হুগলি, বর্ধমান
তৃণমূলের গোষ্ঠী-কোন্দল, আহত ৩০
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় হুগলি ও বর্ধমানের তিনটি এলাকা। অন্য দিকে, নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় প্রকাশ্যে এসেছে দলীয় কোন্দল।
একটি পুরনো মামলা তুলে নেওয়ার জন্য এ দিন সকালে হুগলির আরামবাগের গোবরা গ্রামের তৃণমূল কর্মী পিন্টু ধাড়াকে ওই দলেরই নেতা সোহরাব হোসেনের অনুগামীরা মারধর করে বলে অভিযোগ। পিন্টু কোনও মতে গ্রামে চলে আসেন। তিনি তৃণমূলের আরাণ্ডি-২ অঞ্চল সভাপতি বাসুদেব মালিকের অনুগামী। অভিযোগ, পিন্টু প্রহৃত হওয়ার খবর পেয়ে বাসুদেবের অনুগামীরা এর পরে সোহরাবের লোকজনের উপরে চড়াও হয়। দু’পক্ষের সংঘর্ষে জনা কুড়ি আহত হন। কয়েকটি ঘর ভাঙচুর এবং খড়ের গাদায় আগুন লাগানো হয়। লুঠপাটেরও অভিযোগ রয়েছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। গোলমালে জড়িত অভিযোগে বাসুদেববাবু-সহ দু’পক্ষের ৮ জনকে গ্রেফতার করা হয়।
সোহরাব বলেন, “আমার বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। দল সব জানে।” বাসুদেববাবুর স্ত্রী সুনীতিদেবীর অভিযোগ, “অসুস্থ থাকায় স্বামী বাড়িতে ছিলেন। পুলিশ জোর করে তুলে নিয়ে গেল।”
শুক্রবার রাতে গোঘাটের বদনগঞ্জে মঙ্গল মালিক নামে এক দলীয় কর্মীকে মারধর এবং তাঁর শরীরের কয়েক জায়গা চিরে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা অনুপ ঘোষের অনুগামীদের বিরুদ্ধে। মঙ্গল আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় তৃণমূল নেতা হরেরাম রায়ের অভিযোগ, “দলের নেতা অনুপ ঘোষ তোলাবাজি-সহ নানা অন্যায়ের সঙ্গে যুক্ত। এর প্রতিবাদ করাতেই মঙ্গলকে মারধর করা হয়।” অভিযোগ উড়িয়ে দিয়ে অনুপবাবু বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। একেবারেই পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে।” দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
বর্ধমানের পাণ্ডবেশ্বরের নিমসা গ্রামেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এ দিন দুপুরে দু’পক্ষের সংঘর্ষ হয়। তৃণমূল সূত্রের খবর, মারামারিতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। একটি বাড়িতে অগ্নিসংযোগ এবং চারটি বাড়িতে লুঠপাট চালানো হয় বলেও অভিযোগ। দু’পক্ষই বোমাবাজি করে।
কৃষ্ণনগরের কাঁসারিপাড়ায় তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক পার্থ সেনকে খুনের ঘটনায় ধৃত দলীয় কাউন্সিলর দেবানন্দ শর্মাকে এ দিনই কৃষ্ণনগর সিজেএম আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। দেবানন্দবাবু নদিয়া জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদকও।
অন্য দিকে, স্বরূপনগরের তৃণমূল নেত্রী সাগরিকা মণ্ডলকে খুনের ঘটনায় শুক্রবার রাতে দুর্গাপুর গ্রাম থেকে মফিজুল রফতান নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত অপরাধের কথা কবুল করে জানিয়েছে, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে সাগরিকাদেবীকে খুন করার জন্য তাকে ৫০ হাজার টাকার বরাত দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার রাতে রান্না করার সময়ে শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সাগরিকাদেবীকে গুলি করে খুন করা হয়। পুলিশের দাবি, কে মফিজুলকে খুনের বরাত দিয়েছিল, এই খুনের সঙ্গেই বা কারা যুক্ত সে তথ্যও তাদের হাতে এসেছে। শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে। খুনের কিনারা হয়ে গিয়েছে।
তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, সাগরিকাদেবীর সঙ্গে ভেকুটিয়া গ্রামের এক ব্যক্তির বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। ওই ব্যক্তির পরিবার এই সম্পর্ক মানতে চাননি। এ নিয়ে পরিবারে বিবাদ চরমে উঠলে ওই ব্যক্তির ছেলেরা সাগরিকাদেবীকে ফোনে খুনের হুমকি দেয়। কিছুদিন আগেও কয়েক জন বাড়ি এসে তাঁকে খুনের চেষ্টা করেছিল। কিন্তু তা ব্যর্থ হওয়ায় মফিজুলকে খুনের ‘সুপারি’ দেওয়া হয়েছিল। ভেকুটিয়া গ্রামের ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সকলে এখন গ্রামছাড়া।
এ দিনও অবশ্য তৃণমূল খুনের পিছনে সিপিএমের চক্রান্তের অভিযোগ তুলেছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ দিন সাগরিকাদেবীর বাড়ি যান। সৎকারের জন্য তাঁর পরিবারকে ২০ হাজার টাকাও দেন তাঁরা। সাগরিকাদেবীর সন্তানদের পড়াশোনা এবং স্বামীর চাকরির দায়িত্ব দল নেবে বলেও জানিয়েছেন তাঁরা। জ্যোতিপ্রিয়বাবুর অভিযোগ, “পঞ্চায়েত ভোটের আগে মহিলাদের মধ্যে ভীতির সঞ্চার করতে খুন করছে সিপিএম।” স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের নারায়ণ গোস্বামী বলেন, “মফিজুল যে সিপিএম আশ্রিত এ কথা সবার জানা। সিপিএমই সাগরিকাকে খুন করল।” অভিযোগ অস্বীকার করে স্থানীয় সিপিএম নেতা হামালুদ্দিন আহমেদ বলেন, “ভেকুটিয়া গ্রামের ওই বাসিন্দা স্থানীয় তৃণমূল নেতা। তার সঙ্গে সাগরিকাদেবীর সম্পর্কের কথা সকলের জানা।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.