। |